ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ-৩ আসনে (কেটচাঁদপুর ও মহেশপুর) আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অবসরপ্রাপ্ত সামরিক সচিব মেজর জেনারেল সালাউদ্দীন মিয়াজি বলেছেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে আমি মানুষের ভাগ্য উন্নয়নে জীবনের বাকি সময় ব্যয় করতে চাই। এখন নির্বাচনী এলাকার মানুষ আমাকে যদি ভোট না দেন। যদি বর্জন করেন তাতে আমার কোনো দুঃখ থাকবে না।’
সালাউদ্দীন মিয়াজি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। নৌকা বঙ্গবন্ধুর প্রতীক, নৌকা আওয়ামী লীগের প্রতীক। নৌকা উন্নয়নের প্রতীক। সেই প্রতীক আমার নির্বাচনী এলাকা মহেশপুর ও কোটচাঁদপুর আওয়ামী লীগের হাতে তুলে দিলাম।’
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নৌকার প্রার্থী সালাউদ্দীন মিয়াজি স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। আজ মঙ্গলবার দুপুরে মহেশপুর শহরের চৌগাছা সড়কের নিজ কার্যালয়ে এই মতবিনিময়ের সময় নিজের কর্মজীবন নিয়ে বিস্তারিত তুলে ধরেন।
সালাউদ্দীন মিয়াজি সাংবাদিকদের বলেন, ‘আমি ১৯৭৫ সালে ক্যাডেটে ভর্তি হয়। এরপর ২০১৭ সাল পর্যন্ত একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে থেকে দেশ বিদেশের মানুষের সেবা করেছি। শেষ তিন বছর প্রধানমন্ত্রীর সামরিক সচিব হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছি।’
নিজের বাবার সম্পর্কে সাবেক এই সামরিক সচিব বলেন, ‘আমার বাবা মইনুদ্দিন মিয়াজি এক মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার মানুষের সেবা করেছেন। তিনি এখনো বেঁচে আছেন, মানুষের সেবাই কাজ করছেন। তিনি শিক্ষকতা করেছেন।’
প্রধানমন্ত্রীর নির্দেশে মানুষের ভাগ্য উন্নয়নে জীবনের বাকি সময় ব্যয় করতে চান বলে জানান সালাউদ্দীন মিয়াজি। তিনি বলেন, ‘এখন নির্বাচনী এলাকার মানুষ আমাকে যদি ভোট না দেন, আমাকে যদি বর্জন করেন তাতে আমার কোনো দুঃখ থাকবে না।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তারসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা–কর্মীরা।
ঝিনাইদহ-৩ আসনের বর্তমান সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল আসন্ন নির্বাচনে দলের মনোনয়ন চেয়ে পাননি। ফলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়ে মাঠে রয়েছেন তিনি।
ঝিনাইদহ-৩ আসনে (কেটচাঁদপুর ও মহেশপুর) আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অবসরপ্রাপ্ত সামরিক সচিব মেজর জেনারেল সালাউদ্দীন মিয়াজি বলেছেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে আমি মানুষের ভাগ্য উন্নয়নে জীবনের বাকি সময় ব্যয় করতে চাই। এখন নির্বাচনী এলাকার মানুষ আমাকে যদি ভোট না দেন। যদি বর্জন করেন তাতে আমার কোনো দুঃখ থাকবে না।’
সালাউদ্দীন মিয়াজি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। নৌকা বঙ্গবন্ধুর প্রতীক, নৌকা আওয়ামী লীগের প্রতীক। নৌকা উন্নয়নের প্রতীক। সেই প্রতীক আমার নির্বাচনী এলাকা মহেশপুর ও কোটচাঁদপুর আওয়ামী লীগের হাতে তুলে দিলাম।’
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নৌকার প্রার্থী সালাউদ্দীন মিয়াজি স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। আজ মঙ্গলবার দুপুরে মহেশপুর শহরের চৌগাছা সড়কের নিজ কার্যালয়ে এই মতবিনিময়ের সময় নিজের কর্মজীবন নিয়ে বিস্তারিত তুলে ধরেন।
সালাউদ্দীন মিয়াজি সাংবাদিকদের বলেন, ‘আমি ১৯৭৫ সালে ক্যাডেটে ভর্তি হয়। এরপর ২০১৭ সাল পর্যন্ত একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে থেকে দেশ বিদেশের মানুষের সেবা করেছি। শেষ তিন বছর প্রধানমন্ত্রীর সামরিক সচিব হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছি।’
নিজের বাবার সম্পর্কে সাবেক এই সামরিক সচিব বলেন, ‘আমার বাবা মইনুদ্দিন মিয়াজি এক মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার মানুষের সেবা করেছেন। তিনি এখনো বেঁচে আছেন, মানুষের সেবাই কাজ করছেন। তিনি শিক্ষকতা করেছেন।’
প্রধানমন্ত্রীর নির্দেশে মানুষের ভাগ্য উন্নয়নে জীবনের বাকি সময় ব্যয় করতে চান বলে জানান সালাউদ্দীন মিয়াজি। তিনি বলেন, ‘এখন নির্বাচনী এলাকার মানুষ আমাকে যদি ভোট না দেন, আমাকে যদি বর্জন করেন তাতে আমার কোনো দুঃখ থাকবে না।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তারসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা–কর্মীরা।
ঝিনাইদহ-৩ আসনের বর্তমান সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল আসন্ন নির্বাচনে দলের মনোনয়ন চেয়ে পাননি। ফলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়ে মাঠে রয়েছেন তিনি।
বিএনপিসমর্থিত কুড়িগ্রাম জেলা জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বজলুর রশিদকে জেলা দায়রা ও জজ আদালতের নতুন পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
১ ঘণ্টা আগেবগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় মেসার্স মণ্ডল ট্রেডার্স নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকেলে এ অভিযান চালায় উপজেলা প্রশাসন।
১ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয় করার দাবিতে দুই দিন ধরে চলা আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন রাজধানীর মহাখালীতে অবস্থিত সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের দাবির সম্ভাব্যতা যাচাইয়ে শিক্ষা মন্ত্রণালয় কমিটি গঠন করবে, এমন আশ্বাসে চলমান কর্মসূচি স্থগিত করেন তাঁরা।
২ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল মঙ্গলবার হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এতে বাধা দিতে গেলে প্রধান নির্বাহী কর্মকর্তা, মহাব্যবস্থাপক (অপারেশনস), ছাত্রসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলায় এক ছাত্র আহতের ঘটনায় শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন
২ ঘণ্টা আগে