চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গার মুন্সিগঞ্জে কামাল হোসেন (৬৩) নামের এক ঠিকাদারকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গুরুতর জখম অবস্থায় প্রতিজ্ঞা নার্সিং হোমের সামনে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে প্রথমে প্রতিজ্ঞা নার্সিং হোমে ও পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত কামাল হোসেন জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ ক্লিনিকপাড়া বা মাঝের পাড়ার মৃত জাহান মাস্টারের ছেলে।
জানা গেছে, সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জ ক্লিনিকপাড়ায় প্রতিজ্ঞা নার্সিং হোমের পাশে গুরুতর জখম অবস্থায় কামাল হোসেনকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুরুতর জখম কামাল হোসেনকে উদ্ধার করে প্রথমে প্রতিজ্ঞা নার্সিং হোমে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। রাত ১২টার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আহসানুল হক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত কামাল হোসেনের স্ত্রী সেলিনা খাতুন অভিযোগ করে বলেন, ‘আমার স্বামীকে আমি মারা যাওয়ার কিছু আগে হাসপাতালে নেওয়ার পথে জিজ্ঞাসা করি, তোমাকে কে মেরেছে? সে কিছু বলে না। পরে আবার বলি, মোতাহারের জামাই? আমার স্বামী কোনো রকমে মাথা নাড়িয়ে জামাই শব্দটা খুব আস্তে করে বলেই চুপ হয়ে যায়। আর কথা বলেনি। পরে ডাক্তার বলল সে মারা গেছে।’ এই কথা বলতে বলতে সেলিনা খাতুন কান্নায় ভেঙে পড়েন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আহসানুল হক বলেন, ‘রাত ১২টার দিকে গুরুতর জখম অবস্থায় এক ব্যক্তিকে জরুরি বিভাগে নিয়ে আসে পুলিশ। আমরা অবশ্য তাঁকে মৃত অবস্থায় পেয়েছি। তাঁর বাম পায়ের হাঁটুর নিচে ধারালো অস্ত্রের আঘাতসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর ডান কান দিয়ে রক্তপাত হচ্ছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) আব্দুল আলিম জানান, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পৌঁছে গুরুতর জখম কামাল হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেছেন। প্রাথমিকভাবে আমরা অভিযোগ পেয়েছি, স্বাধীন নামের এক যুবকের সাথে জমি নিয়ে তাঁর দ্বন্দ্ব চলছিল। এর জের ধরেই হয়তো তাঁকে হত্যা করা হয়েছে। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। এবং অভিযুক্ত স্বাধীনকে আটক করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।’
চুয়াডাঙ্গার আলমডাঙ্গার মুন্সিগঞ্জে কামাল হোসেন (৬৩) নামের এক ঠিকাদারকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গুরুতর জখম অবস্থায় প্রতিজ্ঞা নার্সিং হোমের সামনে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে প্রথমে প্রতিজ্ঞা নার্সিং হোমে ও পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত কামাল হোসেন জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ ক্লিনিকপাড়া বা মাঝের পাড়ার মৃত জাহান মাস্টারের ছেলে।
জানা গেছে, সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জ ক্লিনিকপাড়ায় প্রতিজ্ঞা নার্সিং হোমের পাশে গুরুতর জখম অবস্থায় কামাল হোসেনকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুরুতর জখম কামাল হোসেনকে উদ্ধার করে প্রথমে প্রতিজ্ঞা নার্সিং হোমে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। রাত ১২টার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আহসানুল হক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত কামাল হোসেনের স্ত্রী সেলিনা খাতুন অভিযোগ করে বলেন, ‘আমার স্বামীকে আমি মারা যাওয়ার কিছু আগে হাসপাতালে নেওয়ার পথে জিজ্ঞাসা করি, তোমাকে কে মেরেছে? সে কিছু বলে না। পরে আবার বলি, মোতাহারের জামাই? আমার স্বামী কোনো রকমে মাথা নাড়িয়ে জামাই শব্দটা খুব আস্তে করে বলেই চুপ হয়ে যায়। আর কথা বলেনি। পরে ডাক্তার বলল সে মারা গেছে।’ এই কথা বলতে বলতে সেলিনা খাতুন কান্নায় ভেঙে পড়েন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আহসানুল হক বলেন, ‘রাত ১২টার দিকে গুরুতর জখম অবস্থায় এক ব্যক্তিকে জরুরি বিভাগে নিয়ে আসে পুলিশ। আমরা অবশ্য তাঁকে মৃত অবস্থায় পেয়েছি। তাঁর বাম পায়ের হাঁটুর নিচে ধারালো অস্ত্রের আঘাতসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর ডান কান দিয়ে রক্তপাত হচ্ছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) আব্দুল আলিম জানান, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পৌঁছে গুরুতর জখম কামাল হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেছেন। প্রাথমিকভাবে আমরা অভিযোগ পেয়েছি, স্বাধীন নামের এক যুবকের সাথে জমি নিয়ে তাঁর দ্বন্দ্ব চলছিল। এর জের ধরেই হয়তো তাঁকে হত্যা করা হয়েছে। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। এবং অভিযুক্ত স্বাধীনকে আটক করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।’
বাড়ির আঙিনায় বেড়া দেওয়া নিয়ে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শ্যালকের শাবলের আঘাতে দুলাভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার পৌরশহরের কালিনগর মহল্লায় এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
৮ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে দোকানে সিগারেট না পেয়ে ছুরিকাঘাতে বিএনপি-জামায়াতের ৬ নেতা-কর্মীকে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মারুফ হাসানের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার পৌর শহরের চৌমাথা মোড়ে এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগেযশোর হর্টিকালচার সেন্টারে বিক্রির তালিকায় থাকা সব গাছ সেন্টারে নেই। উদ্যানে নিজস্বভাবে চারা উৎপাদনের জন্য ‘রিভলভিং’ ফান্ডের মাধ্যমে অর্থ বরাদ্দ দেওয়া থাকলেও সেটি করা হচ্ছে না। চারা উৎপাদন না করে বাইরে থেকে কম দামে মানহীন চারা এনে উদ্যানে রেখে বিক্রি করা হচ্ছে। সেন্টারে একটি ভার্মি কম্পোস্ট প্ল্যান্ট
১ ঘণ্টা আগেচট্টগ্রামের রাউজানে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় মাসুদ নামের এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে