খুলনা প্রতিনিধি
টাকার বিনিময়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। কুয়েট ছাত্রলীগের নতুন সভাপতি রুদ্রনীল সিংহ শুভর একটি অডিও রেকর্ড ফেসবুকে ছড়িয়ে পড়ায় এই অভিযোগ ওঠে।
৪০ সেকেন্ডের ওই অডিও রেকর্ডে শুভকে বলতে শোনা যায়, ‘যা লাগবে তা-ই দিব, আমার কমিটি লাগবে। কমিটি হওয়ার যেদিন সাইন হবে, তার এক-দুই দিন আগে একটা বড় অ্যামাউন্টের টাকা লাগবে। মামার কাছে কিছু আছে। তহন আরও কিছু যদি দরকার হয়, সেডা আপনারে বললাম। চেক দিল, আপনি দিয়ে দিলেন। এইডা তো এনশিওর করা দরকার।’
শুভ কার সঙ্গে কথা বলছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি। তাঁকে বলতে শোনা যায়, ‘... যা লাগবে আমি তা-ই দিব, কিন্তু আমার কমিটি লাগবে। আমার কথা হচ্ছে, এহন যদি ১ কোটি
টাকা লাগে, আমি ১ কোটি টাকা দিব। আমার কমিটি লাগবে।’
নতুন সভাপতি আরও বলেন, ‘১০ হাজার হোক ২০ হাজার হোক আপনি কালকে দেন। বাকিটা আপনি আমারে রবিবার পাঠায় দেন। নিজের হিসাব মিলিয়ে যেভাবে হোক কুয়েট ছাত্রলীগ কমিটিতে থাকতে হবে।’
এ বিষয়ে নতুন সভাপতি রুদ্রনীল সিংহ শুভ বলেন, ‘এই রেকর্ডটি পুরো গায়েবি। টেম্পারিং করে তৈরি করা। আমিও শুনেছি, ভয়েস কেটে কেটে কয়েকটা ভয়েস অ্যাড করে তৈরি করা। ওইটা আমার না। যেসব অভিযোগ শোনা গেছে, সেগুলো সত্যি নয়।’
তবে কুয়েট ছাত্রলীগের একাধিক নেতা নাম প্রকাশ না করে নিশ্চিত করেন যে ফাঁস হওয়া অডিও রেকর্ডটি রুদ্রনীল শুভর।
১০ অক্টোবর কুয়েটে ছয় সদস্যের নতুন কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটিতে রুদ্রনীল সিংহ শুভকে সভাপতি এবং রাগিব আহসান মুন্নাকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এ ছাড়া তরিকুল ইসলাম তিলককে সহসভাপতি, এ কে এম নিবিড় রেজাকে সাধারণ সম্পাদক, গোলাম রাব্বি সিয়ামকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাগীব আহসান মুন্না ও সুজাউল করিমকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
এদিকে শিক্ষকের মৃত্যুতে দণ্ডপ্রাপ্তরা ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বে আসায় হতাশ কুয়েটের শিক্ষকেরা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষক মৃত্যুর ঘটনার আগেও দুই দফা রুদ্রনীল সিংহের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল বিশ্ববিদ্যালয় ও হল কর্তৃপক্ষ। র্যাগিং ও হলে ভাঙচুরের অভিযোগে ২০১৬ সালে রুদ্রকে এক টার্ম পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি। ওই বছরই টেন্ডার দখল করতে গিয়ে আহত হন তিনি। এ ঘটনায় হল থেকেও তাঁকে বহিষ্কার করা হয়েছিল।
এ ছাড়া নতুন কমিটির সভাপতি রুদ্রনীল সিংহ শুভ ও সাধারণ সম্পাদক এ কে এম নিবিড় রেজার বিরুদ্ধে কুয়েটসংলগ্ন যোগীপোল ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের বিপক্ষে কাজ করার অভিযোগ ছিল। এ ঘটনায় ২০২১ সালে রুদ্রনীল সিংহ ও নিবিড় রেজার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার চিঠি দিয়েছিলেন নৌকা প্রতীকের প্রার্থী ও খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, রুদ্রনীল সিংহ শুভ ২০১৩-১৪ বর্ষের শিক্ষার্থী। সাধারণ সম্পাদক ২০১৪-১৫ এবং সাংগঠনিক সম্পাদক ২০১৫-১৬ ব্যাচের শিক্ষার্থী।
টাকার বিনিময়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। কুয়েট ছাত্রলীগের নতুন সভাপতি রুদ্রনীল সিংহ শুভর একটি অডিও রেকর্ড ফেসবুকে ছড়িয়ে পড়ায় এই অভিযোগ ওঠে।
৪০ সেকেন্ডের ওই অডিও রেকর্ডে শুভকে বলতে শোনা যায়, ‘যা লাগবে তা-ই দিব, আমার কমিটি লাগবে। কমিটি হওয়ার যেদিন সাইন হবে, তার এক-দুই দিন আগে একটা বড় অ্যামাউন্টের টাকা লাগবে। মামার কাছে কিছু আছে। তহন আরও কিছু যদি দরকার হয়, সেডা আপনারে বললাম। চেক দিল, আপনি দিয়ে দিলেন। এইডা তো এনশিওর করা দরকার।’
শুভ কার সঙ্গে কথা বলছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি। তাঁকে বলতে শোনা যায়, ‘... যা লাগবে আমি তা-ই দিব, কিন্তু আমার কমিটি লাগবে। আমার কথা হচ্ছে, এহন যদি ১ কোটি
টাকা লাগে, আমি ১ কোটি টাকা দিব। আমার কমিটি লাগবে।’
নতুন সভাপতি আরও বলেন, ‘১০ হাজার হোক ২০ হাজার হোক আপনি কালকে দেন। বাকিটা আপনি আমারে রবিবার পাঠায় দেন। নিজের হিসাব মিলিয়ে যেভাবে হোক কুয়েট ছাত্রলীগ কমিটিতে থাকতে হবে।’
এ বিষয়ে নতুন সভাপতি রুদ্রনীল সিংহ শুভ বলেন, ‘এই রেকর্ডটি পুরো গায়েবি। টেম্পারিং করে তৈরি করা। আমিও শুনেছি, ভয়েস কেটে কেটে কয়েকটা ভয়েস অ্যাড করে তৈরি করা। ওইটা আমার না। যেসব অভিযোগ শোনা গেছে, সেগুলো সত্যি নয়।’
তবে কুয়েট ছাত্রলীগের একাধিক নেতা নাম প্রকাশ না করে নিশ্চিত করেন যে ফাঁস হওয়া অডিও রেকর্ডটি রুদ্রনীল শুভর।
১০ অক্টোবর কুয়েটে ছয় সদস্যের নতুন কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটিতে রুদ্রনীল সিংহ শুভকে সভাপতি এবং রাগিব আহসান মুন্নাকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এ ছাড়া তরিকুল ইসলাম তিলককে সহসভাপতি, এ কে এম নিবিড় রেজাকে সাধারণ সম্পাদক, গোলাম রাব্বি সিয়ামকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাগীব আহসান মুন্না ও সুজাউল করিমকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
এদিকে শিক্ষকের মৃত্যুতে দণ্ডপ্রাপ্তরা ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বে আসায় হতাশ কুয়েটের শিক্ষকেরা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষক মৃত্যুর ঘটনার আগেও দুই দফা রুদ্রনীল সিংহের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল বিশ্ববিদ্যালয় ও হল কর্তৃপক্ষ। র্যাগিং ও হলে ভাঙচুরের অভিযোগে ২০১৬ সালে রুদ্রকে এক টার্ম পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি। ওই বছরই টেন্ডার দখল করতে গিয়ে আহত হন তিনি। এ ঘটনায় হল থেকেও তাঁকে বহিষ্কার করা হয়েছিল।
এ ছাড়া নতুন কমিটির সভাপতি রুদ্রনীল সিংহ শুভ ও সাধারণ সম্পাদক এ কে এম নিবিড় রেজার বিরুদ্ধে কুয়েটসংলগ্ন যোগীপোল ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের বিপক্ষে কাজ করার অভিযোগ ছিল। এ ঘটনায় ২০২১ সালে রুদ্রনীল সিংহ ও নিবিড় রেজার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার চিঠি দিয়েছিলেন নৌকা প্রতীকের প্রার্থী ও খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, রুদ্রনীল সিংহ শুভ ২০১৩-১৪ বর্ষের শিক্ষার্থী। সাধারণ সম্পাদক ২০১৪-১৫ এবং সাংগঠনিক সম্পাদক ২০১৫-১৬ ব্যাচের শিক্ষার্থী।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
১৬ মিনিট আগেপাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
২০ মিনিট আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
২২ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কলেজছাত্র ইমন হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলের মির্জাপুর থানায় পাঁচ দিনের রিমান্ডে আনা হয়েছে। আজ শুক্রবার সকালে তাঁকে টাঙ্গাইল কারাগার থেকে থানায় নিয়ে আসে পুলিশ।
২৯ মিনিট আগে