শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কয়রায় অপহরণের শিকার দুই জেলে ২ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন। পাঁচ দিন জিম্মি থাকার পর গতকাল মঙ্গলবার রাতে উপজেলার চুনকুড়ি খাল দিয়ে তাঁরা লোকালয়ে ফেরেন।
এর আগে গত শুক্রবার পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সাতনলার দুনে নামীয় এলাকা থেকে বনদস্যু মজনু বাহিনী তাঁদের অপহরণ করে। ফিরে আসা জেলে দুজন হলেন আতাহার হোসেন (৩৫) ও রফিকুল ইসলাম (৩৮)। তাঁরা উপজেলার কালিকাপুর গ্রামের বাসিন্দা।
ফিরে আসা জেলের স্বজনেরা বলেন, জিম্মির পর শুরুতে বনদস্যুরা ৪ লাখ টাকা দাবি করে। পরে টাকার অঙ্ক ২ লাখ নির্ধারণ করে দেয়। গত রোববার বিকাশযোগে ২ লাখ টাকা পরিশোধের পর বনদস্যুরা পরদিন সোমবার রাতে অপর জেলের নৌকাযোগে দুজনকে ফিরিয়ে দেয়। বিপুল কোম্পানির নৌকাযোগে বনদস্যুরা প্রায় তিন সপ্তাহ আগে সুন্দরবনে ঢোকে বলেও জানায় জেলেরা।
এদিকে একই বনদস্যু দলের সদস্যরা আতাহার ও রফিকুলকে মুক্ত করে দেওয়ার সময় আবু বক্কার গাজী নামের অপর জেলেকে জিম্মি করেছে বলে জানা গেছে। শ্যামনগর উপজেলার মথুরাপুর গ্রামের বাসিন্দা আবু বক্কারের জন্য ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। ফিরে আসা জেলেদের দাবি, ২০১৮ সালে র্যাবের হাতে আত্মসমর্পণ করা বনদস্যু মজনু আবারও দস্যুতা শুরু করেছেন। তিনটি আগ্নেয়াস্ত্রসহ সাত-আটজন সহযোগীকে নিয়ে এ অঞ্চলের সবচেয়ে বড় এই দস্যুদল আবারও জেলে অপহরণসহ মুক্তিপণ আদায়ে তৎপর হয়ে উঠেছে।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ জে এড হাসানুর রহমান বলেন, এক সপ্তাহ আগে বন বিভাগের সদস্যরা বনদস্যুদের কবল থেকে জিম্মি ১০ জেলেকে উদ্ধার করেছিল। অন্য বাহিনীগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত সময়ের মধ্যে আবার অভিযান চালানো হবে।
এ বিষয়ে জানতে চাইলে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ন কবীর মোল্যা আজকের পত্রিকাকে বলেন, দুই জেলের ফিরে আসা ও নতুনভাবে কারও অপহরণের বিষয়ে পুলিশকে কেউ অবহিত করেনি।
সাতক্ষীরার কয়রায় অপহরণের শিকার দুই জেলে ২ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন। পাঁচ দিন জিম্মি থাকার পর গতকাল মঙ্গলবার রাতে উপজেলার চুনকুড়ি খাল দিয়ে তাঁরা লোকালয়ে ফেরেন।
এর আগে গত শুক্রবার পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সাতনলার দুনে নামীয় এলাকা থেকে বনদস্যু মজনু বাহিনী তাঁদের অপহরণ করে। ফিরে আসা জেলে দুজন হলেন আতাহার হোসেন (৩৫) ও রফিকুল ইসলাম (৩৮)। তাঁরা উপজেলার কালিকাপুর গ্রামের বাসিন্দা।
ফিরে আসা জেলের স্বজনেরা বলেন, জিম্মির পর শুরুতে বনদস্যুরা ৪ লাখ টাকা দাবি করে। পরে টাকার অঙ্ক ২ লাখ নির্ধারণ করে দেয়। গত রোববার বিকাশযোগে ২ লাখ টাকা পরিশোধের পর বনদস্যুরা পরদিন সোমবার রাতে অপর জেলের নৌকাযোগে দুজনকে ফিরিয়ে দেয়। বিপুল কোম্পানির নৌকাযোগে বনদস্যুরা প্রায় তিন সপ্তাহ আগে সুন্দরবনে ঢোকে বলেও জানায় জেলেরা।
এদিকে একই বনদস্যু দলের সদস্যরা আতাহার ও রফিকুলকে মুক্ত করে দেওয়ার সময় আবু বক্কার গাজী নামের অপর জেলেকে জিম্মি করেছে বলে জানা গেছে। শ্যামনগর উপজেলার মথুরাপুর গ্রামের বাসিন্দা আবু বক্কারের জন্য ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। ফিরে আসা জেলেদের দাবি, ২০১৮ সালে র্যাবের হাতে আত্মসমর্পণ করা বনদস্যু মজনু আবারও দস্যুতা শুরু করেছেন। তিনটি আগ্নেয়াস্ত্রসহ সাত-আটজন সহযোগীকে নিয়ে এ অঞ্চলের সবচেয়ে বড় এই দস্যুদল আবারও জেলে অপহরণসহ মুক্তিপণ আদায়ে তৎপর হয়ে উঠেছে।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ জে এড হাসানুর রহমান বলেন, এক সপ্তাহ আগে বন বিভাগের সদস্যরা বনদস্যুদের কবল থেকে জিম্মি ১০ জেলেকে উদ্ধার করেছিল। অন্য বাহিনীগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত সময়ের মধ্যে আবার অভিযান চালানো হবে।
এ বিষয়ে জানতে চাইলে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ন কবীর মোল্যা আজকের পত্রিকাকে বলেন, দুই জেলের ফিরে আসা ও নতুনভাবে কারও অপহরণের বিষয়ে পুলিশকে কেউ অবহিত করেনি।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১ ঘণ্টা আগেনড়াইলের কালিয়া উপজেলার ধানখেত থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
৫ ঘণ্টা আগেঝিনাইদহ সদর উপজেলার শিকারপুর গ্রামের পুকুর থেকে এক মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় তার এক সহপাঠীকে আটক করেছে পুলিশ।
৫ ঘণ্টা আগেসুনামগঞ্জের জগন্নাথপুরে পৃথক দুটি হত্যা মামলায় দুই শিশুসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গতকাপল বুধবার রাতে তাঁদের পৃথক এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
৬ ঘণ্টা আগে