কুষ্টিয়া প্রতিনিধি
আওয়ামী লীগের কাউকে দেখলে রাস্তায় পিটিয়ে মারতে বলেছেন কুষ্টিয়ার মিরপুরের এক যুবদল নেতা। গত বুধবার রাতে উপজেলার আমলা ইউনিয়নের নিমতলা বাজারে স্থানীয় বিএনপির অফিস উদ্বোধন অনুষ্ঠানে নেতা-কর্মীদের উদ্দেশে এ কথা বলেন তিনি।
সেই বক্তব্যের একটি ভিডিও নিজেই ফেসবুকে শেয়ার করেছেন সাবেক যুবদল নেতা রফিকুল ইসলাম রফিক। তাঁর এক মিনিট দুই সেকেন্ডের ভিডিওটি আজকের পত্রিকার হাতে এসেছে। রফিক জেলার মিরপুর পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহমত আলী রব্বানের ভাগনে।
ভিডিওতে রফিকুলকে বলতে শোনা যায়, ‘যদি কখনো কোনো আওয়ামী লীগকে দেখেন, রাস্তায় পিটিয়ে মারবেন। ওই ... বাচ্চারা আমাদের রাস্তায় বের হতে দেয়নি, বাজারে যেতে দেয়নি। আমাদের বাজার পর্যন্ত করতে দেয়নি। এত জঘন্য রাজনীতি করে তারা।’
যুবদল নেতা রফিকুল আরও বলেন, ‘বিএনপিসহ অন্যান্য অঙ্গ সংগঠনের কাউকে তিনজন একসঙ্গে বসতে দেওয়া হয়নি। বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। আমাদের নামে গায়েবি ও নাশকতার মামলা দেওয়া হয়েছে। আমরা সবাই অনেক কষ্ট করেছি। তাই আপনাদের অনুরোধ করে বলব, আপনারা দলের ভেতরে কোনো গ্রুপিং করবেন না। কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করবেন।’
তাঁর সেই বক্তব্যের বিষয়ে যুবদল নেতা রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গত ১৫-১৬ বছর আমরা যে পরিমাণ নির্যাতনের শিকার হয়েছি, তা ভাষায় বলা যায় না। সেই কষ্টের জায়গা থেকে আবেগে এ কথা বলেছি। আবার এইটুকু না বললেও হয় না, বলতে হয়। নেতা-কর্মীদের ধরে রাখতে গেলেও বলতে হয়। এটা প্রতিশোধপরায়ণ বক্তব্য কি না, জানতে চাইলে তিনি আবারও বলেন না, ‘এইটুকু না বললে হয় না।’
এমন বক্তব্য বিএনপি সমর্থন করে কি না, জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপি এ ধরনের বক্তব্যকে সমর্থন করে না। আমাদের এমন কোনো নির্দেশনাও নেই। আর নিমতলা বাজারে বিএনপির অফিস উদ্বোধনের বিষয়েও আমার কিছু জানা নেই।’
আওয়ামী লীগের কাউকে দেখলে রাস্তায় পিটিয়ে মারতে বলেছেন কুষ্টিয়ার মিরপুরের এক যুবদল নেতা। গত বুধবার রাতে উপজেলার আমলা ইউনিয়নের নিমতলা বাজারে স্থানীয় বিএনপির অফিস উদ্বোধন অনুষ্ঠানে নেতা-কর্মীদের উদ্দেশে এ কথা বলেন তিনি।
সেই বক্তব্যের একটি ভিডিও নিজেই ফেসবুকে শেয়ার করেছেন সাবেক যুবদল নেতা রফিকুল ইসলাম রফিক। তাঁর এক মিনিট দুই সেকেন্ডের ভিডিওটি আজকের পত্রিকার হাতে এসেছে। রফিক জেলার মিরপুর পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহমত আলী রব্বানের ভাগনে।
ভিডিওতে রফিকুলকে বলতে শোনা যায়, ‘যদি কখনো কোনো আওয়ামী লীগকে দেখেন, রাস্তায় পিটিয়ে মারবেন। ওই ... বাচ্চারা আমাদের রাস্তায় বের হতে দেয়নি, বাজারে যেতে দেয়নি। আমাদের বাজার পর্যন্ত করতে দেয়নি। এত জঘন্য রাজনীতি করে তারা।’
যুবদল নেতা রফিকুল আরও বলেন, ‘বিএনপিসহ অন্যান্য অঙ্গ সংগঠনের কাউকে তিনজন একসঙ্গে বসতে দেওয়া হয়নি। বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। আমাদের নামে গায়েবি ও নাশকতার মামলা দেওয়া হয়েছে। আমরা সবাই অনেক কষ্ট করেছি। তাই আপনাদের অনুরোধ করে বলব, আপনারা দলের ভেতরে কোনো গ্রুপিং করবেন না। কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করবেন।’
তাঁর সেই বক্তব্যের বিষয়ে যুবদল নেতা রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গত ১৫-১৬ বছর আমরা যে পরিমাণ নির্যাতনের শিকার হয়েছি, তা ভাষায় বলা যায় না। সেই কষ্টের জায়গা থেকে আবেগে এ কথা বলেছি। আবার এইটুকু না বললেও হয় না, বলতে হয়। নেতা-কর্মীদের ধরে রাখতে গেলেও বলতে হয়। এটা প্রতিশোধপরায়ণ বক্তব্য কি না, জানতে চাইলে তিনি আবারও বলেন না, ‘এইটুকু না বললে হয় না।’
এমন বক্তব্য বিএনপি সমর্থন করে কি না, জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপি এ ধরনের বক্তব্যকে সমর্থন করে না। আমাদের এমন কোনো নির্দেশনাও নেই। আর নিমতলা বাজারে বিএনপির অফিস উদ্বোধনের বিষয়েও আমার কিছু জানা নেই।’
বেতন পেয়ে কারখানার এক শ্রমিক আলমগীর বলেন, আগামী রোববারের মধ্যে বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা বৃহস্পতিবার সন্ধ্যায় বিকাশ অ্যাকাউন্টে বেতন পেয়ে গেছি। আমাদের মালিকপক্ষ কথা দিয়ে কথা রেখেছেন। আমরা সবাই খুশি।
৭ মিনিট আগেগাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছ
৪১ মিনিট আগেরাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরে স্থানান্তর করা হয়েছে প্রায় সাত বছর আগে। কিন্তু ট্যানারির দূষণ এখনো রয়ে গেছে হাজারীবাগে। ওই এলাকায় চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত রাসায়নিকের উৎকট গন্ধ আর খালে প্রবাহিত ট্যানারি বর্জ্য জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।
৪২ মিনিট আগেপিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে লোকালয়ে গড়ে ওঠা একটি খামারের কারণে হুমকিতে পড়েছে জনস্বাস্থ্য। গরু, ছাগল ও মুরগির সমন্বয়ে খামারটি করেছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট শহীদুল হক খান পান্না।
৪২ মিনিট আগে