চট্টগ্রামে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত আওয়ামী সমর্থকের মৃত্যু

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ২০: ১১
দেলোয়ার হোসেন। ছবি: সংগৃহীত

ফেসবুকে আওয়ামী লীগের ভিডিও শেয়ার দেওয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত দেলোয়ার হোসেন ওরফে বগা (৩৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

দেলোয়ার হোসেন সাতকানিয়া উপজেলার দক্ষিণ চরতি এলাকার বাসিন্দা ও স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

এর আগে গত ১৮ নভেম্বর রাতে চট্টগ্রামের সাতকানিয়ার দক্ষিণ চরতি ইউনিয়নের নিজ বাড়ির সামনে থেকে দেলোয়ার হোসেনকে তুলে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। পরে তাকে পার্শ্ববর্তী ইউনিয়ন থেকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

জানতে চাইলে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল খান বলেন, ‘দুর্বৃত্তদের হামলায় আহত দেলোয়ার হোসেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে শুনেছি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

দেলোয়ারের ছেলে মো. সাইমন সাংবাদিকদের বলেন, ‘বাবা কয়েক দিন আগে ফেসবুকে আওয়ামী লীগের পক্ষে একটি ভিডিও শেয়ার দেন। এরপর দুর্বৃত্তরা মোবাইলে ফোনে কল করে বাবাকে হুমকি-ধমকি ও খুনের হুমকি দেয়।

ঘটনার দিন বাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন বাবা। এ সময় মুখোশ পরা ১০ / ১২ জন লোক সেখানে এসে বাবাকে ছুরিকাঘাত করে। পরে তাকে সিএনজি অটোরিকশায় করে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।’ সন্ত্রাসীরা বাবার বুকে, ঊরু ও পায়ে ১০-১২টি ছুরিকাঘাত এবং গলার রগ কাটা ও চোখ নষ্ট করে দেওয়ার চেষ্টা করে বলে জানান তিনি।

সাইমন বলেন, ‘বাবাকে প্রথমে চমেক হাসপাতালে পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ২১ নভেম্বর ওনার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে পুনরায় চমেক হাসপাতালে আইসিইউতে নেওয়া হয়। আজ বিকেলে তিনি মারা যান।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত