বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় উপজেলার পরিষদ নির্বাচনের দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার শরণখোলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুই প্রার্থী পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।
আহতরা হচ্ছেন—উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনারস প্রতীকের প্রার্থী রায়হান উদ্দিন আকন শান্তর কর্মী টুলু তালুকদার, ইমরান উদ্দিন শুভ, উপজেলা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান, আলমগীর শিকদার, ওবায়দুল আকন, ময়নুল ইসলাম।
অন্য পক্ষের উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দোয়াত কলম প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান মিলনের কর্মী আসাদ কবিরাজ, মাসুম তালুকদার, শাহিন গাজী, মাহাবুব মোল্লা, মেহেদি হাসান, জলিল হাওলাদার। এদের মধ্যে গুরুতর আহত আসাদ কবিরাজ, ওবায়দুল আকন ও খান মতিয়ার রহমানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আনারস প্রতীকের প্রার্থী রায়হান উদ্দিন আকন শান্ত আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আমার কর্মী-সমর্থকেরা শরণখোলা বাজারে একটি পথসভা করছিল। এ সময় দোয়াত কলমের প্রার্থী আছাদুজ্জামান মিলন ঘটনাস্থলে উপস্থিত থেকে তার সন্ত্রাসী বাহীনি নিয়ে ওই পথসভায় হামলা চালায়। ওই হামলায় আমার ছয়জন কর্মী আহত হয়।’
পাল্টা অভিযোগ করে দোয়াত কলম প্রতীকের প্রার্থী আছাদুজ্জামান মিলন আজকের পত্রিকাকে বলেন, ‘দুই দিন আগে আনারস প্রতীকের প্রার্থীর সমর্থকদের হামলায় আমার কর্মী রফিকুল ও হারুণ অল রশীদ আহত হয়। ওই আহত কর্মীদের দেখতে শরণখোলা বাজারে পৌঁছালে দেখতে পাই সেখানে উপজেলা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমানের নেতৃত্বে একটি সভা হচ্ছিল। কীসের সভা জানতে চাইলেই আনারস প্রতীকের প্রার্থী রায়হান উদ্দিন শান্তর ছোট ভাই ইমরান উদ্দিন শুভর নেতৃত্বে কয়েকজন আমাদের ওপর হামলা চালায়। এতে আমার ৬ জন নেতা-কর্মী আহত হয়েছে।’
মিলন আরও বলেন, ‘নির্বাচন শুরু হওয়ার পর থেকে আনারস প্রতীকের প্রার্থী ও তাঁর সমর্থকরা আমাদের উপর নানাভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। বিশেষ করে সাউথখালী ইউনিয়নে আমার কর্মী-সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়েছে। কয়েক জনের ওপর হামলাও হয়েছে।’ সুষ্ঠ নির্বাচনের স্বার্থে প্রশাসনের সহযোগিতা কামনা করেন এই প্রার্থী।
ঘটনার প্রত্যক্ষদর্শী জিয়াউল তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘হঠাৎ দেখি বাজার এলাকায় দুই পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। কয়েক মিনিট তাদের মধ্যে এ সংঘর্ষ হয়।’
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজিত পরিবেশ সৃষ্টি হলে রাতেই অতিরিক্ত পুলিশ সুপার আসিকুর রহমান শরণখোলায় এসে উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিত শান্ত করার চেষ্টা করেন।
শরনখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ. এইচ. এম কামরুজ্জামান বলেন, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। ওই এলাকায় পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। দুই পক্ষের কেউ এখন পর্যন্ত কোনো অভিযোগ করেনি। তারা হয়ত নিজেদের মধ্যে বোঝা পড়ার চেষ্টা করছেন।
উল্লেখ্য, তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন গত ২৯ মে অনুষ্ঠিত হয়। কিন্তু ঘূর্ণিঝড় রিমালের কারণে এ উপজেলার ভোট স্থগিত ঘোষণা করা হয়। আগামী ৯ জুন এ উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা আছেন। তাঁরা হলেন–আছাদুজ্জামান মিলন (দোয়াত কলম) ও রায়হান উদ্দিন আকন শান্ত (আনারস)।
বাগেরহাটের শরণখোলায় উপজেলার পরিষদ নির্বাচনের দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার শরণখোলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুই প্রার্থী পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।
আহতরা হচ্ছেন—উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনারস প্রতীকের প্রার্থী রায়হান উদ্দিন আকন শান্তর কর্মী টুলু তালুকদার, ইমরান উদ্দিন শুভ, উপজেলা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান, আলমগীর শিকদার, ওবায়দুল আকন, ময়নুল ইসলাম।
