কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কালীগঞ্জে বৃদ্ধা মা আম্বিয়া খাতুনকে (৭০) তাঁর সন্তানেরা পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। মৃত আম্বিয়া খাতুন উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ছনকা গ্রামের মৃত আনছার আলীর স্ত্রী।
স্থানীয়রা বলেন, ‘আম্বিয়া খাতুনের স্বামী সরকারি চাকরিজীবী ছিলেন। স্বামীর মৃত্যুর পর পেনশনের টাকা ও জমিজমার একটি অংশ আম্বিয়া খাতুনের নামে ছিল। মায়ের ওই সম্পদ নিয়ে বড় ছেলে আইরিছুজ্জামান, ছোট ছেলে শরিফুজ্জামান ও চার মেয়ের মধ্যে বিরোধ চলছিল। আম্বিয়া খাতুন গত এক সপ্তাহ মেয়ের বাড়িতে ছিলেন। গতকাল সকালে মেয়ের বাড়ি থেকে ছোট ছেলে শরিফুজ্জামানের বাড়িতে আসেন তিনি। আজ শনিবার ভোরে আম্বিয়া খাতুনকে রক্তাক্ত মৃত অবস্থায় দেখতে পাই। তাঁকে তাঁর সন্তানেরা পরিকল্পিতভাবে হত্যা করেছে।’
মৃতের ছোট ছেলে শেখ শরিফুজ্জামান শিমুল (৪৫) বলেন, ‘প্রতিদিনের ন্যায় আমার মা রাতের খাবার খেয়ে বাড়ির দুতলায় নিজ ঘরে ঘুমাতে যান। আমি এবং আমার পরিবার নিচের ঘরে ঘুমাই। মা রাতে একাই দুতলায় ঘুমান। সাহরি খাওয়ার সময় মাকে ডাকতে যেয়ে দেখি মৃত অবস্থায় পড়ে আছেন তিনি।’
মৃত আম্বিয়া খাতুনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও রক্ত কেন এমন প্রশ্ন করলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃদ্ধার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুটি রহস্যজনক হওয়ায় ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
সাতক্ষীরার কালীগঞ্জে বৃদ্ধা মা আম্বিয়া খাতুনকে (৭০) তাঁর সন্তানেরা পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। মৃত আম্বিয়া খাতুন উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ছনকা গ্রামের মৃত আনছার আলীর স্ত্রী।
স্থানীয়রা বলেন, ‘আম্বিয়া খাতুনের স্বামী সরকারি চাকরিজীবী ছিলেন। স্বামীর মৃত্যুর পর পেনশনের টাকা ও জমিজমার একটি অংশ আম্বিয়া খাতুনের নামে ছিল। মায়ের ওই সম্পদ নিয়ে বড় ছেলে আইরিছুজ্জামান, ছোট ছেলে শরিফুজ্জামান ও চার মেয়ের মধ্যে বিরোধ চলছিল। আম্বিয়া খাতুন গত এক সপ্তাহ মেয়ের বাড়িতে ছিলেন। গতকাল সকালে মেয়ের বাড়ি থেকে ছোট ছেলে শরিফুজ্জামানের বাড়িতে আসেন তিনি। আজ শনিবার ভোরে আম্বিয়া খাতুনকে রক্তাক্ত মৃত অবস্থায় দেখতে পাই। তাঁকে তাঁর সন্তানেরা পরিকল্পিতভাবে হত্যা করেছে।’
মৃতের ছোট ছেলে শেখ শরিফুজ্জামান শিমুল (৪৫) বলেন, ‘প্রতিদিনের ন্যায় আমার মা রাতের খাবার খেয়ে বাড়ির দুতলায় নিজ ঘরে ঘুমাতে যান। আমি এবং আমার পরিবার নিচের ঘরে ঘুমাই। মা রাতে একাই দুতলায় ঘুমান। সাহরি খাওয়ার সময় মাকে ডাকতে যেয়ে দেখি মৃত অবস্থায় পড়ে আছেন তিনি।’
মৃত আম্বিয়া খাতুনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও রক্ত কেন এমন প্রশ্ন করলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃদ্ধার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুটি রহস্যজনক হওয়ায় ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
রাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় দিনদুপুরে ডাকাতিসহ বাচ্চাকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে লালবাগ টাওয়ারের পাশে ফারজানা আক্তার নামের এক নারীর বাসায় এ ঘটনা ঘটে
১০ মিনিট আগেবরগুনা সদরের ঘটবাড়িয়া গ্রামের আবদুল লতিফ ফরায়েজীর স্ত্রী জাহানারা বেগমকে (৬০) প্রায় ২৫ বছর পর খুঁজে পেয়েছে তাঁর স্বজনেরা। আজ শুক্রবার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া বাজার এলাকা থেকে তাঁকে নিয়ে যান স্বজনেরা। ১৯৯৯ সালে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি।
১৮ মিনিট আগেসিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা-গুলির অভিযোগে করা মামলায় সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩৩ মিনিট আগেকবির বলেন, ‘আমার ছেলে তো কোনো রাজনীতি করত না। কোনো অন্যায় করেনি। তাহলে কেন এভাবে তাকে হত্যা করা হলো? সায়েম দেশের জন্য শহীদ হলেও সরকার থেকে বা অন্য কেউ কোনো খবর নিতে আসেনি।’
৪৪ মিনিট আগে