চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সিংড়া-কর্চ্চাডাঙ্গার বিল দখল নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। বর্তমানে দখলে নেওয়ার অভিযোগ ওঠার পর বিএনপির নেতারা বলছেন, বিল পুনরুদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নে অবস্থিত সিংড়া-কর্চ্চাডাঙ্গা জলাশয়। ৭ দশমিক ১৬ একর আয়তনের এই জলাশয় ২০১৮ সালে ইজারা নেন উপজেলার কর্চ্চাডাঙ্গা গ্রামের বাসিন্দা ও কর্চ্চাডাঙ্গা যুব উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মো. হায়দার আলী। তিনি অসুস্থ থাকায় সমিতির মাধ্যমে বিলটি পরিচালনা করছিলেন তাঁর ছেলে মো. জাহাঙ্গীর। এ ছাড়া বিলের মালিকানা নিয়ে আদালতে একটি মামলা চলমান আছে।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর জীবননগর উপজেলার বেশ কয়েকটি বিল আওয়ামী লীগের প্রভাবশালীদের থেকে অন্য প্রতিপক্ষরা দখলের চেষ্টা শুরু করে। উপজেলার সিংড়া-কর্চ্চাডাঙ্গার বিল দখলে নেওয়া নিয়ে স্থানীয়দের দুই পক্ষের মধ্যে শুরু হয়েছে দ্বন্দ্ব। অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের মদদে বিল দখল করা হচ্ছে।
হায়দার আলীর ছেলে মো. জাহাঙ্গীর বলেন, ‘আমাদের সব কাগজপত্র ঠিক ছিল। আমরা কেউ সেভাবে আওয়ামী লীগ করি না। কোনো পদে নেই। বিলটি মাত্র ৭ দশমিক ১৬ একরের, তুলনামূলক অন্য বিলের মতো বড় নয়। আমাদের জেলেদের অনেক পরিশ্রম করার মাধ্যমে ও ঋণ করে বিলে মাছ দেওয়া হয়েছিল। বারবার বলেছি, অন্তত মাছগুলো ধরে নেওয়ার সুযোগ দিন। তাও দেওয়া হচ্ছে না। হুমকি-ধমকি দিয়ে বিলের কাছেই যেতে দেওয়া হচ্ছে না। অনেক টাকার মাছ ছিল। জোর করেই বিলের দখল নিয়ে নিচ্ছে। পুলিশ আসবে না বলে বিভিন্ন হুমকি দেওয়া হচ্ছে। সিংড়া গ্রামের মোক্তার, বাসার, রহম ও আলা বিলের দখল নিচ্ছে।’
অভিযোগের বিষয়ে মো. আলাকে মোবাইল ফোনে বিলের বিষয়ে জানতে চাইলে তিনি কিছু জানেন না বলে কল কেটে দেন। একাধিকবার তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল ধরেননি।
আন্দুলবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তছেরের মোবাইল ফোনে কল করা হলে তিনি বলেন, ‘বিল সম্পর্কে কিছু জানতে হলে মোক্তারের কাছে জিজ্ঞেস করেন। তিনি আর থানা সভাপতি বিল সম্পর্কে জানেন। আমি কিছু জানি না।’
আন্দুলবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোক্তারের মোবাইল ফোনে বিল সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি যা বলি, আপনি সেই মতো কাজ করেন। বিল সম্পর্কে জানতে আমাদের থানা সভাপতির কাছে জিজ্ঞেস করেন। ভালো-মন্দ যা বলার তিনিই বলবেন।’
এ বিষয়ে জীবননগর থানা বিএনপির সভাপতি খোকন খান বলেন, ‘আগে আমরা ইউনিয়ন পরিষদ থেকে ডাক করতাম। পরে বোধ হয় উপজেলা থেকে করা হতো। ১৭ বছর এটার খোঁজ রাখি নাই। আবার শোনা যাচ্ছে, বিলটা নাকি কেউ একজন নিজের নামে করে নিয়েছেন। এখন কাগজপত্র না দেখা পর্যন্ত কিছু বলতে পারব না। আওয়ামী লীগের আমলে বিল বেদখল হয়ে যায়। এটি পুনরুদ্ধার করে আমাদের লোকজন, যাদের কাছ থেকে বিল কেড়ে নেওয়া হয়েছিল। আমরা এটাকে পুনরুদ্ধার বলছি। যারা দখলবাজ ছিল, তাদের কাছ থেকে পুনরুদ্ধার করতে পেরেছি।’
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সিংড়া-কর্চ্চাডাঙ্গার বিল দখল নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। বর্তমানে দখলে নেওয়ার অভিযোগ ওঠার পর বিএনপির নেতারা বলছেন, বিল পুনরুদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নে অবস্থিত সিংড়া-কর্চ্চাডাঙ্গা জলাশয়। ৭ দশমিক ১৬ একর আয়তনের এই জলাশয় ২০১৮ সালে ইজারা নেন উপজেলার কর্চ্চাডাঙ্গা গ্রামের বাসিন্দা ও কর্চ্চাডাঙ্গা যুব উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মো. হায়দার আলী। তিনি অসুস্থ থাকায় সমিতির মাধ্যমে বিলটি পরিচালনা করছিলেন তাঁর ছেলে মো. জাহাঙ্গীর। এ ছাড়া বিলের মালিকানা নিয়ে আদালতে একটি মামলা চলমান আছে।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর জীবননগর উপজেলার বেশ কয়েকটি বিল আওয়ামী লীগের প্রভাবশালীদের থেকে অন্য প্রতিপক্ষরা দখলের চেষ্টা শুরু করে। উপজেলার সিংড়া-কর্চ্চাডাঙ্গার বিল দখলে নেওয়া নিয়ে স্থানীয়দের দুই পক্ষের মধ্যে শুরু হয়েছে দ্বন্দ্ব। অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের মদদে বিল দখল করা হচ্ছে।
