ঝিনাইদহে বিদ্যুৎ অফিসের লাইন সহকারীদের কর্মবিরতি

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৬: ০৩

বেতন-ভাতার দাবিতে কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করেছেন ঝিনাইদহ ওজোপাডিকোর লাইন সহকারীরা। আজ বৃহস্পতিবার সকাল থেকে কর্মবিরতি দিয়ে বিদ্যুৎ অফিস প্রাঙ্গণে বিক্ষোভ করেন তাঁরা। এ সময় বেতন-ভাতার দাবিতে নানা স্লোগান দেন। 

কর্মসূচিতে লাইন সহকারী ইমামুল হক রকি, আব্দুলাহ আল মামুন, রুবেল হোসেন, মশিউর রহমান, আব্দুল মমিনসহ অন্যরা বক্তব্য দেন। 

আন্দোলনকারী বলেন, বছরের বছর বিদ্যুৎ অফিসে কাজ করলেও তাঁরা বেতন-ভাতা পান না। অফিস টাইমের বাইরে কোথাও কাজে গেলে নামমাত্র টাকা দেয়। এ দিয়েই তাঁদের সংসার চালাতে হয়। ঝুঁকিপূর্ণ এই কাজ করার কারণে অনেকে মারা গেছে, আবার অনেকের অঙ্গহানি হয়েছে। কিন্তু আজ পর্যন্ত কর্তৃপক্ষ তাঁদের বেতন-ভাতার কোনো ব্যবস্থা করেননি। তাই অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন তাঁরা। এদিকে লাইন সহকারীদের কর্মবিরতি পালন করায় ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের। 

এ বিষয়ে জানতে ঝিনাইদহ নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল ইসলাম চৌধুরী ফোনে কল করলে কেটে দেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ, সুযোগ পেতে পারে ইলন মাস্কের স্টারলিংক

নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম উদ্বোধন

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

বিসিএস নিয়োগ: নিজেই রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত