চৌগাছা (যশোর) প্রতিনিধি
সন্তান চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী হওয়া সত্ত্বেও বাবা যশোর বোর্ডের ইংরেজি প্রথম পত্রের প্রধান পরীক্ষক হয়েছেন। এমন অভিযোগ উঠেছে যশোরের চৌগাছার ঝাউতলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়নাল হকের বিরুদ্ধে।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা-২০২৪ এর পরীক্ষক নিয়োগপত্রে ১১টি শর্ত দিয়ে বলা হয়েছে, শর্তাবলি পালন সাপেক্ষে আপনাকে যশোর বোর্ডের উপর্যুক্ত বিষয় ও পত্রের একজন পরীক্ষক নিয়োগ করা হলো (তবে সন্তান/পোষ্য পরীক্ষার্থী হলে প্রধান পরীক্ষক/পরীক্ষক/নিরীক্ষক হতে পারবেন না এবং এই নিয়োগপত্রটি বাতিল হবে)। ব্রাকেটের ভেতরের অংশটুকু বোল্ড করে লেখা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রধান শিক্ষক আয়নাল হকের ছেলে চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিসেবে চৌগাছা ছারা পাইলট বালিকা বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিচ্ছে। এরপরও তিনি তথ্য গোপন করে যশোর বোর্ডের ইংরেজি ১ম পত্রের প্রধান পরীক্ষক হয়েছেন এবং এরই মধ্যে বোর্ড থেকে খাতাও নিয়ে এসেছেন।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, গত ২০ ফেব্রুয়ারি বোর্ডের আওতাধীন সকল পরীক্ষক/প্রধান পরীক্ষক/নিরীক্ষকদের নিয়োগপত্র বোর্ডের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়। সংশ্লিষ্ট শিক্ষকেরা সেখান থেকে নিয়োগপত্রটি ডাউনলোড করে নিয়োগপত্রের ওপরে সংশ্লিষ্ট শিক্ষক ও প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককের স্বাক্ষর করে বোর্ডে নিয়ে গিয়ে উত্তরপত্র নিয়ে আসতে হবে।
আয়নাল হক এই সুযোগে নিজের ছেলে পরীক্ষার্থী—বিষয়টি গোপন করে ইংরেজি ১ম পত্রের প্রধান পরীক্ষক হিসেবে ৪০০ খাতা দেখার জন্য নিয়ে এসেছেন। বিষয়টি নিয়ে চৌগাছার শিক্ষকদের মধ্যে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।
জানতে চাইলে প্রধান শিক্ষক আয়নাল হক প্রথমে অস্বীকার করার চেষ্টা করলেও পরে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এই বিষয়টি আমার জানা ছিল না। জানার পর আজই বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সাহেবের পিএকে মৌখিকভাবে জানিয়েছি। প্রধান পরীক্ষক হিসেবে ইংরেজি প্রথম পত্রের ৪০০ খাতা পেয়েছিলাম। আমি অনুরোধ করেছি অন্য কাউকে খাতা দিয়ে দেওয়ার জন্য। আপনাদের (সাংবাদিক) কারণে এই খাতা দেখতে পারিনি।’
স্থানীয় এক সাংবাদিকের হোয়াটসঅ্যাপ নম্বর চেয়ে তিনি বলেন, ‘আপনি যা বলবেন সেটাই করব অর্থাৎ আপনি বললে খাতা দেখব।’ পরে তার অফিশিয়াল বক্তব্য চাইলে বলেন, ‘বিষয়টি আমি অবগত ছিলাম না। আপনার মাধ্যমে জানলাম। বিষয়টি বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককে জানাব। পরীক্ষা নিয়ন্ত্রক যে সিদ্ধান্ত দেবেন সেটাই হবে।’
তবে এ বিষয়ে জানতে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদের ফোন নম্বরে একাধিকার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
সন্তান চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী হওয়া সত্ত্বেও বাবা যশোর বোর্ডের ইংরেজি প্রথম পত্রের প্রধান পরীক্ষক হয়েছেন। এমন অভিযোগ উঠেছে যশোরের চৌগাছার ঝাউতলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়নাল হকের বিরুদ্ধে।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা-২০২৪ এর পরীক্ষক নিয়োগপত্রে ১১টি শর্ত দিয়ে বলা হয়েছে, শর্তাবলি পালন সাপেক্ষে আপনাকে যশোর বোর্ডের উপর্যুক্ত বিষয় ও পত্রের একজন পরীক্ষক নিয়োগ করা হলো (তবে সন্তান/পোষ্য পরীক্ষার্থী হলে প্রধান পরীক্ষক/পরীক্ষক/নিরীক্ষক হতে পারবেন না এবং এই নিয়োগপত্রটি বাতিল হবে)। ব্রাকেটের ভেতরের অংশটুকু বোল্ড করে লেখা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রধান শিক্ষক আয়নাল হকের ছেলে চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিসেবে চৌগাছা ছারা পাইলট বালিকা বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিচ্ছে। এরপরও তিনি তথ্য গোপন করে যশোর বোর্ডের ইংরেজি ১ম পত্রের প্রধান পরীক্ষক হয়েছেন এবং এরই মধ্যে বোর্ড থেকে খাতাও নিয়ে এসেছেন।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, গত ২০ ফেব্রুয়ারি বোর্ডের আওতাধীন সকল পরীক্ষক/প্রধান পরীক্ষক/নিরীক্ষকদের নিয়োগপত্র বোর্ডের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়। সংশ্লিষ্ট শিক্ষকেরা সেখান থেকে নিয়োগপত্রটি ডাউনলোড করে নিয়োগপত্রের ওপরে সংশ্লিষ্ট শিক্ষক ও প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককের স্বাক্ষর করে বোর্ডে নিয়ে গিয়ে উত্তরপত্র নিয়ে আসতে হবে।
আয়নাল হক এই সুযোগে নিজের ছেলে পরীক্ষার্থী—বিষয়টি গোপন করে ইংরেজি ১ম পত্রের প্রধান পরীক্ষক হিসেবে ৪০০ খাতা দেখার জন্য নিয়ে এসেছেন। বিষয়টি নিয়ে চৌগাছার শিক্ষকদের মধ্যে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।
জানতে চাইলে প্রধান শিক্ষক আয়নাল হক প্রথমে অস্বীকার করার চেষ্টা করলেও পরে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এই বিষয়টি আমার জানা ছিল না। জানার পর আজই বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সাহেবের পিএকে মৌখিকভাবে জানিয়েছি। প্রধান পরীক্ষক হিসেবে ইংরেজি প্রথম পত্রের ৪০০ খাতা পেয়েছিলাম। আমি অনুরোধ করেছি অন্য কাউকে খাতা দিয়ে দেওয়ার জন্য। আপনাদের (সাংবাদিক) কারণে এই খাতা দেখতে পারিনি।’
স্থানীয় এক সাংবাদিকের হোয়াটসঅ্যাপ নম্বর চেয়ে তিনি বলেন, ‘আপনি যা বলবেন সেটাই করব অর্থাৎ আপনি বললে খাতা দেখব।’ পরে তার অফিশিয়াল বক্তব্য চাইলে বলেন, ‘বিষয়টি আমি অবগত ছিলাম না। আপনার মাধ্যমে জানলাম। বিষয়টি বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককে জানাব। পরীক্ষা নিয়ন্ত্রক যে সিদ্ধান্ত দেবেন সেটাই হবে।’
তবে এ বিষয়ে জানতে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদের ফোন নম্বরে একাধিকার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কলেজছাত্র ইমন হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলের মির্জাপুর থানায় পাঁচ দিনের রিমান্ডে আনা হয়েছে। আজ শুক্রবার সকালে তাঁকে টাঙ্গাইল কারাগার থেকে থানায় নিয়ে আসে পুলিশ।
৪ মিনিট আগেরাজধানীর উত্তরার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১১ হাজার ৬০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত তুরাগের বাউনিয়া, বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশনের স্টাফ কোয়ার্টার ও উত্তরা ৯ নম্বর সেক্টর এলাকায় এ অভিযান চালানো হয়।
১৩ মিনিট আগেগোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১০ টাকার একটি চিতই পিঠার সঙ্গে বিনা মূল্যে মিলছে ৩০ রকমের ভর্তা। সুস্বাদু ভর্তার টানে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত পিঠার দোকানে ভিড় লেগে থাকে। আর ভোজনরসিকেরা পরম তৃপ্তির সঙ্গে পিঠার স্বাদ নেন।
১৬ মিনিট আগেলক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় আহনাফ হোসেন (৭) নামের এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে মহাসড়কে জকসিন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সদর উপজেলার যাদৈয়া এলাকার সফিকুল আলমের ছেলে।
১৭ মিনিট আগে