নকলায় বন্যায় তলিয়েছে ৭ হাজার হেক্টর আমন ধান

নকলা (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ১৩: ২২

ভারী বর্ষণ ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের নকলায় বন্যার সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট, ফসলের মাঠ, বসতবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠান। প্রায় ৫ শতাধিক পুকুর ভেসে গেছে। কমপক্ষে ৭ হাজার হেক্টর জমির আমন ও ২০০ হেক্টর জমির মৌসুমি শাক-সবজির আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ২০ হাজার কৃষক। 

উপজেলার গণপদ্দী ইউনিয়নের খারজান, আদমপুর, বারইকান্দি, বিহারীরপাড়, মেদীরপাড়, পিপড়ীকান্দি ও বরইতার, নকলা ইউনিয়নের ধনাকুশা, ডাকাতিয়াকান্দা ও ধনাকুশা নদীর পাড়, উরফা ইউনিয়নের বারমাইশা, উরফা, লয়খা, তারাকান্দা, হাসনখিলা ও রাণীশিমুল এবং গৌড়দ্বর ইউনিয়নের দড়িতেঘড়ি গ্রাম এবং পৌরসভার লাভা ও দড়িপাড়া মহল্লার নিম্নাঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে পৌরসভাসহ ৫ ইউনিয়নের অন্তত ১৮টি গ্রামের প্রায় ৩০ হাজারেরও বেশি মানুষ। বেকার হয়ে পড়েছে প্রায় ২ হাজার শ্রমজীবী মানুষ। 

বন্যার পানিতে তলিয়ে গেছে নকলা হয়ে নালিতাবাড়ী-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের নালিবাড়ীর কিছু অংশ। বন্ধ হয়ে গেছে যান চলাচল। 

উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী জানান, বন্যা পানিতে উপজেলায় ৪ হাজার ৩৩৮ হেক্টর জমির আমন ফসল সম্পূর্ণ নিমজ্জিত ও ২ হাজার ৩২৭ হেক্টর জমির আমন ফসল আংশিক নিমজ্জিত হয়েছে। তা ছাড়া ৯৫ হেক্টর জমির মৌসুমি শাক-সবজির আবাদ সম্পূর্ণ নিমজ্জিত ও ৮০ হেক্টর জমির আবাদ আংশিক নিমজ্জিত হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সৈয়দা তামান্না হোরায়রা জানান, উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে বন্যার্তদের জন্য আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিতরণ করা হচ্ছে ত্রাণ সামগ্রী।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্যিক সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ-পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

বাংলাদেশের বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ, ‘ঐতিহাসিক’ বলা হচ্ছে যে কারণে

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত

নির্বাচন সংস্কার কমিশনের সংলাপ শুরু কাল, চলবে পুরো নভেম্বর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত