প্রতিনিধি, শার্শা (যশোর)
যশোরের শার্শা উপজেলার মা ও শিশু কল্যাণকেন্দ্র দুটি নির্মাণের ৭ বছরেও সেবা কার্যক্রম শুরু হয়নি। এতে সেখানকার মানুষেরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সেই সঙ্গে চিকিৎসা না পেয়ে জীবন যাচ্ছে গর্ভবর্তী মায়েদের। ব্যবহার না হওয়ায় নষ্ট হচ্ছে সেবা কেন্দ্রের আসবাব পত্র।
এলাকাবাসী বলছেন, উপজেলাটির গুরুত্ব অন্যান্য অঞ্চলের চেয়ে বেশি হলেও কাঙ্ক্ষিত স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত এ অঞ্চলের মানুষ। তবে কর্তৃপক্ষ বলছেন করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই হাসপাতালে সেবা কার্যক্রম শুরু হবে।
জানা যায়, যশোরের ভারত সীমান্তবর্তী উপজেলা শার্শা। এ উপজেলাতে রয়েছে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর। বাণিজ্যিক স্বার্থে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের বসবাস এ উপজেলাতে। বন্দরে ঝুঁকিপূর্ণ পণ্য খালাস করতে গিয়ে প্রায়ই আহত হয় শ্রমিকেরা। গর্ভবর্তী মা দ্রুত চিকিৎসা সেবা না পেয়ে প্রায়ই মারা যায়। তবে গুরুত্ব অনুধাবন করে উপজেলার বেনাপোল বন্দরে বেনাপোল স্থলবন্দর মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং শার্শার নিজামপুরে গোড়পাড়া মা ও শিশু কল্যাণ কেন্দ্র নামে দুটি ১০ শয্যার সেবা কেন্দ্র তৈরি হয়। কিন্তু মা ও শিশু কল্যাণ কেন্দ্র নামে দুটি হাসপাতাল গত ৭ বছর আগে স্থাপিত হলেও চিকিৎসক নিয়োগের অভাবে সেবা পায়নি সেখানকার মানুষ, তাঁরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
বেনাপোলের কাগজপুকুর গ্রামের বাসিন্দা সংবাদকর্মী আশানুর রহমান জানান, গেল মাসে তার মেয়ে গর্ভবর্তী অবস্থায় তার বাড়িতে ছিলেন। হঠাৎ অসুস্থ হলে তাকে শার্শা স্বাস্থ্য কেন্দ্র নেওয়া হয়। কিন্তু ডাক্তার তাকে যশোর নিতে বলে। যশোরের ডাক্তাররা তাকে দেখেনি। খুলনা নেওয়ার পথে সে মারা যায়। বাড়ির দোয়ারে স্থলবন্দর মা ও শিশু কল্যাণ কেন্দ্র রয়েছে। কিন্তু সেটি ডাক্তারের অভাবে চালু হয়নি। এখানে সেবা পেলে হয়তো মেয়েকে হারাতে হতো না।
বেনাপোল পৌর মেয়র আশরাফুল লিটন বলেন, এত দিনে মা ও শিশু কল্যাণ কেন্দ্র দুটি চালু না হওয়া দুঃখ জনক। করোনা কালীন সময়ে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত এলাকাবাসী। মা ও শিশু কল্যাণ কেন্দ্র দুটি চালু না হওয়ায় মায়েরাও সেবা বঞ্চিত। গুরুতর অসুস্থরা দূর দুরান্তে গিয়ে চিকিৎসা নিতে রাস্তায় জীবন যাচ্ছে। এটি চালু করতে সরকারের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
শার্শা উপজেলা মা, শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার আবু বক্কর ছিদ্দিক জানান, মা ও শিশু কল্যাণকেন্দ্র দুটি চালু করতে ইতিমধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হবে।
যশোরের শার্শা উপজেলার মা ও শিশু কল্যাণকেন্দ্র দুটি নির্মাণের ৭ বছরেও সেবা কার্যক্রম শুরু হয়নি। এতে সেখানকার মানুষেরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সেই সঙ্গে চিকিৎসা না পেয়ে জীবন যাচ্ছে গর্ভবর্তী মায়েদের। ব্যবহার না হওয়ায় নষ্ট হচ্ছে সেবা কেন্দ্রের আসবাব পত্র।
এলাকাবাসী বলছেন, উপজেলাটির গুরুত্ব অন্যান্য অঞ্চলের চেয়ে বেশি হলেও কাঙ্ক্ষিত স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত এ অঞ্চলের মানুষ। তবে কর্তৃপক্ষ বলছেন করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই হাসপাতালে সেবা কার্যক্রম শুরু হবে।
জানা যায়, যশোরের ভারত সীমান্তবর্তী উপজেলা শার্শা। এ উপজেলাতে রয়েছে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর। বাণিজ্যিক স্বার্থে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের বসবাস এ উপজেলাতে। বন্দরে ঝুঁকিপূর্ণ পণ্য খালাস করতে গিয়ে প্রায়ই আহত হয় শ্রমিকেরা। গর্ভবর্তী মা দ্রুত চিকিৎসা সেবা না পেয়ে প্রায়ই মারা যায়। তবে গুরুত্ব অনুধাবন করে উপজেলার বেনাপোল বন্দরে বেনাপোল স্থলবন্দর মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং শার্শার নিজামপুরে গোড়পাড়া মা ও শিশু কল্যাণ কেন্দ্র নামে দুটি ১০ শয্যার সেবা কেন্দ্র তৈরি হয়। কিন্তু মা ও শিশু কল্যাণ কেন্দ্র নামে দুটি হাসপাতাল গত ৭ বছর আগে স্থাপিত হলেও চিকিৎসক নিয়োগের অভাবে সেবা পায়নি সেখানকার মানুষ, তাঁরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
বেনাপোলের কাগজপুকুর গ্রামের বাসিন্দা সংবাদকর্মী আশানুর রহমান জানান, গেল মাসে তার মেয়ে গর্ভবর্তী অবস্থায় তার বাড়িতে ছিলেন। হঠাৎ অসুস্থ হলে তাকে শার্শা স্বাস্থ্য কেন্দ্র নেওয়া হয়। কিন্তু ডাক্তার তাকে যশোর নিতে বলে। যশোরের ডাক্তাররা তাকে দেখেনি। খুলনা নেওয়ার পথে সে মারা যায়। বাড়ির দোয়ারে স্থলবন্দর মা ও শিশু কল্যাণ কেন্দ্র রয়েছে। কিন্তু সেটি ডাক্তারের অভাবে চালু হয়নি। এখানে সেবা পেলে হয়তো মেয়েকে হারাতে হতো না।
বেনাপোল পৌর মেয়র আশরাফুল লিটন বলেন, এত দিনে মা ও শিশু কল্যাণ কেন্দ্র দুটি চালু না হওয়া দুঃখ জনক। করোনা কালীন সময়ে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত এলাকাবাসী। মা ও শিশু কল্যাণ কেন্দ্র দুটি চালু না হওয়ায় মায়েরাও সেবা বঞ্চিত। গুরুতর অসুস্থরা দূর দুরান্তে গিয়ে চিকিৎসা নিতে রাস্তায় জীবন যাচ্ছে। এটি চালু করতে সরকারের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
শার্শা উপজেলা মা, শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার আবু বক্কর ছিদ্দিক জানান, মা ও শিশু কল্যাণকেন্দ্র দুটি চালু করতে ইতিমধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হবে।
বগুড়ার দুপচাঁচিয়ায় গৃহবধূ উম্মে সালমাকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনাটি নতুন মোড় নিয়েছে। উম্মে সালমার ছেলে সাদ বিন আজিজুর রহমানকে গ্রেপ্তারের পর এই হত্যাকাণ্ডে জড়িত বলে দাবি করেছিল র্যাব। তবে পুলিশ বলছে, ওই বাড়ির ভাড়াটিয়ারা এ হত্যা ঘটিয়েছেন।
৫ মিনিট আগেনিহত ফয়সাল খান শুভ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার কাশিপুর এলাকার মো. সেলিম খানের ছেলে। তিনি কবি নজরুল বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করে নগরীর কেওয়াটখালী পাওয়ার হাউজ রোডে বোন জামাইয়ের বাসায় থেকে চাকরির জন্য চেষ্টা করছিলেন।
১৪ মিনিট আগেরাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় তাহাজ্জুদ নামাজ পড়ার সময় ছুরিকাঘাতে যুক্তরাজ্যপ্রবাসী এ কে এম আব্দুর রশিদকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় হাজারীবাগ মডেল থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে এ মামলা করেছেন।
২ ঘণ্টা আগেসিরাজগঞ্জে বঙ্গবন্ধু ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিপন মিয়াকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জে ছয়টি পিকআপ ভ্যানে চাঁদা চাইলে তাঁকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
২ ঘণ্টা আগে