খুলনা প্রতিনিধি
সংবিধানে জনগণ রাষ্ট্রের মালিক হলেও বাস্তবে এর প্রতিফলন নেই, বরং জনগণ প্রতিনিয়ত শোষণের শিকার হচ্ছে। সরকারব্যবস্থায় দিনে দিনে রাজনীতিকদের অংশগ্রহণ কমছে। বর্তমান সংসদ সদস্যদের ৮৫ শতাংশই ব্যবসায়ী। ফলে জনপ্রত্যাশার প্রতিফলন ঘটছে না।
গতকাল সোমবার খুলনায় ‘নাগরিকদের কাছে রাষ্ট্রের জবাবদিহি’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। নাগরিক আন্দোলন খুলনা ও সম্মিলিত সামাজিক আন্দোলনের আয়োজনে নগরীর বিএমএ ভবনের কাজী আজহারুল হক মিলনায়তনে এ সভা হয়।
আলোচনা সভায় বক্তারা নাগরিক অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, রাষ্ট্রের সব স্তরে জবাবদিহি, কথা বলার স্বাধীনতা ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে।
নাগরিক আন্দোলন খুলনার সমন্বয়ক শেখ বাহারুল আলমের সভাপতিত্বে সভায় মুখ্য আলোচক ছিলেন সম্মিলিত সামাজিক আন্দোলনের নির্বাহী সভাপতি রোবায়েত ফেরদৌস।
সংবিধানে জনগণ রাষ্ট্রের মালিক হলেও বাস্তবে এর প্রতিফলন নেই, বরং জনগণ প্রতিনিয়ত শোষণের শিকার হচ্ছে। সরকারব্যবস্থায় দিনে দিনে রাজনীতিকদের অংশগ্রহণ কমছে। বর্তমান সংসদ সদস্যদের ৮৫ শতাংশই ব্যবসায়ী। ফলে জনপ্রত্যাশার প্রতিফলন ঘটছে না।
গতকাল সোমবার খুলনায় ‘নাগরিকদের কাছে রাষ্ট্রের জবাবদিহি’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। নাগরিক আন্দোলন খুলনা ও সম্মিলিত সামাজিক আন্দোলনের আয়োজনে নগরীর বিএমএ ভবনের কাজী আজহারুল হক মিলনায়তনে এ সভা হয়।
আলোচনা সভায় বক্তারা নাগরিক অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, রাষ্ট্রের সব স্তরে জবাবদিহি, কথা বলার স্বাধীনতা ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে।
নাগরিক আন্দোলন খুলনার সমন্বয়ক শেখ বাহারুল আলমের সভাপতিত্বে সভায় মুখ্য আলোচক ছিলেন সম্মিলিত সামাজিক আন্দোলনের নির্বাহী সভাপতি রোবায়েত ফেরদৌস।
বিএনপিসমর্থিত কুড়িগ্রাম জেলা জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বজলুর রশিদকে জেলা দায়রা ও জজ আদালতের নতুন পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
৬ ঘণ্টা আগেবগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় মেসার্স মণ্ডল ট্রেডার্স নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকেলে এ অভিযান চালায় উপজেলা প্রশাসন।
৬ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয় করার দাবিতে দুই দিন ধরে চলা আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন রাজধানীর মহাখালীতে অবস্থিত সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের দাবির সম্ভাব্যতা যাচাইয়ে শিক্ষা মন্ত্রণালয় কমিটি গঠন করবে, এমন আশ্বাসে চলমান কর্মসূচি স্থগিত করেন তাঁরা।
৭ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল মঙ্গলবার হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এতে বাধা দিতে গেলে প্রধান নির্বাহী কর্মকর্তা, মহাব্যবস্থাপক (অপারেশনস), ছাত্রসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলায় এক ছাত্র আহতের ঘটনায় শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন
৭ ঘণ্টা আগে