ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় এ বছর গমের বাম্পার ফলন হয়েছে। তবে বাজারে গমের ন্যায্যমূল্য না পেয়ে কৃষকেরা হতাশ। মণপ্রতি গমের দামের চেয়ে উৎপাদন খরচ বেশি হওয়ায় বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন তাঁরা। কৃষকের অভিযোগ, গত বছর যে গমের দাম ছিল ২ হাজার টাকা, এবার তা ১ হাজার ৩০০ টাকা মণ দরে বিক্রি করছেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ১৫০ হেক্টর জমিতে গমের চাষ হয়েছে। এর মধ্যে বারি গম ৩০, ৩৩, বি-ডব্লিউএমআরআই-৩ জাতের চাষ বেশি হয়েছে। এর আগে ২০১৭ সালে ব্লাস্টের কারণে গম চাষ নিষিদ্ধের আগে এ উপজেলায় ৩৫০ হেক্টর জমিতে গমের আবাদ করা হতো। গত দুই-তিন মৌসুমে আবার কৃষকেরা এই আবাদে ফিরেছেন।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার অধিকাংশ মাঠে গম কাটা হয়ে গেছে। অনেকে কেটে-ঝেড়ে গম বিক্রিও করেছেন। রোজার মাস চলায় ও ঈদ ঘনিয়ে আসায় কেনাকাটার প্রয়োজনে লোকসানেই গম বিক্রি করতে বাধ্য হচ্ছেন অনেক কৃষক। বর্তমান যে বাজারদর, তাতে গত বছরের তুলনায় অনেক কম দামে গম বিক্রি করে চাষিরা লোকসান গুনছেন।
কথা হয় উপজেলার বল্লা গ্রামের ইজহারুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘এক বিঘা জমিতে গমের আবাদ করেছিলাম। খেতে চাষ দেওয়া, বীজ বপন, সেচ দেওয়া, সার প্রয়োগ, কীটনাশক দেওয়া, কাটা-বাঁধা, ঝাড়াসহ সাড়ে ১০ হাজার টাকা খরচ হয়েছে। সাড়ে ১১ মণ গম পেয়েছি। ১ হাজার ৩০০ টাকা করে মণ বিক্রি করেছি। তাতে যে টাকা হয়েছে, নিজের জমি তাই পিঠ বেঁচেছে। অথচ গতবারও ২ হাজার টাকা মণ পেয়েছিলাম।’
উপজেলার বোধখানা গ্রামের বেলেমাঠপাড়ার হারুন অর রশিদ বলেন, ‘২১ শতক জমিতে ১৩ মণ গম পেয়েছি, যা আগে কখনো হয়নি। কিন্তু দাম কম থাকায় বিক্রি করিনি।’
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদ হোসেন পলাশ আজকের পত্রিকাকে বলেন, ‘এ বছর তিনটি কারণে গমের ফলন ভালো হয়েছে। প্রধানত এই মৌসুমে মধ্য জানুয়ারিতে বৃষ্টিপাত হয়েছিল, তাতে গমের উপকার হয়েছে। তা ছাড়া শীত বেশি দিন পড়েছে, তাতে গমের ফলন ভালো হয়েছে এবং এ বছর অধিকাংশ কৃষক বি-ডব্লিউএমআরআই-৩ জাতের গম চাষ করেছেন। এই জাতের গম ব্লাস্ট রোগ প্রতিরোধী।’
যশোরের ঝিকরগাছায় এ বছর গমের বাম্পার ফলন হয়েছে। তবে বাজারে গমের ন্যায্যমূল্য না পেয়ে কৃষকেরা হতাশ। মণপ্রতি গমের দামের চেয়ে উৎপাদন খরচ বেশি হওয়ায় বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন তাঁরা। কৃষকের অভিযোগ, গত বছর যে গমের দাম ছিল ২ হাজার টাকা, এবার তা ১ হাজার ৩০০ টাকা মণ দরে বিক্রি করছেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ১৫০ হেক্টর জমিতে গমের চাষ হয়েছে। এর মধ্যে বারি গম ৩০, ৩৩, বি-ডব্লিউএমআরআই-৩ জাতের চাষ বেশি হয়েছে। এর আগে ২০১৭ সালে ব্লাস্টের কারণে গম চাষ নিষিদ্ধের আগে এ উপজেলায় ৩৫০ হেক্টর জমিতে গমের আবাদ করা হতো। গত দুই-তিন মৌসুমে আবার কৃষকেরা এই আবাদে ফিরেছেন।