গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে আলুর বাজার আবারও গরম, রোজার পর দাম বেড়েছে সবজিরও। তবে পুরো রমজানে প্রায় স্বস্তিতে বাজার করেছে ক্রেতারা। সবজির দাম ছিল হাতের নাগালে। রমজানে আলুর দাম ছিল ৩৫ থেকে ৪০ টাকা কেজি। কিন্তু রমজান পার হতেই বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি।
ক্রেতারা বলছেন, যথাযথভাবে বাজার মনিটরিং না থাকার সুযোগে ব্যবসায়ীরা তাঁদের ঠকাচ্ছেন। তবে উপজেলা প্রশাসন বলছে, বাজার মনিটরিং করা হচ্ছে। কোনো অসাধু ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।
গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার দেবীপুর বাজারে গিয়ে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে আলুসহ সবজির দাম বাড়ার খবর পাওয়া গেছে। বাজার করতে আসা মো. আনিছুর রহমান বলেন, রমজান মাসের পরই বাজারে আলুর দাম বেড়েছে। এ ছাড়া সব সবজির দামও বেড়েছে। রমজান মাসে এগুলোর দাম অনেক কম ছিল।
ক্রেতা সাহাবুল ইসলাম বলেন, ‘আমাদের আয় সংসার খরচ, ওষুধ কিনতে গিয়েই প্রায় শেষ হয়ে যায়। ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ আছে। রমজানেও বাজারে আলুসহ সব তরকারির দাম কম ছিল। অথচ রমজান শেষ হতেই দাম বেড়ে গেছে।
বাজার করতে আসা মজিরুল ইসলাম বলেন, ‘রমজানেও আলু ৩৫ থেকে ৪০ টাকা কেজি ছিল। ঈদের পর সবজির দামও বেড়েছে। আমরা নিম্ন আয়ের মানুষ। মাঝে মাঝে কিছু জিনিসের দাম এত বাড়ে কেন জানি না।’
সবজি ব্যবসায়ী সাহারুল ইসলাম বলেন, সবজির দাম আবার বেড়েছে। বাজারে বেগুন ৫০ টাকা, পটোল ৬০ টাকা, টমেটো ৪০ টাকা, উচ্ছে ৬০ টাকা, ঢ্যাঁড়স ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকাসহ সব সবজির দাম বেড়েছে। গত রমজান মাসে সব সবজির দাম মোটামুটি কম ছিল।’
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রমজান মাসে বেগুন ছিল ২০ থেকে ৩০ টাকা, উচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, ঢ্যাঁড়স ২০ থেকে ৩০ টাকা, মিষ্টি কুমড়া ২০ থেকে ২৫ টাকা, পটোল ৩০ থেকে ৪০ টাকা, টমেটো ৩০ থেকে ৪০ টাকা।
ব্যবসায়ী উসমান আলী বলেন, বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকায়, রসুন ১৬০ টাকা, আলু ৬০ টাকা। অথচ রমজান মাসে পেঁয়াজের কেজি ছিল ৬০ টাকা, রসুন ১০০ থেকে ১২০ টাকা, আলু ৩৫ থেকে ৪০ টাকা।
এ বিষয়ে জানতে চাইলে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা আজকের পত্রিকাকে বলেন, বাজার মনিটরিং করা হচ্ছে। কোনো সিন্ডিকেট তৈরি করতে দেওয়া হবে না। অতিরিক্ত দাম নিলেই ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। কিছু অসাধু ব্যবসায়ীর জন্য বাজারের পরিস্থিতি খারাপ হয়। বাজার নিয়ন্ত্রণে সবার সহযোগিতা প্রয়োজন।
মেহেরপুরের গাংনীতে আলুর বাজার আবারও গরম, রোজার পর দাম বেড়েছে সবজিরও। তবে পুরো রমজানে প্রায় স্বস্তিতে বাজার করেছে ক্রেতারা। সবজির দাম ছিল হাতের নাগালে। রমজানে আলুর দাম ছিল ৩৫ থেকে ৪০ টাকা কেজি। কিন্তু রমজান পার হতেই বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি।
ক্রেতারা বলছেন, যথাযথভাবে বাজার মনিটরিং না থাকার সুযোগে ব্যবসায়ীরা তাঁদের ঠকাচ্ছেন। তবে উপজেলা প্রশাসন বলছে, বাজার মনিটরিং করা হচ্ছে। কোনো অসাধু ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।
গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার দেবীপুর বাজারে গিয়ে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে আলুসহ সবজির দাম বাড়ার খবর পাওয়া গেছে। বাজার করতে আসা মো. আনিছুর রহমান বলেন, রমজান মাসের পরই বাজারে আলুর দাম বেড়েছে। এ ছাড়া সব সবজির দামও বেড়েছে। রমজান মাসে এগুলোর দাম অনেক কম ছিল।
ক্রেতা সাহাবুল ইসলাম বলেন, ‘আমাদের আয় সংসার খরচ, ওষুধ কিনতে গিয়েই প্রায় শেষ হয়ে যায়। ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ আছে। রমজানেও বাজারে আলুসহ সব তরকারির দাম কম ছিল। অথচ রমজান শেষ হতেই দাম বেড়ে গেছে।
বাজার করতে আসা মজিরুল ইসলাম বলেন, ‘রমজানেও আলু ৩৫ থেকে ৪০ টাকা কেজি ছিল। ঈদের পর সবজির দামও বেড়েছে। আমরা নিম্ন আয়ের মানুষ। মাঝে মাঝে কিছু জিনিসের দাম এত বাড়ে কেন জানি না।’
সবজি ব্যবসায়ী সাহারুল ইসলাম বলেন, সবজির দাম আবার বেড়েছে। বাজারে বেগুন ৫০ টাকা, পটোল ৬০ টাকা, টমেটো ৪০ টাকা, উচ্ছে ৬০ টাকা, ঢ্যাঁড়স ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকাসহ সব সবজির দাম বেড়েছে। গত রমজান মাসে সব সবজির দাম মোটামুটি কম ছিল।’
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রমজান মাসে বেগুন ছিল ২০ থেকে ৩০ টাকা, উচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, ঢ্যাঁড়স ২০ থেকে ৩০ টাকা, মিষ্টি কুমড়া ২০ থেকে ২৫ টাকা, পটোল ৩০ থেকে ৪০ টাকা, টমেটো ৩০ থেকে ৪০ টাকা।
ব্যবসায়ী উসমান আলী বলেন, বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকায়, রসুন ১৬০ টাকা, আলু ৬০ টাকা। অথচ রমজান মাসে পেঁয়াজের কেজি ছিল ৬০ টাকা, রসুন ১০০ থেকে ১২০ টাকা, আলু ৩৫ থেকে ৪০ টাকা।
এ বিষয়ে জানতে চাইলে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা আজকের পত্রিকাকে বলেন, বাজার মনিটরিং করা হচ্ছে। কোনো সিন্ডিকেট তৈরি করতে দেওয়া হবে না। অতিরিক্ত দাম নিলেই ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। কিছু অসাধু ব্যবসায়ীর জন্য বাজারের পরিস্থিতি খারাপ হয়। বাজার নিয়ন্ত্রণে সবার সহযোগিতা প্রয়োজন।
সিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা-গুলির অভিযোগে করা মামলায় সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১২ মিনিট আগেকবির বলেন, ‘আমার ছেলে তো কোনো রাজনীতি করত না। কোনো অন্যায় করেনি। তাহলে কেন এভাবে তাকে হত্যা করা হলো? সায়েম দেশের জন্য শহীদ হলেও সরকার থেকে বা অন্য কেউ কোনো খবর নিতে আসেনি।’
২৩ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা। প্রায় ১৮ ঘণ্টা পর আজ শুক্রবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে আগামী সোমবার পর্যন্ত অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা।
৩৪ মিনিট আগেগাংনী উপজেলায় নেপিয়ার ঘাসসহ অন্যান্য গোখাদ্যের ব্যাপক চাষ হচ্ছে। তবে চাহিদা বেশি হওয়ায় ঘাসের দাম কমছে না। স্থানীয় চাষিরা জানিয়েছেন, নেপিয়ার ঘাস চাষ লাভজনক হওয়ায় তাঁরা অন্য ফসল বাদ দিয়ে ঘাস চাষে মনোযোগ দিচ্ছেন।
৩৫ মিনিট আগে