কুষ্টিয়া প্রতিনিধি
উচ্চ আদালত আদেশের পরও কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী ওহিদুল ইসলাম প্রতীক বরাদ্দ পাননি। জেলা নির্বাচন কর্মকর্তারা বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ নিয়ে তিনি আবার উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন।
প্রথম ধাপে অনুষ্ঠিত খোকসা উপজেলা নির্বাচনের ৭ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী ওহিদুল ইসলামের মনোনয়নপত্রের সঙ্গে পদত্যাগপত্র না থাকায় তাঁর প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং অফিসার। এ আদেশের বিরুদ্ধে ওই প্রার্থী উচ্চ আদালতে রিট করেন। গতকাল মঙ্গলবার প্রতীক বরাদ্দের দিন উচ্চ আদালত ওহিদুল ইসলামের আবেদনের অনুকূলে আদেশ দেন।
আজ বুধবার সকালে প্রার্থী প্রতীক বরাদ্দ পাওয়ার জন্য অনলাইনে আবেদন করেন। পরে আদালতের আদেশের অনুলিপিসহ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের কাছে প্রতিনিধি পাঠান। কিন্তু ওই কর্মকর্তা প্রতীক বরাদ্দ না দিয়ে তাঁকে আবার উচ্চ আদালতে যাওয়ার পরামর্শ দেন।
ওহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আদালতের অবমাননা করেছেন। একই দিনে আদালত সিলেটের অপর এক প্রার্থীকে একই আদেশ দেন। ওই প্রার্থীকে নির্বাচন কর্মকর্তা এরই মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন। কিন্তু রহস্যজনক কারণে আমার প্রতীক বরাদ্দ না দিয়ে আদালতের আদেশ অমান্য করা হয়েছে।
তিনি আরও বলেন, তাঁকে প্রতীক না দিয়ে নির্বাচন থেকে দূরে রাখার গভীর ষড়যন্ত্র চলছে। তাঁর প্রচারণা ব্যাহত করা হচ্ছে। অন্য প্রার্থীরা প্রচারণা শুরু করেছে কিন্তু তিনি প্রচারণায় যেতে পারছেন না। এটা অপরাধ হচ্ছে। তিনি আগামীকাল বৃহস্পতিবার আদালত অবমাননার অভিযোগ নিয়ে আবার উচ্চ আদালতে যাবেন।
এ ব্যাপারে জানতে চাইলে কুষ্টিয়া জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মুহাম্মদ আবু আনসার বলেন, আদালতের আদেশ পাওয়া পর তিনি নির্বাচন কমিশনের ল’সেলে চিঠি পাঠিয়েছেন। সেখান থেকে আদেশ বা পরামর্শ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেবেন।
উচ্চ আদালত আদেশের পরও কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী ওহিদুল ইসলাম প্রতীক বরাদ্দ পাননি। জেলা নির্বাচন কর্মকর্তারা বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ নিয়ে তিনি আবার উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন।
প্রথম ধাপে অনুষ্ঠিত খোকসা উপজেলা নির্বাচনের ৭ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী ওহিদুল ইসলামের মনোনয়নপত্রের সঙ্গে পদত্যাগপত্র না থাকায় তাঁর প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং অফিসার। এ আদেশের বিরুদ্ধে ওই প্রার্থী উচ্চ আদালতে রিট করেন। গতকাল মঙ্গলবার প্রতীক বরাদ্দের দিন উচ্চ আদালত ওহিদুল ইসলামের আবেদনের অনুকূলে আদেশ দেন।
আজ বুধবার সকালে প্রার্থী প্রতীক বরাদ্দ পাওয়ার জন্য অনলাইনে আবেদন করেন। পরে আদালতের আদেশের অনুলিপিসহ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের কাছে প্রতিনিধি পাঠান। কিন্তু ওই কর্মকর্তা প্রতীক বরাদ্দ না দিয়ে তাঁকে আবার উচ্চ আদালতে যাওয়ার পরামর্শ দেন।
ওহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আদালতের অবমাননা করেছেন। একই দিনে আদালত সিলেটের অপর এক প্রার্থীকে একই আদেশ দেন। ওই প্রার্থীকে নির্বাচন কর্মকর্তা এরই মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন। কিন্তু রহস্যজনক কারণে আমার প্রতীক বরাদ্দ না দিয়ে আদালতের আদেশ অমান্য করা হয়েছে।
তিনি আরও বলেন, তাঁকে প্রতীক না দিয়ে নির্বাচন থেকে দূরে রাখার গভীর ষড়যন্ত্র চলছে। তাঁর প্রচারণা ব্যাহত করা হচ্ছে। অন্য প্রার্থীরা প্রচারণা শুরু করেছে কিন্তু তিনি প্রচারণায় যেতে পারছেন না। এটা অপরাধ হচ্ছে। তিনি আগামীকাল বৃহস্পতিবার আদালত অবমাননার অভিযোগ নিয়ে আবার উচ্চ আদালতে যাবেন।
এ ব্যাপারে জানতে চাইলে কুষ্টিয়া জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মুহাম্মদ আবু আনসার বলেন, আদালতের আদেশ পাওয়া পর তিনি নির্বাচন কমিশনের ল’সেলে চিঠি পাঠিয়েছেন। সেখান থেকে আদেশ বা পরামর্শ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেবেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
১৭ মিনিট আগেপাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
২১ মিনিট আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
২৩ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কলেজছাত্র ইমন হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলের মির্জাপুর থানায় পাঁচ দিনের রিমান্ডে আনা হয়েছে। আজ শুক্রবার সকালে তাঁকে টাঙ্গাইল কারাগার থেকে থানায় নিয়ে আসে পুলিশ।
৩০ মিনিট আগে