বাগেরহাট ও চিতলমারী প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে আহাদ পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের চিতলমারী ব্রাঞ্চ অফিসের ডেলিভারিম্যানকে মারধরের অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে এই কুরিয়ার সার্ভিসের চিতলমারী ব্রাঞ্চ অফিসের ব্যবস্থাপক মঈনুল ইসলাম সুইট বাদী হয়ে চিতলমারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা শহীদ মিনার মোড় এলাকায় তাঁকে মারধর করা হয়। ভুক্তভোগীর নাম মুকুল শেখ (৩০)। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আহত মুকুল শেখ বলেন, গতকাল সন্ধ্যায় চিতলমারী বাজারের শহীদ মিনার এলাকায় একটি দোকানের মালামাল সরবরাহ করতে গেলে সুজন শেখ ও তোতা শেখের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন লোক তাঁকে মালামাল ও ভ্যানসহ আটক করে রাখে। এ সময় তাঁরা তাকে মারধর করে টাকা দাবি করে। টাকা না দিলে কুরিয়ার সার্ভিসের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করবে বলে হুমকি দেয়। আটক ও মারধরের খবর পেয়ে অপর ডেলিভারিম্যান ফায়জুল মোল্লাসহ অন্যরা উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাপক মঈনুল ইসলাম সুইট বলেন, ‘কুরিয়ার সার্ভিসের চিতলমারী ব্রাঞ্চ অফিস দেওয়ার পর থেকেই সুজন শেখ ও তোতা শেখের নেতৃত্বে কিছু লোক মালামাল ও কুরিয়ার সার্ভিসের ক্ষতিসহ জীবননাশের হুমকি দিয়ে আসছে। এ ঘটনায় তিন দিন আগে তাঁরা ঝামেলা করলে থানায় অভিযোগ দিলে পুলিশ এসে বিষয়টি সুরাহা করে দেয়। কিন্তু গতকাল সন্ধ্যায় মাল সরবরাহ করতে গেলে তাঁরা পুনরায় ডেলিভারিম্যান মুকুলকে মালসহ আটকে রেখে মারধর করে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’
অভিযোগের বিষয়ে সুজন শেখ ও তোতা শেখ বলেন, ‘কুরিয়ার সার্ভিস-টার্ভিস বুঝি না। ওই গাড়ির মাল আমরা আনলোড এবং মালামাল সরবরাহ করব। যদি কেউ পারে তো ঠেকাক।’
এই কুরিয়ার সার্ভিসের মালিক আব্দুল আহাদ মোল্লা বলেন, ‘কুরিয়ার সার্ভিস আইনে সার্ভিসের নিজস্ব লোক পণ্য লোড আনলোড ও সরবরাহ করবে। এ জন্য সরকার আমাকে লাইসেন্স দিয়েছে। তাই আমি চিতলমারী ব্রাঞ্চ অফিসে পাঁচজন লোক নিয়োগ দিয়েছি। আমার লোক ও মালের ক্ষতি করলে অবশ্যই আমি আইনের আশ্রয় নেব।’
চিতলমারী থানার উপপরিদর্শক (এসআই) এস এম নাজমুল হাসান বলেন, ‘৩-৪ দিন আগে কুরিয়ার সার্ভিসের বিষয় নিয়ে আমাকে থানা থেকে ঘটনাস্থলে পাঠানো হয়। পরে উভয় পক্ষের কথা শুনে নিয়ম অনুযায়ী পণ্য সরবরাহ করতে বলি। কারণ কুরিয়ার সার্ভিসের মালামাল তার নিজস্ব লোকেই সরবরাহ করে।’
বাগেরহাটের চিতলমারীতে আহাদ পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের চিতলমারী ব্রাঞ্চ অফিসের ডেলিভারিম্যানকে মারধরের অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে এই কুরিয়ার সার্ভিসের চিতলমারী ব্রাঞ্চ অফিসের ব্যবস্থাপক মঈনুল ইসলাম সুইট বাদী হয়ে চিতলমারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা শহীদ মিনার মোড় এলাকায় তাঁকে মারধর করা হয়। ভুক্তভোগীর নাম মুকুল শেখ (৩০)। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আহত মুকুল শেখ বলেন, গতকাল সন্ধ্যায় চিতলমারী বাজারের শহীদ মিনার এলাকায় একটি দোকানের মালামাল সরবরাহ করতে গেলে সুজন শেখ ও তোতা শেখের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন লোক তাঁকে মালামাল ও ভ্যানসহ আটক করে রাখে। এ সময় তাঁরা তাকে মারধর করে টাকা দাবি করে। টাকা না দিলে কুরিয়ার সার্ভিসের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করবে বলে হুমকি দেয়। আটক ও মারধরের খবর পেয়ে অপর ডেলিভারিম্যান ফায়জুল মোল্লাসহ অন্যরা উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাপক মঈনুল ইসলাম সুইট বলেন, ‘কুরিয়ার সার্ভিসের চিতলমারী ব্রাঞ্চ অফিস দেওয়ার পর থেকেই সুজন শেখ ও তোতা শেখের নেতৃত্বে কিছু লোক মালামাল ও কুরিয়ার সার্ভিসের ক্ষতিসহ জীবননাশের হুমকি দিয়ে আসছে। এ ঘটনায় তিন দিন আগে তাঁরা ঝামেলা করলে থানায় অভিযোগ দিলে পুলিশ এসে বিষয়টি সুরাহা করে দেয়। কিন্তু গতকাল সন্ধ্যায় মাল সরবরাহ করতে গেলে তাঁরা পুনরায় ডেলিভারিম্যান মুকুলকে মালসহ আটকে রেখে মারধর করে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’
অভিযোগের বিষয়ে সুজন শেখ ও তোতা শেখ বলেন, ‘কুরিয়ার সার্ভিস-টার্ভিস বুঝি না। ওই গাড়ির মাল আমরা আনলোড এবং মালামাল সরবরাহ করব। যদি কেউ পারে তো ঠেকাক।’
এই কুরিয়ার সার্ভিসের মালিক আব্দুল আহাদ মোল্লা বলেন, ‘কুরিয়ার সার্ভিস আইনে সার্ভিসের নিজস্ব লোক পণ্য লোড আনলোড ও সরবরাহ করবে। এ জন্য সরকার আমাকে লাইসেন্স দিয়েছে। তাই আমি চিতলমারী ব্রাঞ্চ অফিসে পাঁচজন লোক নিয়োগ দিয়েছি। আমার লোক ও মালের ক্ষতি করলে অবশ্যই আমি আইনের আশ্রয় নেব।’
চিতলমারী থানার উপপরিদর্শক (এসআই) এস এম নাজমুল হাসান বলেন, ‘৩-৪ দিন আগে কুরিয়ার সার্ভিসের বিষয় নিয়ে আমাকে থানা থেকে ঘটনাস্থলে পাঠানো হয়। পরে উভয় পক্ষের কথা শুনে নিয়ম অনুযায়ী পণ্য সরবরাহ করতে বলি। কারণ কুরিয়ার সার্ভিসের মালামাল তার নিজস্ব লোকেই সরবরাহ করে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
১৮ মিনিট আগেপাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
২২ মিনিট আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
২৪ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কলেজছাত্র ইমন হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলের মির্জাপুর থানায় পাঁচ দিনের রিমান্ডে আনা হয়েছে। আজ শুক্রবার সকালে তাঁকে টাঙ্গাইল কারাগার থেকে থানায় নিয়ে আসে পুলিশ।
৩১ মিনিট আগে