হায়দার আলীর ছেলে মো. জাহাঙ্গীর বলেন, ‘আমাদের সব কাগজপত্র ঠিক ছিল। আমরা কেউ সেভাবে আওয়ামী লীগ করি না। কোনো পদে নেই। বিলটি মাত্র ৭ দশমিক ১৬ একরের, তুলনামূলক অন্য বিলের মতো বড় নয়। আমাদের জেলেদের অনেক পরিশ্রম করার মাধ্যমে ও ঋণ করে বিলে মাছ দেওয়া হয়েছিল। বারবার বলেছি, অন্তত মাছগুলো ধরে নেওয়ার সুযোগ দিন। তাও দেওয়া হচ্ছে না। হুমকি-ধমকি দিয়ে বিলের কাছেই যেতে দেওয়া হচ্ছে না। অনেক টাকার মাছ ছিল। জোর করেই বিলের দখল নিয়ে নিচ্ছে। পুলিশ আসবে না বলে বিভিন্ন হুমকি দেওয়া হচ্ছে। সিংড়া গ্রামের মোক্তার, বাসার, রহম ও আলা বিলের দখল নিচ্ছে।’
অভিযোগের বিষয়ে মো. আলাকে মোবাইল ফোনে বিলের বিষয়ে জানতে চাইলে তিনি কিছু জানেন না বলে কল কেটে দেন। একাধিকবার তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল ধরেননি।
আন্দুলবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তছেরের মোবাইল ফোনে কল করা হলে তিনি বলেন, ‘বিল সম্পর্কে কিছু জানতে হলে মোক্তারের কাছে জিজ্ঞেস করেন। তিনি আর থানা সভাপতি বিল সম্পর্কে জানেন। আমি কিছু জানি না।’
আন্দুলবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোক্তারের মোবাইল ফোনে বিল সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি যা বলি, আপনি সেই মতো কাজ করেন। বিল সম্পর্কে জানতে আমাদের থানা সভাপতির কাছে জিজ্ঞেস করেন। ভালো-মন্দ যা বলার তিনিই বলবেন।’
এ বিষয়ে জীবননগর থানা বিএনপির সভাপতি খোকন খান বলেন, ‘আগে আমরা ইউনিয়ন পরিষদ থেকে ডাক করতাম। পরে বোধ হয় উপজেলা থেকে করা হতো। ১৭ বছর এটার খোঁজ রাখি নাই। আবার শোনা যাচ্ছে, বিলটা নাকি কেউ একজন নিজের নামে করে নিয়েছেন। এখন কাগজপত্র না দেখা পর্যন্ত কিছু বলতে পারব না। আওয়ামী লীগের আমলে বিল বেদখল হয়ে যায়। এটি পুনরুদ্ধার করে আমাদের লোকজন, যাদের কাছ থেকে বিল কেড়ে নেওয়া হয়েছিল। আমরা এটাকে পুনরুদ্ধার বলছি। যারা দখলবাজ ছিল, তাদের কাছ থেকে পুনরুদ্ধার করতে পেরেছি।’
আজ শুক্রবার সকাল থেকে মসজিদের সামনে অবস্থান নিয়েছে সাদপন্থীরা। সকাল থেকে মসজিদে প্রবেশ করেন শত শত সাদপন্থী। তাঁদের লক্ষ্য, লাখো মুসল্লির সমাগমে জুমার নামাজ আদায় করে নিজেদের অবস্থান ও শক্তি জানান দেওয়া। জমায়েতের চাপে আশপাশে সব রাস্তা বন্ধ হয়ে গেছে।
৮ মিনিট আগেবাড়ির আঙিনায় বেড়া দেওয়া নিয়ে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শ্যালকের শাবলের আঘাতে দুলাভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার পৌরশহরের কালিনগর মহল্লায় এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
২১ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে দোকানে সিগারেট না পেয়ে ছুরিকাঘাতে বিএনপি-জামায়াতের ৬ নেতা-কর্মীকে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মারুফ হাসানের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার পৌর শহরের চৌমাথা মোড়ে এ ঘটনা ঘটে।
২৬ মিনিট আগেযশোর হর্টিকালচার সেন্টারে বিক্রির তালিকায় থাকা সব গাছ সেন্টারে নেই। উদ্যানে নিজস্বভাবে চারা উৎপাদনের জন্য ‘রিভলভিং’ ফান্ডের মাধ্যমে অর্থ বরাদ্দ দেওয়া থাকলেও সেটি করা হচ্ছে না। চারা উৎপাদন না করে বাইরে থেকে কম দামে মানহীন চারা এনে উদ্যানে রেখে বিক্রি করা হচ্ছে। সেন্টারে একটি ভার্মি কম্পোস্ট প্ল্যান্ট
১ ঘণ্টা আগে