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার অধিকাংশ মাঠে গম কাটা হয়ে গেছে। অনেকে কেটে-ঝেড়ে গম বিক্রিও করেছেন। রোজার মাস চলায় ও ঈদ ঘনিয়ে আসায় কেনাকাটার প্রয়োজনে লোকসানেই গম বিক্রি করতে বাধ্য হচ্ছেন অনেক কৃষক। বর্তমান যে বাজারদর, তাতে গত বছরের তুলনায় অনেক কম দামে গম বিক্রি করে চাষিরা লোকসান গুনছেন।
কথা হয় উপজেলার বল্লা গ্রামের ইজহারুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘এক বিঘা জমিতে গমের আবাদ করেছিলাম। খেতে চাষ দেওয়া, বীজ বপন, সেচ দেওয়া, সার প্রয়োগ, কীটনাশক দেওয়া, কাটা-বাঁধা, ঝাড়াসহ সাড়ে ১০ হাজার টাকা খরচ হয়েছে। সাড়ে ১১ মণ গম পেয়েছি। ১ হাজার ৩০০ টাকা করে মণ বিক্রি করেছি। তাতে যে টাকা হয়েছে, নিজের জমি তাই পিঠ বেঁচেছে। অথচ গতবারও ২ হাজার টাকা মণ পেয়েছিলাম।’
উপজেলার বোধখানা গ্রামের বেলেমাঠপাড়ার হারুন অর রশিদ বলেন, ‘২১ শতক জমিতে ১৩ মণ গম পেয়েছি, যা আগে কখনো হয়নি। কিন্তু দাম কম থাকায় বিক্রি করিনি।’
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদ হোসেন পলাশ আজকের পত্রিকাকে বলেন, ‘এ বছর তিনটি কারণে গমের ফলন ভালো হয়েছে। প্রধানত এই মৌসুমে মধ্য জানুয়ারিতে বৃষ্টিপাত হয়েছিল, তাতে গমের উপকার হয়েছে। তা ছাড়া শীত বেশি দিন পড়েছে, তাতে গমের ফলন ভালো হয়েছে এবং এ বছর অধিকাংশ কৃষক বি-ডব্লিউএমআরআই-৩ জাতের গম চাষ করেছেন। এই জাতের গম ব্লাস্ট রোগ প্রতিরোধী।’
গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছ
৬ মিনিট আগেরাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরে স্থানান্তর করা হয়েছে প্রায় সাত বছর আগে। কিন্তু ট্যানারির দূষণ এখনো রয়ে গেছে হাজারীবাগে। ওই এলাকায় চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত রাসায়নিকের উৎকট গন্ধ আর খালে প্রবাহিত ট্যানারি বর্জ্য জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।
৬ মিনিট আগেপিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে লোকালয়ে গড়ে ওঠা একটি খামারের কারণে হুমকিতে পড়েছে জনস্বাস্থ্য। গরু, ছাগল ও মুরগির সমন্বয়ে খামারটি করেছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট শহীদুল হক খান পান্না।
৭ মিনিট আগেবাংলাদেশ থেকে বিভিন্ন দেশে অভিবাসন, শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে যাত্রা করা নাগরিকদের সংখ্যা ক্রমেই বাড়ছে। ইউরোপীয় বিভিন্ন দেশের কনস্যুলেট এবং দূতাবাস কার্যক্রম না থাকায় নাগরিকদের অন্য দেশ অভিমুখী হতে হচ্ছে।
১ ঘণ্টা আগে