গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
রমজানের আগের দিন সোমবার (১১ মার্চ) উপজেলার বামন্দীর সবজিবাজারে ছিল সবকিছুরই আকাশছোঁয়া দাম। এর মধ্যে শজনে ডাঁটা বিক্রি হয়েছে কেজিপ্রতি ৪৪০ টাকা। আর কাঁচা কাঁঠাল ১২০ টাকা কেজি।
এ ছাড়া পটোল ১০০ টাকা কেজি, করলা ১০০ টাকা ও শসা ৮০ টাকা। অন্যান্য সবজির দামও কিছুটা বেড়েছে।
রমজানে বাড়তি চাহিদা থাকায় দাম বাড়ছে বলে জানান ব্যবসায়ীরা। এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব জিনিসের দাম বেড়েছে। তবে বাজার নিয়ন্ত্রণে এরই মধ্যে কাজ শুরু করেছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার উপজেলার বামন্দী বাজার ঘুরে দেখা গেছে, প্রতিটি সবজির দাম গত সপ্তাহের চেয়ে বেড়েছে। আর আকাশছোঁয়া দামে বিক্রি হয়েছে শজনে ডাঁটা।
সোমবার বামন্দী বাজারে সবজির দাম ছিল কেজিপ্রতি: শজনে ডাঁটা ৪৪০, বেগুন ৪০ থেকে ৫০, শসা ৮০, পটোল ১০০, টমেটো ৪০, উস্তে ১০০, মিষ্টি কুমড়া ৪০ টাকা, গাজর ৩০, শিম ৩০ থেকে ৪০, লাউ প্রতি পিস ৩০, পুঁইশাক ২৫ টাকা।
বাজার করতে আসা হাবিবুল বাশার বলেন, রমজান সামনে রেখে আবার প্রতিটা সবজির দাম বাড়তে শুরু করেছে। এখনই যদি এভাবে দাম বাড়তে থাকে, পুরো রমজান মাস তো পড়েই রয়েছে!
তিনি আরও বলেন, ‘আমরা নিম্ন আয়ের মানুষ। সংসার চালাতে হিমশিম খেতে হয়। প্রতিদিন যা আয় হয় তার সংসার খরচ, ওষুধ কিনতে গিয়ে ফুরিয়ে যায়। সবকিছুর দাম বাড়লে আমরা হিসাব মেলাতে পারি না।’
বাজার করতে আসা কাজল আলী বলেন, গত সপ্তাহেও সবজির দাম একটু কম ছিল। আজ বেড়েছে। খুচরা ব্যবসায়ী মহন আলী বলেন, আমাদের কিছু করার নেই, বেশি দামে কিনে আনতে হচ্ছে, তাই বেশি দামে বিক্রি করছি। আমদানি কম হওয়ার কারণে দাম বেড়েছে।
আরেক ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, সব সবজির দামি গত হাটের চেয়ে কিছুটা বেড়েছে। বাজারে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে শজনে ডাঁটা।
ব্যবসায়ী ফারুক আহমেদ বলেন, আলু ৩৫ টাকা কেজি, পেঁয়াজ ১০০, নতুন রসুন ১৪০, শুকনো রসুন ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শুকনো রসুন বাজারে পাওয়া যাচ্ছে খুব কম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা বলেন, রমজান মাস সামনে রেখে আমরা এরই মধ্য বাজার মনিটরিং শুরু করেছি। অতি দ্রুত বাজার মনিটরিং আরও বাড়ানো হবে। কোনো সিন্ডিকেট তৈরি করতে দেওয়া হবে না। অতিরিক্ত দাম নিলেই ব্যবস্থা নেওয়া হবে।
রমজানের আগের দিন সোমবার (১১ মার্চ) উপজেলার বামন্দীর সবজিবাজারে ছিল সবকিছুরই আকাশছোঁয়া দাম। এর মধ্যে শজনে ডাঁটা বিক্রি হয়েছে কেজিপ্রতি ৪৪০ টাকা। আর কাঁচা কাঁঠাল ১২০ টাকা কেজি।
এ ছাড়া পটোল ১০০ টাকা কেজি, করলা ১০০ টাকা ও শসা ৮০ টাকা। অন্যান্য সবজির দামও কিছুটা বেড়েছে।
রমজানে বাড়তি চাহিদা থাকায় দাম বাড়ছে বলে জানান ব্যবসায়ীরা। এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব জিনিসের দাম বেড়েছে। তবে বাজার নিয়ন্ত্রণে এরই মধ্যে কাজ শুরু করেছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার উপজেলার বামন্দী বাজার ঘুরে দেখা গেছে, প্রতিটি সবজির দাম গত সপ্তাহের চেয়ে বেড়েছে। আর আকাশছোঁয়া দামে বিক্রি হয়েছে শজনে ডাঁটা।
সোমবার বামন্দী বাজারে সবজির দাম ছিল কেজিপ্রতি: শজনে ডাঁটা ৪৪০, বেগুন ৪০ থেকে ৫০, শসা ৮০, পটোল ১০০, টমেটো ৪০, উস্তে ১০০, মিষ্টি কুমড়া ৪০ টাকা, গাজর ৩০, শিম ৩০ থেকে ৪০, লাউ প্রতি পিস ৩০, পুঁইশাক ২৫ টাকা।
বাজার করতে আসা হাবিবুল বাশার বলেন, রমজান সামনে রেখে আবার প্রতিটা সবজির দাম বাড়তে শুরু করেছে। এখনই যদি এভাবে দাম বাড়তে থাকে, পুরো রমজান মাস তো পড়েই রয়েছে!