অন্য পক্ষের উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দোয়াত কলম প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান মিলনের কর্মী আসাদ কবিরাজ, মাসুম তালুকদার, শাহিন গাজী, মাহাবুব মোল্লা, মেহেদি হাসান, জলিল হাওলাদার। এদের মধ্যে গুরুতর আহত আসাদ কবিরাজ, ওবায়দুল আকন ও খান মতিয়ার রহমানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আনারস প্রতীকের প্রার্থী রায়হান উদ্দিন আকন শান্ত আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আমার কর্মী-সমর্থকেরা শরণখোলা বাজারে একটি পথসভা করছিল। এ সময় দোয়াত কলমের প্রার্থী আছাদুজ্জামান মিলন ঘটনাস্থলে উপস্থিত থেকে তার সন্ত্রাসী বাহীনি নিয়ে ওই পথসভায় হামলা চালায়। ওই হামলায় আমার ছয়জন কর্মী আহত হয়।’
পাল্টা অভিযোগ করে দোয়াত কলম প্রতীকের প্রার্থী আছাদুজ্জামান মিলন আজকের পত্রিকাকে বলেন, ‘দুই দিন আগে আনারস প্রতীকের প্রার্থীর সমর্থকদের হামলায় আমার কর্মী রফিকুল ও হারুণ অল রশীদ আহত হয়। ওই আহত কর্মীদের দেখতে শরণখোলা বাজারে পৌঁছালে দেখতে পাই সেখানে উপজেলা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমানের নেতৃত্বে একটি সভা হচ্ছিল। কীসের সভা জানতে চাইলেই আনারস প্রতীকের প্রার্থী রায়হান উদ্দিন শান্তর ছোট ভাই ইমরান উদ্দিন শুভর নেতৃত্বে কয়েকজন আমাদের ওপর হামলা চালায়। এতে আমার ৬ জন নেতা-কর্মী আহত হয়েছে।’
মিলন আরও বলেন, ‘নির্বাচন শুরু হওয়ার পর থেকে আনারস প্রতীকের প্রার্থী ও তাঁর সমর্থকরা আমাদের উপর নানাভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। বিশেষ করে সাউথখালী ইউনিয়নে আমার কর্মী-সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়েছে। কয়েক জনের ওপর হামলাও হয়েছে।’ সুষ্ঠ নির্বাচনের স্বার্থে প্রশাসনের সহযোগিতা কামনা করেন এই প্রার্থী।
ঘটনার প্রত্যক্ষদর্শী জিয়াউল তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘হঠাৎ দেখি বাজার এলাকায় দুই পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। কয়েক মিনিট তাদের মধ্যে এ সংঘর্ষ হয়।’
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজিত পরিবেশ সৃষ্টি হলে রাতেই অতিরিক্ত পুলিশ সুপার আসিকুর রহমান শরণখোলায় এসে উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিত শান্ত করার চেষ্টা করেন।
শরনখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ. এইচ. এম কামরুজ্জামান বলেন, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। ওই এলাকায় পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। দুই পক্ষের কেউ এখন পর্যন্ত কোনো অভিযোগ করেনি। তারা হয়ত নিজেদের মধ্যে বোঝা পড়ার চেষ্টা করছেন।
উল্লেখ্য, তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন গত ২৯ মে অনুষ্ঠিত হয়। কিন্তু ঘূর্ণিঝড় রিমালের কারণে এ উপজেলার ভোট স্থগিত ঘোষণা করা হয়। আগামী ৯ জুন এ উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা আছেন। তাঁরা হলেন–আছাদুজ্জামান মিলন (দোয়াত কলম) ও রায়হান উদ্দিন আকন শান্ত (আনারস)।
বেতন পেয়ে কারখানার এক শ্রমিক আলমগীর বলেন, আগামী রোববারের মধ্যে বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা বৃহস্পতিবার সন্ধ্যায় বিকাশ অ্যাকাউন্টে বেতন পেয়ে গেছি। আমাদের মালিকপক্ষ কথা দিয়ে কথা রেখেছেন। আমরা সবাই খুশি।
৭ মিনিট আগেগাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছ
৪২ মিনিট আগেরাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরে স্থানান্তর করা হয়েছে প্রায় সাত বছর আগে। কিন্তু ট্যানারির দূষণ এখনো রয়ে গেছে হাজারীবাগে। ওই এলাকায় চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত রাসায়নিকের উৎকট গন্ধ আর খালে প্রবাহিত ট্যানারি বর্জ্য জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।
৪২ মিনিট আগেপিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে লোকালয়ে গড়ে ওঠা একটি খামারের কারণে হুমকিতে পড়েছে জনস্বাস্থ্য। গরু, ছাগল ও মুরগির সমন্বয়ে খামারটি করেছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট শহীদুল হক খান পান্না।
৪২ মিনিট আগে