ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় আসামি শিমুল ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করা মোবাইল ফোন পুকুরে ফেলে দেন আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু। তাঁকে নিয়ে মোবাইল ফোন উদ্ধারে তল্লাশি চালিয়েছে গোয়েন্দা পুলিশ।
আজ বুধবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে ঝিনাইদহ জেলা কারাগার থেকে জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশের প্রিজন ভ্যানে শহরে নিয়ে আসা হয়। পরে তাঁকে পায়রা চত্বর সংলগ্ন গাঙ্গুলি হোটেলের পেছনে একটি পুকুর কাছে নিয়ে যায় পুলিশ। সে সময় পুকুর পাড়ে দাঁড়িয়ে কামাল আহমেদের কাছ থেকে কথা শুনে জেলেদেরকে পুকুরে নামিয়ে অভিযান চালানো হয়।
এর কিছুক্ষণ পরে ঘটনাস্থলে আসেন ডিবি প্রধান হারুন অর রশিদ। তিনি মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপির সহকারী কমিশনার মাহাফুজুর রহমান, জেলা পুলিশ সুপার আজিম-উল-আহসানসহ অন্যান্য কর্মকর্তাদের নিয়ে ডোবা থেকে মোবাইল ফোন উদ্ধারে অভিযান তদারকি করেন।
পরে ব্রিফিংয়ে ডিবি প্রধান হারুন অর রশিদ বলেন, মামলার সব আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে। পাঁচজন গ্রেপ্তার হয়েছে, বাকি দুজনকে গ্রেপ্তারে বর্তমানে অভিযান চলছে। আজ ঝিনাইদহে গ্যাস বাবুকে নিয়ে উদ্ধার অভিযান চলছে। যে মোবাইলে তিনি শিমুল ভূঁইয়ার সঙ্গে ছবি বিনিময় ও কথোপকথন করেছিলেন সেটি উদ্ধার কাজ চলছে। এই মোবাইল পাওয়া গেলে অনেক তথ্যই বেরিয়ে আসবে। তবে ডিবি আন্তরিকতার সঙ্গে তদন্ত করছে।
ডিবি হারুন আরও বলেন, এখন পুকুর পরিষ্কারের কাজ চলছে। পুকুর পরিষ্কার করা শেষ হলে সেখানে জাল ফেলা হবে।
এর আগে, গতকাল মঙ্গলবার কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঝিনাইদহ জেলা কারাগারে স্থানান্তর করা হয়।
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় আসামি শিমুল ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করা মোবাইল ফোন পুকুরে ফেলে দেন আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু। তাঁকে নিয়ে মোবাইল ফোন উদ্ধারে তল্লাশি চালিয়েছে গোয়েন্দা পুলিশ।
আজ বুধবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে ঝিনাইদহ জেলা কারাগার থেকে জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশের প্রিজন ভ্যানে শহরে নিয়ে আসা হয়। পরে তাঁকে পায়রা চত্বর সংলগ্ন গাঙ্গুলি হোটেলের পেছনে একটি পুকুর কাছে নিয়ে যায় পুলিশ। সে সময় পুকুর পাড়ে দাঁড়িয়ে কামাল আহমেদের কাছ থেকে কথা শুনে জেলেদেরকে পুকুরে নামিয়ে অভিযান চালানো হয়।
এর কিছুক্ষণ পরে ঘটনাস্থলে আসেন ডিবি প্রধান হারুন অর রশিদ। তিনি মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপির সহকারী কমিশনার মাহাফুজুর রহমান, জেলা পুলিশ সুপার আজিম-উল-আহসানসহ অন্যান্য কর্মকর্তাদের নিয়ে ডোবা থেকে মোবাইল ফোন উদ্ধারে অভিযান তদারকি করেন।
পরে ব্রিফিংয়ে ডিবি প্রধান হারুন অর রশিদ বলেন, মামলার সব আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে। পাঁচজন গ্রেপ্তার হয়েছে, বাকি দুজনকে গ্রেপ্তারে বর্তমানে অভিযান চলছে। আজ ঝিনাইদহে গ্যাস বাবুকে নিয়ে উদ্ধার অভিযান চলছে। যে মোবাইলে তিনি শিমুল ভূঁইয়ার সঙ্গে ছবি বিনিময় ও কথোপকথন করেছিলেন সেটি উদ্ধার কাজ চলছে। এই মোবাইল পাওয়া গেলে অনেক তথ্যই বেরিয়ে আসবে। তবে ডিবি আন্তরিকতার সঙ্গে তদন্ত করছে।
ডিবি হারুন আরও বলেন, এখন পুকুর পরিষ্কারের কাজ চলছে। পুকুর পরিষ্কার করা শেষ হলে সেখানে জাল ফেলা হবে।
এর আগে, গতকাল মঙ্গলবার কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঝিনাইদহ জেলা কারাগারে স্থানান্তর করা হয়।
আজ শুক্রবার সকাল থেকে মসজিদের সামনে অবস্থান নিয়েছে সাদপন্থীরা। সকাল থেকে মসজিদে প্রবেশ করেন শত শত সাদপন্থী। তাঁদের লক্ষ্য, লাখো মুসল্লির সমাগমে জুমার নামাজ আদায় করে নিজেদের অবস্থান ও শক্তি জানান দেওয়া। জমায়েতের চাপে আশপাশে সব রাস্তা বন্ধ হয়ে গেছে।
১০ মিনিট আগেবাড়ির আঙিনায় বেড়া দেওয়া নিয়ে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শ্যালকের শাবলের আঘাতে দুলাভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার পৌরশহরের কালিনগর মহল্লায় এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
২২ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে দোকানে সিগারেট না পেয়ে ছুরিকাঘাতে বিএনপি-জামায়াতের ৬ নেতা-কর্মীকে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মারুফ হাসানের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার পৌর শহরের চৌমাথা মোড়ে এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগেযশোর হর্টিকালচার সেন্টারে বিক্রির তালিকায় থাকা সব গাছ সেন্টারে নেই। উদ্যানে নিজস্বভাবে চারা উৎপাদনের জন্য ‘রিভলভিং’ ফান্ডের মাধ্যমে অর্থ বরাদ্দ দেওয়া থাকলেও সেটি করা হচ্ছে না। চারা উৎপাদন না করে বাইরে থেকে কম দামে মানহীন চারা এনে উদ্যানে রেখে বিক্রি করা হচ্ছে। সেন্টারে একটি ভার্মি কম্পোস্ট প্ল্যান্ট
১ ঘণ্টা আগে