মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
সুন্দরবনের শিবসা নদীতে ফ্লাইঅ্যাশ (সিমেন্ট তৈরির কাঁচামাল) বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এ সময় জাহাজটিতে থাকা ১২ জন স্টাফ-কর্মচারী সাঁতরে কুলে উঠে যান। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গতকাল শুক্রবার বিকেলে শিবসা নদীর ডুবো চরে আটকে পড়ার পর তলা ফেটে জাহাজটি ডুবে যায়। বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের মোংলা শাখার সহসভাপতি মো. মাঈনুল হোসেন মিন্টু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে জানান, ভারতের হলদিয়া বন্দর থেকে ১ হাজার ৪২২ মেট্রিক টন ফ্লাইঅ্যাশ বোঝাই করে ‘এম ভি গারোহেরা’ কার্গো জাহাজটি সুন্দরবনের আন্টিহারা নৌপথ দিয়ে মোংলার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে শুক্রবার বিকেল ৪টার দিকে সুন্দরবনের শিবসা নদীর (খুলনা) নলিয়ান এলাকায় পৌঁছালে জাহাজটি ডুবো চরে আটকে একদিকে কাত হয়ে যায়। পরে তলা ফেটে ঘটনাস্থালে ডুবে যায় জাহাজটি।
দুর্ঘটনাকবলিত জাহাজে থাকা ১২ জন স্টাফ-কর্মচারী সাঁতরে কুলে উঠে যান। ভারত থেকে ফ্লাইঅ্যাশ বোঝাই এ জাহাজটি মোংলা বন্দরের শিল্পাঞ্চলে অবস্থিত একটি সিমেন্ট ফ্যাক্টরিতে যাচ্ছিল। সেই সঙ্গে এই কার্গো জাহাজডুবিতে বাংলাদেশ-ভারত অভ্যন্তরীণ নৌ-প্রটোকল রুটে নৌযান চলাচল বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলেও জানান মাঈনুল হোসেন মিন্টু।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহীন মজিদ আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনা যেখানে ঘটেছে সেটি মোংলা বন্দরের চ্যানেলের আওতার বাইরে। ফলে মোংলা বন্দরের জাহাজ আগমন-নির্গমনে কোনো সমস্যা নেই। আর ঘটনাটি বিআইডব্লিউ কর্তৃপক্ষ দেখভাল করবে।’
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নুর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিনিয়ত সুন্দরবনের বিভিন্ন নদীতে কয়লা, সার ও ফ্লাই অ্যাশ বোঝাই কার্গো জাহাজডুবির ঘটনা ঘটছে। এ ঘটনা সুন্দরবনের জলজ প্রাণীর জন্য মারাত্মক ঝুঁকির কারণ। এগুলো ভারী ধাতু। সুন্দরবনের পানির সঙ্গে মিশে তা প্রাণিকুলের জন্য বিপর্যয় ডেকে আনছে।’
তিনি আরও বলেন, ‘বারবার এ জাহাজডুবির ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা পরিলক্ষিত হচ্ছে। এ রুটে ফিটনেসবিহীন ও সার্ভে সনদ ছাড়াই কার্গো জাহাজগুলি চলাচল করছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।’
সুন্দরবনের শিবসা নদীতে ফ্লাইঅ্যাশ (সিমেন্ট তৈরির কাঁচামাল) বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এ সময় জাহাজটিতে থাকা ১২ জন স্টাফ-কর্মচারী সাঁতরে কুলে উঠে যান। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গতকাল শুক্রবার বিকেলে শিবসা নদীর ডুবো চরে আটকে পড়ার পর তলা ফেটে জাহাজটি ডুবে যায়। বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের মোংলা শাখার সহসভাপতি মো. মাঈনুল হোসেন মিন্টু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে জানান, ভারতের হলদিয়া বন্দর থেকে ১ হাজার ৪২২ মেট্রিক টন ফ্লাইঅ্যাশ বোঝাই করে ‘এম ভি গারোহেরা’ কার্গো জাহাজটি সুন্দরবনের আন্টিহারা নৌপথ দিয়ে মোংলার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে শুক্রবার বিকেল ৪টার দিকে সুন্দরবনের শিবসা নদীর (খুলনা) নলিয়ান এলাকায় পৌঁছালে জাহাজটি ডুবো চরে আটকে একদিকে কাত হয়ে যায়। পরে তলা ফেটে ঘটনাস্থালে ডুবে যায় জাহাজটি।
দুর্ঘটনাকবলিত জাহাজে থাকা ১২ জন স্টাফ-কর্মচারী সাঁতরে কুলে উঠে যান। ভারত থেকে ফ্লাইঅ্যাশ বোঝাই এ জাহাজটি মোংলা বন্দরের শিল্পাঞ্চলে অবস্থিত একটি সিমেন্ট ফ্যাক্টরিতে যাচ্ছিল। সেই সঙ্গে এই কার্গো জাহাজডুবিতে বাংলাদেশ-ভারত অভ্যন্তরীণ নৌ-প্রটোকল রুটে নৌযান চলাচল বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলেও জানান মাঈনুল হোসেন মিন্টু।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহীন মজিদ আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনা যেখানে ঘটেছে সেটি মোংলা বন্দরের চ্যানেলের আওতার বাইরে। ফলে মোংলা বন্দরের জাহাজ আগমন-নির্গমনে কোনো সমস্যা নেই। আর ঘটনাটি বিআইডব্লিউ কর্তৃপক্ষ দেখভাল করবে।’
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নুর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিনিয়ত সুন্দরবনের বিভিন্ন নদীতে কয়লা, সার ও ফ্লাই অ্যাশ বোঝাই কার্গো জাহাজডুবির ঘটনা ঘটছে। এ ঘটনা সুন্দরবনের জলজ প্রাণীর জন্য মারাত্মক ঝুঁকির কারণ। এগুলো ভারী ধাতু। সুন্দরবনের পানির সঙ্গে মিশে তা প্রাণিকুলের জন্য বিপর্যয় ডেকে আনছে।’
তিনি আরও বলেন, ‘বারবার এ জাহাজডুবির ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা পরিলক্ষিত হচ্ছে। এ রুটে ফিটনেসবিহীন ও সার্ভে সনদ ছাড়াই কার্গো জাহাজগুলি চলাচল করছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
১৫ মিনিট আগেপাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
২০ মিনিট আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
২২ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কলেজছাত্র ইমন হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলের মির্জাপুর থানায় পাঁচ দিনের রিমান্ডে আনা হয়েছে। আজ শুক্রবার সকালে তাঁকে টাঙ্গাইল কারাগার থেকে থানায় নিয়ে আসে পুলিশ।
২৮ মিনিট আগে