তিনি আরও বলেন, ‘আমরা নিম্ন আয়ের মানুষ। সংসার চালাতে হিমশিম খেতে হয়। প্রতিদিন যা আয় হয় তার সংসার খরচ, ওষুধ কিনতে গিয়ে ফুরিয়ে যায়। সবকিছুর দাম বাড়লে আমরা হিসাব মেলাতে পারি না।’
বাজার করতে আসা কাজল আলী বলেন, গত সপ্তাহেও সবজির দাম একটু কম ছিল। আজ বেড়েছে। খুচরা ব্যবসায়ী মহন আলী বলেন, আমাদের কিছু করার নেই, বেশি দামে কিনে আনতে হচ্ছে, তাই বেশি দামে বিক্রি করছি। আমদানি কম হওয়ার কারণে দাম বেড়েছে।
আরেক ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, সব সবজির দামি গত হাটের চেয়ে কিছুটা বেড়েছে। বাজারে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে শজনে ডাঁটা।
ব্যবসায়ী ফারুক আহমেদ বলেন, আলু ৩৫ টাকা কেজি, পেঁয়াজ ১০০, নতুন রসুন ১৪০, শুকনো রসুন ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শুকনো রসুন বাজারে পাওয়া যাচ্ছে খুব কম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা বলেন, রমজান মাস সামনে রেখে আমরা এরই মধ্য বাজার মনিটরিং শুরু করেছি। অতি দ্রুত বাজার মনিটরিং আরও বাড়ানো হবে। কোনো সিন্ডিকেট তৈরি করতে দেওয়া হবে না। অতিরিক্ত দাম নিলেই ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় তাহাজ্জুদ নামাজ পড়ার সময় ছুরিকাঘাতে যুক্তরাজ্যপ্রবাসী এ কে এম আব্দুর রশিদকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় হাজারিবাগ মডেল থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে এ মামলা করেছেন।
২৭ মিনিট আগেসিরাজগঞ্জে বঙ্গবন্ধু ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিপন মিয়াকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জে ছয়টি পিকআপ ভ্যানে চাঁদা চাইলে তাঁকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
১ ঘণ্টা আগেবিশ্বের একমাত্র স্বীকৃত উড়ন্ত চক্ষু হাসপাতাল চট্টগ্রামে অবতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি বিমানে স্থাপিত উড়ন্ত হাসপাতালটি চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিশেষায়িত হাসপাতালটি চক্ষুরোগসংক্রান্ত প্রশিক্ষণ দিতে ১৮ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করবে...
১ ঘণ্টা আগে২০২৩ সালের ২২ আগস্ট সিমেন্টবোঝাই একটি ট্রাক কাটাগাঙ্গের এ লোহার সেতু ভেঙে নদীতে ডুবে যায়। ওই ঘটনায় ট্রাকচালক ওমর ফারুক ও চালকের সহকারী জাকির হোসেন কলিন্স নিহত হয়েছিলেন। এরপর সপ্তাহখানেক সরাসরি যানচলাচল বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্ত সেতুটি আবারও জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়...
২ ঘণ্টা আগে