আত্মসমর্পণ করা বনদস্যুরা আবার তৎপর, শ্যামনগরে স্থানীয়দের বিক্ষোভ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি 
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ১৮: ৩৩
আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১৯: ১৪
বনদস্যুদের তৎপরতার প্রতিবাদে মানববন্ধন । ছবি: আজকের পত্রিকা

আত্মসমর্পণকৃত বনদস্যুরা সুন্দরবনে তৎপর হওয়ার প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন হয়েছে। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মৎস্যজীবীদের উদ্যোগে আজ সোমবার বেলা ১১টার দিকে শ্যামনগর প্রেস ক্লাবে এই কর্মসূচি পালিত হয়। সুন্দরবনে যাতায়াতকারী জেলে ও তাদের পরিবারের সদস্যসহ বিএনপি ও জামায়াত ইসলাম দলীয় নেতৃবৃন্দ মানববন্ধনে বক্তব্য দেন।

সুন্দরবনের ওপর নির্ভরশীল মৎস্যজীবী আজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন প্রায় দুই মাস ধরে পশ্চিম সুন্দরবনে আত্মসমর্পণকারী বনদস্যুরা তৎপর হয়েছে। ২০১৬ ও ২০১৮ সালে র্যাবের কাছে অস্ত্র সমর্পণ করা কুখ্যাত মজনুসহ মিলন পাটোয়ারী ও আলিম নিজ নিজ বাহিনী নিয়ে পুনরায় তৎপর হয়ে সুন্দরবনে যাওয়া জেলেদের অপহরণ করছে।

মাথাপিছু ২০ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত মুক্তিপণ আদায়ের পাশাপাশি মুক্তিপণ পরিশোধে বিলম্বের কারণে জিম্মি জেলেদের বেপরোয়া শারীরিক নির্যাতন করা হচ্ছে।

দস্যু তৎপরতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার মাধ্যমে নির্ভরশীল জেলেদের সুন্দরবনে যাতায়াত নির্বিঘ্ন করতে তারা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধন শেষে জেলেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুনের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা, র‍্যাব প্রধানসহ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জামায়াত দলীয় সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, বিএনপি সভাপতি আব্দুল ওয়াহেদ, মৎস্যজীবি আমজাদ হোসেন, ফজলুর রহমান, মোশারফ হোসেন, আব্দুস সাত্তার, ফজলুর রহমান প্রমুখ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন বলেন, সম্প্রতি বনবিভাগের সহায়তায় বনদস্যুদের কবল থেকে জিম্মি ১০ জেলেকে উদ্ধার করা হয়। যথাযথ কর্তৃপক্ষের নিকট স্মারকলিপি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি আলোচনার পর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত