ফয়সাল পারভেজ, মাগুরা
দ্বাদশ সংসদ নির্বাচনে মাগুরা–১ আসনে বিপুল ভোটে জয়ী হন ক্রিকেটার সাকিব আল হাসান। নির্বাচনের ফল ঘোষণার পর মাগুরায় গণমাধ্যমকর্মীদের কাছে নিজের অভিব্যক্তি প্রকাশ করতে দেখা যায়নি তাঁকে। নিজ এলাকায় নবনির্বাচিত এই সংসদ সদস্যের দেখা না পাওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা দিতে পারেননি দলীয় নেতাকর্মীসহ ভক্ত, স্থানীয়রা। তাঁকে অভিনন্দন জানাতে না পেরে অনেকেই হতাশা প্রকাশ করেছেন।
জেলা আওয়ামী লীগ সূত্র জানায়, ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা সাকিব আল হাসানকে নানাভাবে সংবর্ধনা দিতে চাইছেন। কিন্তু নির্বাচনের পরপরই ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত থাকায় মাগুরায় আসতে পারছেন না তিনি।
৮ জানুয়ারি তাঁর বাড়ি কেশব মোড়ে বেশ কিছু তরুণ ভোটার ও ভক্তরা উপস্থিত হয় ফুলেল শুভেচ্ছা দিতে। তবে দীর্ঘসময় পর তাঁরা জানতে পারেন নতুন এই সংসদ সদস্য মাগুরা নেই। এরপর তাঁরা হতাশ হয়ে ফিরে যান নিজ গন্তব্যে।
মাগুরা সদরের তরুণ ভোটার অনিক রহমান বলেন, ‘সাকিব ভাইকে ক্রিকেটার হিসেবে ভালোবাসি। এরপর তাঁকে ভোট দিতে হবে তাও ক্রিকেটার হিসেবে মনে করেই। কিন্তু তাঁকে এখন পর্যন্ত অভিনন্দন জানাতে পারিনি। শুনেছি তিনি বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) খেলতে ঢাকায়। কিন্তু জয়ের পর আমরা আশা করছিলাম একটি বার মাগুরা আসবেন। একটু আমাদের সময় দেবেন।’
তরুণ ভোটার ইমরান হোসেন বলেন, ‘সাকিব ভাই মানে ব্রান্ড। ক্রিকেটের ব্রান্ড। আমরা তাঁকে ভালোবাসি। কিন্তু তিনি মাগুরা–১ আসনের মানুষের ভোটে সংসদ সদস্য হয়েছেন। আমরা আশা করেছিলাম জয়ের পর তিনি একটু সাধারণ মানুষের সামনে আসবেন। ভোটের আগে যেমন সব ইউনিয়নে ঘুরেছেন তেমন। কিন্তু এখন পর্যন্ত এমনটা আমরা দেখছি না। মানুষ তাঁকে ভালোবাসে, সে জন্যই ভোটাররা আশা করতেই পারে।’
হতাশা ব্যক্ত করেন শ্রীপুর উপজেলা সদরের চা দোকানি তোতা মিয়াও। তিনি বলেন, ‘আমরা ক্রিকেট বুঝি না। বুঝি ভোট নৌকায় দিতে হবে। এখন নতুন এমপি সাহেব জিতে একবার এলাকায় এলেন না। এত দিন হয়ে গেল আমরা তাঁকে একটিবার না দেখে খুব হতাশ। আমরা গরিব মানুষ একটু ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা কী দিতে পারি না?’
জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জানান, ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা চাইছেন নতুন সংসদ সদস্যকে সরাসরি অভিনন্দন দিতে। আওয়ামী লীগের সমর্থকেরাও চাইছেন তাঁকে নানা রকম সংবর্ধনা দেওয়ার। কিন্তু নতুন সংসদ সদস্য নির্বাচনের পরপরই ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত থাকায় মাগুরায় আসতে পারছেন না। এ নিয়ে কর্মীদের মাঝেও হতাশা দেখা গেছে।
গতকাল শনিবার বিপিএলের খেলায় রংপুর রাইডার্সের হয়ে সাকিব আল হাসানকে ফরচুন বরিশালে বিপক্ষে খেলতে দেখা গেছে। এর আগে, তিনি চোখের সমস্যার কারণে বিদেশে চিকিৎসা নিতে গিয়েছিলেন বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়।
নতুন এই সংসদ সদস্য কবে নিজ সংসদীয় এলাকায় আসতে পারেন সে বিষয়ে কোনো সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি। তবে জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের থেকে জানা গেছে, দল থেকে সংবর্ধনার প্রস্তুতি নেওয়া হয়েছিল। সংসদ সদস্যর ব্যক্তিগত সময় না মেলায় তা পিছিয়ে গেছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুণ্ডু আজকের পত্রিকাকে বলেন, ‘দেশের জন্য খেলাতো সবার জন্যই গৌরবের। তিনি ক্রিকেটে আমাদের দেশের রত্ন। বিশ্বে তিনি দেশের সম্মান রেখেছেন ক্রীড়াঙ্গনে। নির্বাচনে জয়ী হয়েছেন তাই বিপুল ভোটে। সময় মিললে তিনি মাগুরা ছুটে আসবেন। সাধারণ মানুষের কাছে ছুটে যাবেন। মাগুরা এলেই তাঁকে দল থেকে সংবর্ধনার প্রস্তুতি নেওয়া আছে।’
দ্বাদশ সংসদ নির্বাচনে মাগুরা–১ আসনে বিপুল ভোটে জয়ী হন ক্রিকেটার সাকিব আল হাসান। নির্বাচনের ফল ঘোষণার পর মাগুরায় গণমাধ্যমকর্মীদের কাছে নিজের অভিব্যক্তি প্রকাশ করতে দেখা যায়নি তাঁকে। নিজ এলাকায় নবনির্বাচিত এই সংসদ সদস্যের দেখা না পাওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা দিতে পারেননি দলীয় নেতাকর্মীসহ ভক্ত, স্থানীয়রা। তাঁকে অভিনন্দন জানাতে না পেরে অনেকেই হতাশা প্রকাশ করেছেন।
জেলা আওয়ামী লীগ সূত্র জানায়, ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা সাকিব আল হাসানকে নানাভাবে সংবর্ধনা দিতে চাইছেন। কিন্তু নির্বাচনের পরপরই ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত থাকায় মাগুরায় আসতে পারছেন না তিনি।
৮ জানুয়ারি তাঁর বাড়ি কেশব মোড়ে বেশ কিছু তরুণ ভোটার ও ভক্তরা উপস্থিত হয় ফুলেল শুভেচ্ছা দিতে। তবে দীর্ঘসময় পর তাঁরা জানতে পারেন নতুন এই সংসদ সদস্য মাগুরা নেই। এরপর তাঁরা হতাশ হয়ে ফিরে যান নিজ গন্তব্যে।
মাগুরা সদরের তরুণ ভোটার অনিক রহমান বলেন, ‘সাকিব ভাইকে ক্রিকেটার হিসেবে ভালোবাসি। এরপর তাঁকে ভোট দিতে হবে তাও ক্রিকেটার হিসেবে মনে করেই। কিন্তু তাঁকে এখন পর্যন্ত অভিনন্দন জানাতে পারিনি। শুনেছি তিনি বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) খেলতে ঢাকায়। কিন্তু জয়ের পর আমরা আশা করছিলাম একটি বার মাগুরা আসবেন। একটু আমাদের সময় দেবেন।’
তরুণ ভোটার ইমরান হোসেন বলেন, ‘সাকিব ভাই মানে ব্রান্ড। ক্রিকেটের ব্রান্ড। আমরা তাঁকে ভালোবাসি। কিন্তু তিনি মাগুরা–১ আসনের মানুষের ভোটে সংসদ সদস্য হয়েছেন। আমরা আশা করেছিলাম জয়ের পর তিনি একটু সাধারণ মানুষের সামনে আসবেন। ভোটের আগে যেমন সব ইউনিয়নে ঘুরেছেন তেমন। কিন্তু এখন পর্যন্ত এমনটা আমরা দেখছি না। মানুষ তাঁকে ভালোবাসে, সে জন্যই ভোটাররা আশা করতেই পারে।’
হতাশা ব্যক্ত করেন শ্রীপুর উপজেলা সদরের চা দোকানি তোতা মিয়াও। তিনি বলেন, ‘আমরা ক্রিকেট বুঝি না। বুঝি ভোট নৌকায় দিতে হবে। এখন নতুন এমপি সাহেব জিতে একবার এলাকায় এলেন না। এত দিন হয়ে গেল আমরা তাঁকে একটিবার না দেখে খুব হতাশ। আমরা গরিব মানুষ একটু ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা কী দিতে পারি না?’
জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জানান, ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা চাইছেন নতুন সংসদ সদস্যকে সরাসরি অভিনন্দন দিতে। আওয়ামী লীগের সমর্থকেরাও চাইছেন তাঁকে নানা রকম সংবর্ধনা দেওয়ার। কিন্তু নতুন সংসদ সদস্য নির্বাচনের পরপরই ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত থাকায় মাগুরায় আসতে পারছেন না। এ নিয়ে কর্মীদের মাঝেও হতাশা দেখা গেছে।
গতকাল শনিবার বিপিএলের খেলায় রংপুর রাইডার্সের হয়ে সাকিব আল হাসানকে ফরচুন বরিশালে বিপক্ষে খেলতে দেখা গেছে। এর আগে, তিনি চোখের সমস্যার কারণে বিদেশে চিকিৎসা নিতে গিয়েছিলেন বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়।
নতুন এই সংসদ সদস্য কবে নিজ সংসদীয় এলাকায় আসতে পারেন সে বিষয়ে কোনো সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি। তবে জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের থেকে জানা গেছে, দল থেকে সংবর্ধনার প্রস্তুতি নেওয়া হয়েছিল। সংসদ সদস্যর ব্যক্তিগত সময় না মেলায় তা পিছিয়ে গেছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুণ্ডু আজকের পত্রিকাকে বলেন, ‘দেশের জন্য খেলাতো সবার জন্যই গৌরবের। তিনি ক্রিকেটে আমাদের দেশের রত্ন। বিশ্বে তিনি দেশের সম্মান রেখেছেন ক্রীড়াঙ্গনে। নির্বাচনে জয়ী হয়েছেন তাই বিপুল ভোটে। সময় মিললে তিনি মাগুরা ছুটে আসবেন। সাধারণ মানুষের কাছে ছুটে যাবেন। মাগুরা এলেই তাঁকে দল থেকে সংবর্ধনার প্রস্তুতি নেওয়া আছে।’
রাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় দিনদুপুরে ডাকাতিসহ বাচ্চাকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে লালবাগ টাওয়ারের পাশে ফারজানা আক্তার নামের এক নারীর বাসায় এ ঘটনা ঘটে
২ মিনিট আগেবরগুনা সদরের ঘটবাড়িয়া গ্রামের আবদুল লতিফ ফরায়েজীর স্ত্রী জাহানারা বেগমকে (৬০) প্রায় ২৫ বছর পর খুঁজে পেয়েছে তাঁর স্বজনেরা। আজ শুক্রবার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া বাজার এলাকা থেকে তাঁকে নিয়ে যান স্বজনেরা। ১৯৯৯ সালে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি।
১০ মিনিট আগেসিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা-গুলির অভিযোগে করা মামলায় সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৫ মিনিট আগেকবির বলেন, ‘আমার ছেলে তো কোনো রাজনীতি করত না। কোনো অন্যায় করেনি। তাহলে কেন এভাবে তাকে হত্যা করা হলো? সায়েম দেশের জন্য শহীদ হলেও সরকার থেকে বা অন্য কেউ কোনো খবর নিতে আসেনি।’
৩৬ মিনিট আগে