খুলনা, কয়রা ও পাইকগাছা প্রতিনিধি
রাজধানীর ঢাকায় বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে খুলনায় বিএনপি নেতা-কর্মীদের বাড়ি বাড়ি পুলিশ তল্লাশি ও ধরপাকড় শুরু করেছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও দলটির সংগঠনের ১২ নেতা-কর্মীকে গ্রেপ্তারের তথ্য পাওয়া গেছে।
আজ বুধবার খুলনা বিএনপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। খুলনা বিএনপির মিডিয়া সেলের সদস্যসচিব মিজানুর রহমান মিলটন বলেন, মঙ্গলবার রাতে খুলনার প্রায় সব উপজেলায় অভিযান চালিয়ে নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। মূলত রাজধানীতে মহাসমাবেশে যাতে না যেতে পারে এ কারণে দলের মধ্যে ভীতি সৃষ্টি করার জন্য গ্রেপ্তার চালানো হচ্ছে।
বিএনপির নেতাদের দাবি, মহাসমাবেশ সামনে রেখে নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে মঙ্গলবার রাতভর অভিযান চালিয়েছে পুলিশ। কয়েকজনকে বাসা থেকে তুলে নিয়ে গেছে। তবে মহাসমাবেশের আগে পুলিশের ধরপাকড় ও বাধা দেওয়ার আশঙ্কায় অনেক নেতা-কর্মী আগেই ঢাকায় পৌঁছে গেছেন বলেও জানান তাঁরা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খুলনার ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি জিয়াউর সরদার, জামিরা ইউনিয়ন যুবদলের সদস্য আব্দুল্লাহ খান, রূপসা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এস এম বোরহান উদ্দিন, ৪ নম্বর টিএসবি ইউনিয়ন যুবদল নেতা মো. সাগর সরদার, বটিয়াঘাটা উপজেলা যুবদল নেতা শাহারিয়ার আলম বাপ্পী খান, বালিয়াডাঙ্গা ইউনিয়ন বিএনপি নেতা আখতার শেখ, তেরখাদা থানা বিএনপির সহসভাপতি লস্কর আবুল কালাম, যুবদলের আহ্বায়ক মোল্লা হুমায়ুন কবির, ডুমুরিয়া উপজেলার মাগুরঘোনা ইউনিয়ন বিএনপি সদস্যসচিব আশরাফুল, খর্নিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাসেম মেম্বার, দিঘলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রাজু আহম্মেদ ও কয়রা উপজেলা যুবদলের আহ্বায়ক শরিফুল আলম।
কয়রা উপজেলা বিএনপির সদস্যসচিব নুরুল আমিন বাবুল বলেন, মহাসমাবেশ সামনে রেখে নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে মঙ্গলবার রাতভর অভিযান চালিয়েছে পুলিশ। বিএনপি নেতা শরিফুল আলমকে বাসা থেকে তুলে নিয়ে গেছে। এ ছাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মহরম হোসেন, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. মোতাসিম বিল্লাহ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন ও নির্বাহী সদস্য সবুজ হোসেনের বাড়িতে পুলিশ অভিযান চালায়।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা যুবদলের সদস্যসচিব মো. মোতাসিম বিল্লাহ বলেন, ‘আমার বাড়িতে নারী ও শিশুরা রয়েছে। রাত সাড়ে ১২টার দিকে পুলিশ সদস্যরা আমার বাড়িতে গিয়ে আমার খোঁজ নেন। এতে স্ত্রীসহ আমার পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ বাড়ছে। আমি আত্মগোপনে থাকায় পুলিশ আমাকে খুঁজে পায়নি।’
মোতাসিম বিল্লাহ আরও বলেন, ‘পুলিশ আমার বাড়ি থেকে বেরিয়ে যুবদলের আহ্বায়ক শরিফুল আলমের বাড়িতে যায়। সেখান থেকে তাঁকে থানায় নিয়ে যায়।’
এদিকে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে কয়রা উপজেলা বিএনপি, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা বিএনপির সদস্যসচিব মো. নুরুল আমিন বাবুল।
পাইকগাছায় নাশকতা মামলায় কয়রার যুবদলের আহ্বায়ক শরিফুলকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ২০২২ সালে ৭ ডিসেম্বর উপজেলার রাড়ুলী ইউনিয়নের শ্রীকন্টপুর গ্রামের একটি চালকলে বসে সরকারবিরোধী নাশকতার পরিকল্পনা করছিল। এ সময় পাইকগাছা থানায় এজাহারনামীয় ৩৪ জন ও সন্দিগ্ধ ৭০-৮০ জনকে আসামি করে মামলা হয়। ওই মামলায় শরিফুল আলমকে সন্দিগ্ধ হিসেবে গ্রেপ্তার করা হয়।
তবে বিএনপির দেওয়া গ্রেপ্তারের তথ্য মিথ্যা দাবি করে খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, সমাবেশকে কেন্দ্র করে কোনো গ্রেপ্তার চালানো হচ্ছে না। যদি কেউ গ্রেপ্তার হয়ে থাকে তবে অন্য কোনো মামলার আসামি হিসেবে গ্রেপ্তার হতে পারে। কোনো বিশেষ অভিযান চলছে না।
রাজধানীর ঢাকায় বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে খুলনায় বিএনপি নেতা-কর্মীদের বাড়ি বাড়ি পুলিশ তল্লাশি ও ধরপাকড় শুরু করেছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও দলটির সংগঠনের ১২ নেতা-কর্মীকে গ্রেপ্তারের তথ্য পাওয়া গেছে।
