রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক

যশোর প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ২০: ২৫

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় এক ব্যক্তিকে দংশনের পর সাপটিকে মেরে হাসপাতাল নিয়ে আসেন এক ব্যক্তি। এ সময় সাপটি রাসেলস ভাইপার বলে নিশ্চিত হয়ে তাঁকে অ্যান্টিভেনম দেওয়া হয়। 

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামে গতকাল বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। তিনি যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে কুদ্দুস খান (৫৫) চিকিৎসাধীন আছেন। তিনি পেশায় কৃষক। 

কুদ্দুস খান বলেন, ‘গতকাল সন্ধ্যায় বাড়ির পাশে ইছামতী নদীতে মাছ ধরছিলাম। এ সময় আমার বাঁ পায়ে সাপে কামড় দেয়। আমার হাতে থাকা মাছ ধরার চাবুক দিয়ে সাপটা মেরে ফেলি। এ ছাড়া পাশে থাকা পটোলখেতে থাকা দড়ি দিয়ে পা বেঁধে বাসায় ফিরে আসি।’ 

jessore-2তিনি আরও বলেন, ‘এরপর মহেশপুর ও জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করলে তাদের কাছে সাপে কাটা কোনো অ্যান্টিভেনম নেই বলে জানান। পরে দিবাগত রাত সাড়ে ৩টার দিকে যশোর হাসপাতালে ভর্তি হই। রাত ৪টার দিকে অ্যান্টিভেনম দেওয়া হয়।’  

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের চিকিৎসক সাজ্জাদুল করিম বলেন, ‘গভীর রাতে সাপসহ এক ব্যক্তি হাসপাতালে আসেন। সাপটা দেখে রাসেল ভাইপার বলে চিহ্নিত করি। সেই হিসেবে তাঁকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। তারপরও আক্রান্ত স্থানে ক্ষত সৃষ্টি হয়েছে। আমরা পর্যবেক্ষণে রেখেছি।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্যিক সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ-পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

বাংলাদেশের বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ, ‘ঐতিহাসিক’ বলা হচ্ছে যে কারণে

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত

নির্বাচন সংস্কার কমিশনের সংলাপ শুরু কাল, চলবে পুরো নভেম্বর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত