লোহাগড়া ও নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় অটোরিকশার চাপায় মোটরসাইকেল আরোহী শিল্পী খানম (৫০) নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। এ সময় শিক্ষিকার স্বামী মোটরসাইকেলচালক কাজী মহিউদ্দিন আহত হন।
আজ মঙ্গলবার সকালে উপজেলার শালনগর ইউনিয়নের রামকান্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিল্পী খানম উপজেলার তেঁতুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তাঁর স্বামী কাজী মহিউদ্দিন লাহুড়িয়া গ্রামের বাসিন্দা এবং লাহুড়িয়া হাফেজ আব্দুল করিম একাডেমির প্রধান শিক্ষক হিসেবে কর্মরত।
স্থানীয়দের বরাত দিয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কাজী মহিউদ্দিন স্ত্রী শিল্পী খানমকে তেঁতুলবাড়িয়া প্রাইমারি স্কুলে পৌঁছে দিতে মোটরসাইকেলযোগে রওনা হন। পথে রামকান্তপুর এলাকায় পৌঁছালে পিচ্ছিল রাস্তায় মোটরসাইকেল থেকে শিক্ষিকা পড়ে যান। এ সময় চলন্ত অটোরিকশা শিক্ষিকার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এ সময় অটোরিকশায় থাকা চার মাদ্রাসা শিক্ষার্থীসহ পাঁচজন আহত হন। আহত শিল্পী খানমকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে ঢাকার নেওয়ার পথে বেলা সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ওসি মোহাম্মদ নাসির উদ্দিন জানান, এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।
নড়াইলের লোহাগড়ায় অটোরিকশার চাপায় মোটরসাইকেল আরোহী শিল্পী খানম (৫০) নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। এ সময় শিক্ষিকার স্বামী মোটরসাইকেলচালক কাজী মহিউদ্দিন আহত হন।
আজ মঙ্গলবার সকালে উপজেলার শালনগর ইউনিয়নের রামকান্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিল্পী খানম উপজেলার তেঁতুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তাঁর স্বামী কাজী মহিউদ্দিন লাহুড়িয়া গ্রামের বাসিন্দা এবং লাহুড়িয়া হাফেজ আব্দুল করিম একাডেমির প্রধান শিক্ষক হিসেবে কর্মরত।
স্থানীয়দের বরাত দিয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কাজী মহিউদ্দিন স্ত্রী শিল্পী খানমকে তেঁতুলবাড়িয়া প্রাইমারি স্কুলে পৌঁছে দিতে মোটরসাইকেলযোগে রওনা হন। পথে রামকান্তপুর এলাকায় পৌঁছালে পিচ্ছিল রাস্তায় মোটরসাইকেল থেকে শিক্ষিকা পড়ে যান। এ সময় চলন্ত অটোরিকশা শিক্ষিকার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এ সময় অটোরিকশায় থাকা চার মাদ্রাসা শিক্ষার্থীসহ পাঁচজন আহত হন। আহত শিল্পী খানমকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে ঢাকার নেওয়ার পথে বেলা সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ওসি মোহাম্মদ নাসির উদ্দিন জানান, এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।
খুলনায় অগ্নিকাণ্ডে একটি পাটের বস্তার গোডাউনসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর বড় বাজারের বার্মাশীল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
২০ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
৩৮ মিনিট আগেপাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৪২ মিনিট আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
৪৪ মিনিট আগে