আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাংগা সড়কে তিন মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মারুফ হোসেন (১৭) এবং সজিব হোসেন (১৬) নামে ২ কিশোর নিহত হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন। সোমবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহতরা হলেন, আলমডাঙ্গা উপজেলার নতিডাংগার আকবর হোসেনের ছেলে মারুফ হোসেন ও একই গ্রামের শরীফ হোসেনের ছেলে সজিব হোসেন।
তারা দুজনই নতিডাঙ্গা সপ্তগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।
আহতরা হলেন, আলমডাঙ্গা উপজেলার আঠারোখাদা গ্রামের বিজয়ের ছেলে তপন (২৪), একই উপজেলার জেহালা গ্রামের মৃত ঠান্ডু রহমানের ছেলে আলমসাধু চালক আজিম উদ্দিন (৫২) ও সদর উপজেলার কুকিয়া চাঁদপুর গ্রামের কুরবান আলীর ছেলে শাহিন আলম (২২)।
পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি মোড়ে ৩টি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। পরে মোটরসাইকেলগুলো দাঁড়িয়ে থাকা একটি আলমসাধুকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালকও আলমসাধুর যাত্রীসহ ৫ জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে মোটরসাইকেল চালক সজীবের মৃত্যু হয়। তার কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তাঁর বন্ধু মারুফ।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার উৎপলা জানান, হাসপাতালে নেওয়ার আগেই সজীব মারা যান। কিছুক্ষণ পর মারুফের মৃত্যু হয়। আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তবে আহতদের অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মহসীন জানান, নিহতদের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এবং এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
চুয়াডাঙ্গার আলমডাংগা সড়কে তিন মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মারুফ হোসেন (১৭) এবং সজিব হোসেন (১৬) নামে ২ কিশোর নিহত হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন। সোমবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহতরা হলেন, আলমডাঙ্গা উপজেলার নতিডাংগার আকবর হোসেনের ছেলে মারুফ হোসেন ও একই গ্রামের শরীফ হোসেনের ছেলে সজিব হোসেন।
তারা দুজনই নতিডাঙ্গা সপ্তগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।
আহতরা হলেন, আলমডাঙ্গা উপজেলার আঠারোখাদা গ্রামের বিজয়ের ছেলে তপন (২৪), একই উপজেলার জেহালা গ্রামের মৃত ঠান্ডু রহমানের ছেলে আলমসাধু চালক আজিম উদ্দিন (৫২) ও সদর উপজেলার কুকিয়া চাঁদপুর গ্রামের কুরবান আলীর ছেলে শাহিন আলম (২২)।
পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি মোড়ে ৩টি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। পরে মোটরসাইকেলগুলো দাঁড়িয়ে থাকা একটি আলমসাধুকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালকও আলমসাধুর যাত্রীসহ ৫ জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে মোটরসাইকেল চালক সজীবের মৃত্যু হয়। তার কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তাঁর বন্ধু মারুফ।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার উৎপলা জানান, হাসপাতালে নেওয়ার আগেই সজীব মারা যান। কিছুক্ষণ পর মারুফের মৃত্যু হয়। আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তবে আহতদের অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মহসীন জানান, নিহতদের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এবং এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
খুলনায় অগ্নিকাণ্ডে একটি পাটের বস্তার গোডাউনসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর বড় বাজারের বার্মাশীল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
৫ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
২২ মিনিট আগেপাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
২৭ মিনিট আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
২৯ মিনিট আগে