আজ বুধবার খুলনা বিএনপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। খুলনা বিএনপির মিডিয়া সেলের সদস্যসচিব মিজানুর রহমান মিলটন বলেন, মঙ্গলবার রাতে খুলনার প্রায় সব উপজেলায় অভিযান চালিয়ে নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। মূলত রাজধানীতে মহাসমাবেশে যাতে না যেতে পারে এ কারণে দলের মধ্যে ভীতি সৃষ্টি করার জন্য গ্রেপ্তার চালানো হচ্ছে।
বিএনপির নেতাদের দাবি, মহাসমাবেশ সামনে রেখে নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে মঙ্গলবার রাতভর অভিযান চালিয়েছে পুলিশ। কয়েকজনকে বাসা থেকে তুলে নিয়ে গেছে। তবে মহাসমাবেশের আগে পুলিশের ধরপাকড় ও বাধা দেওয়ার আশঙ্কায় অনেক নেতা-কর্মী আগেই ঢাকায় পৌঁছে গেছেন বলেও জানান তাঁরা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খুলনার ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি জিয়াউর সরদার, জামিরা ইউনিয়ন যুবদলের সদস্য আব্দুল্লাহ খান, রূপসা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এস এম বোরহান উদ্দিন, ৪ নম্বর টিএসবি ইউনিয়ন যুবদল নেতা মো. সাগর সরদার, বটিয়াঘাটা উপজেলা যুবদল নেতা শাহারিয়ার আলম বাপ্পী খান, বালিয়াডাঙ্গা ইউনিয়ন বিএনপি নেতা আখতার শেখ, তেরখাদা থানা বিএনপির সহসভাপতি লস্কর আবুল কালাম, যুবদলের আহ্বায়ক মোল্লা হুমায়ুন কবির, ডুমুরিয়া উপজেলার মাগুরঘোনা ইউনিয়ন বিএনপি সদস্যসচিব আশরাফুল, খর্নিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাসেম মেম্বার, দিঘলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রাজু আহম্মেদ ও কয়রা উপজেলা যুবদলের আহ্বায়ক শরিফুল আলম।
কয়রা উপজেলা বিএনপির সদস্যসচিব নুরুল আমিন বাবুল বলেন, মহাসমাবেশ সামনে রেখে নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে মঙ্গলবার রাতভর অভিযান চালিয়েছে পুলিশ। বিএনপি নেতা শরিফুল আলমকে বাসা থেকে তুলে নিয়ে গেছে। এ ছাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মহরম হোসেন, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. মোতাসিম বিল্লাহ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন ও নির্বাহী সদস্য সবুজ হোসেনের বাড়িতে পুলিশ অভিযান চালায়।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা যুবদলের সদস্যসচিব মো. মোতাসিম বিল্লাহ বলেন, ‘আমার বাড়িতে নারী ও শিশুরা রয়েছে। রাত সাড়ে ১২টার দিকে পুলিশ সদস্যরা আমার বাড়িতে গিয়ে আমার খোঁজ নেন। এতে স্ত্রীসহ আমার পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ বাড়ছে। আমি আত্মগোপনে থাকায় পুলিশ আমাকে খুঁজে পায়নি।’
মোতাসিম বিল্লাহ আরও বলেন, ‘পুলিশ আমার বাড়ি থেকে বেরিয়ে যুবদলের আহ্বায়ক শরিফুল আলমের বাড়িতে যায়। সেখান থেকে তাঁকে থানায় নিয়ে যায়।’
এদিকে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে কয়রা উপজেলা বিএনপি, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা বিএনপির সদস্যসচিব মো. নুরুল আমিন বাবুল।
পাইকগাছায় নাশকতা মামলায় কয়রার যুবদলের আহ্বায়ক শরিফুলকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ২০২২ সালে ৭ ডিসেম্বর উপজেলার রাড়ুলী ইউনিয়নের শ্রীকন্টপুর গ্রামের একটি চালকলে বসে সরকারবিরোধী নাশকতার পরিকল্পনা করছিল। এ সময় পাইকগাছা থানায় এজাহারনামীয় ৩৪ জন ও সন্দিগ্ধ ৭০-৮০ জনকে আসামি করে মামলা হয়। ওই মামলায় শরিফুল আলমকে সন্দিগ্ধ হিসেবে গ্রেপ্তার করা হয়।
তবে বিএনপির দেওয়া গ্রেপ্তারের তথ্য মিথ্যা দাবি করে খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, সমাবেশকে কেন্দ্র করে কোনো গ্রেপ্তার চালানো হচ্ছে না। যদি কেউ গ্রেপ্তার হয়ে থাকে তবে অন্য কোনো মামলার আসামি হিসেবে গ্রেপ্তার হতে পারে। কোনো বিশেষ অভিযান চলছে না।
গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছ
৩৩ মিনিট আগেরাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরে স্থানান্তর করা হয়েছে প্রায় সাত বছর আগে। কিন্তু ট্যানারির দূষণ এখনো রয়ে গেছে হাজারীবাগে। ওই এলাকায় চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত রাসায়নিকের উৎকট গন্ধ আর খালে প্রবাহিত ট্যানারি বর্জ্য জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।
৩৩ মিনিট আগেপিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে লোকালয়ে গড়ে ওঠা একটি খামারের কারণে হুমকিতে পড়েছে জনস্বাস্থ্য। গরু, ছাগল ও মুরগির সমন্বয়ে খামারটি করেছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট শহীদুল হক খান পান্না।
৩৪ মিনিট আগেবাংলাদেশ থেকে বিভিন্ন দেশে অভিবাসন, শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে যাত্রা করা নাগরিকদের সংখ্যা ক্রমেই বাড়ছে। ইউরোপীয় বিভিন্ন দেশের কনস্যুলেট এবং দূতাবাস কার্যক্রম না থাকায় নাগরিকদের অন্য দেশ অভিমুখী হতে হচ্ছে।
১ ঘণ্টা আগে