নিজস্ব প্রতিবেদক, খুলনা থেকে
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে সুষ্ঠু ভোট হচ্ছে না বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু। তিনি বলেছেন, ‘খুলনা সিটিতে তারা ভোট নিয়ে যা খুশি, তা করছে। এই সরকারের আমলে সুষ্ঠু ভোট সম্ভব নয়। আজকের ভোটও সুষ্ঠু হচ্ছে না, এ বিষয়ে ভোটের পর সংবাদ সম্মেলন করে জানাব।’
আজ সোমবার খুলনা সিটি করপোরেশনে ভোটের শেষ পর্যায়ে লাঙ্গলের প্রার্থী আজকের পত্রিকাকে এসব অভিযোগ করেন।
শফিকুল ইসলাম মধুর অভিযোগ—অনেক জায়গায় জাতীয় পার্টির কর্মীদের বাধা দেওয়া হয়েছে। ভোটকেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়া হয়েছে। এর মধ্যে নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের শিশুমেলা কেন্দ্র থেকে সকালে লাঙ্গলের এজেন্টকে বের দেওয়া হয়েছে, পরে বিকেলে আবার ঢুকতে দিয়েছে। এসব বিষয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এ প্রার্থী।
এদিকে ভোটের দুদিন আগে লাঙ্গলের প্রার্থী শফিকুল ইসলাম অভিযোগ করেছিলেন—নির্বাচন প্রভাবিত করতে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক কালো টাকা ওড়াচ্ছেন। তাঁর ক্যাডার বাহিনী দিয়ে জাতীয় পার্টির কর্মীদের হামলা করেছেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। এ ছাড়া সাধারণ মানুষ ভোটকেন্দ্রে যেতে ভয় পাচ্ছে। সবখানে আওয়ামী লীগে নিজেদের মধ্যে মারামারি করছে। নির্বাচন কমিশন এসব দেখেও না দেখার ভান করে রয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, খুলনা সিটি করপোরেশন নির্বাচনে এবার মেয়র পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক (নৌকা), জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল আউয়াল (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী এসএম শফিকুর রহমান মুশফিক (দেয়াল ঘড়ি) ও জাকের পার্টির এস এম সাব্বির হোসেন (গোলাপ ফুল)।
এ ছাড়া সাধারণ ৩১টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ১৩৬ জন ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। খুলনা সিটি করপোরেশনে ভোটার রয়েছেন ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। এর মধ্যে নারী ভোটার রয়েছেন ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন।
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে সুষ্ঠু ভোট হচ্ছে না বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু। তিনি বলেছেন, ‘খুলনা সিটিতে তারা ভোট নিয়ে যা খুশি, তা করছে। এই সরকারের আমলে সুষ্ঠু ভোট সম্ভব নয়। আজকের ভোটও সুষ্ঠু হচ্ছে না, এ বিষয়ে ভোটের পর সংবাদ সম্মেলন করে জানাব।’
আজ সোমবার খুলনা সিটি করপোরেশনে ভোটের শেষ পর্যায়ে লাঙ্গলের প্রার্থী আজকের পত্রিকাকে এসব অভিযোগ করেন।
শফিকুল ইসলাম মধুর অভিযোগ—অনেক জায়গায় জাতীয় পার্টির কর্মীদের বাধা দেওয়া হয়েছে। ভোটকেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়া হয়েছে। এর মধ্যে নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের শিশুমেলা কেন্দ্র থেকে সকালে লাঙ্গলের এজেন্টকে বের দেওয়া হয়েছে, পরে বিকেলে আবার ঢুকতে দিয়েছে। এসব বিষয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এ প্রার্থী।
এদিকে ভোটের দুদিন আগে লাঙ্গলের প্রার্থী শফিকুল ইসলাম অভিযোগ করেছিলেন—নির্বাচন প্রভাবিত করতে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক কালো টাকা ওড়াচ্ছেন। তাঁর ক্যাডার বাহিনী দিয়ে জাতীয় পার্টির কর্মীদের হামলা করেছেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। এ ছাড়া সাধারণ মানুষ ভোটকেন্দ্রে যেতে ভয় পাচ্ছে। সবখানে আওয়ামী লীগে নিজেদের মধ্যে মারামারি করছে। নির্বাচন কমিশন এসব দেখেও না দেখার ভান করে রয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, খুলনা সিটি করপোরেশন নির্বাচনে এবার মেয়র পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক (নৌকা), জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল আউয়াল (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী এসএম শফিকুর রহমান মুশফিক (দেয়াল ঘড়ি) ও জাকের পার্টির এস এম সাব্বির হোসেন (গোলাপ ফুল)।
এ ছাড়া সাধারণ ৩১টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ১৩৬ জন ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। খুলনা সিটি করপোরেশনে ভোটার রয়েছেন ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। এর মধ্যে নারী ভোটার রয়েছেন ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন।
রাজধানীর উত্তরার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১১ হাজার ৬০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত তুরাগের বাউনিয়া, বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশনের স্টাফ কোয়ার্টার ও উত্তরা ৯ নম্বর সেক্টর এলাকায় এ অভিযান চালানো হয়।
২ মিনিট আগেগোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১০ টাকার একটি চিতই পিঠার সঙ্গে বিনা মূল্যে মিলছে ৩০ রকমের ভর্তা। সুস্বাদু ভর্তার টানে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত পিঠার দোকানে ভিড় লেগে থাকে। আর ভোজন রসিকেরা পরম তৃপ্তির সঙ্গে পিঠার স্বাদ নেন।
৫ মিনিট আগেলক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় আহনাফ হোসেন (৭) নামের এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে মহাসড়কে জকসিন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সদর উপজেলার যাদৈয়া এলাকার সফিকুল আলমের ছেলে।
৬ মিনিট আগেরাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে