গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে হারিয়ে যেতে বসা গ্রামীণ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই খেলা। উপজেলার কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা গ্রামে স্থানীয় যুবসমাজকে নিয়ে এই আয়োজন করা হয়।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মো. সেলিম রেজা নবির বলেন, ‘একসময় গ্রামীণ খেলাধুলা আমাদের সংস্কৃতির ঐতিহ্য বহন করত। বর্তমানে গ্রামীণ খেলা বিলুপ্তি হতে হতে আজ অস্তিত্ব খুঁজে পাওয়াই কঠিন। দেশের বিভিন্ন এলাকার গ্রামাঞ্চলে একসময় গ্রামীণ খেলাধুলার প্রচলন ছিল। এর মধ্যে ছেলেরা খেলত হা-ডু-ডু, ডাংগুলি, কাবাডি, লাটিম ঘোরানো, ঘুড়ি উড়ানো, নৌকাবাইচ, লাঠিখেলা, ষাঁড়ের লড়াই, মোরগ লড়াই, হাঁড়িভাঙাসহ আরও অনেক খেলা।’
সেলিম রেজা নবির আরও বলেন, ‘গ্রামবাংলার প্রায় হারিয়ে যাওয়া খেলাগুলোর আয়োজন করতে দেখে খুবই ভালো লাগছে। হাঁড়িভাঙ্গা গ্রামের যুবসমাজকে অসংখ্য ধন্যবাদ এসব ঐতিহ্যবাহী খেলার আয়োজন করার জন্য।’
স্থানীয় বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ জৌলুশ হোসেন বলেন, ‘হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাধুলাগুলো আমাদের আবার ফিরিয়ে আনা উচিত। যুবসমাজকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য। আশা করি, যুবসমাজ প্রতিবছরই এ আয়োজন করবে। আমরা গ্রামবাসী তাদের সার্বিক সহযোগিতা করব।’
অবসরপ্রাপ্ত এই শিক্ষক আরও বলেন, ‘আজ সবচেয়ে বেশি আনন্দ লেগেছে চল্লিশোর্ধ্ব বয়সীদের খেলা দেখে। তারা অসাধারণ খেলা উপহার দিয়েছে দর্শকদের। এর সঙ্গে নবীনদের ছোঁয়ায় আরও দশকপ্রিয় হয়ে ওঠে খেলাটি।’
কাজীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. মহিবুল ইসলাম বলেন, যুবসমাজ গ্রামীণ প্রাচীন খেলাধুলার আয়োজন করায় তাদের ধন্যবাদ। আমি তাদের সঙ্গে আছি। মাদক থেকে যুবসমাজকে ফিরিয়ে রাখার অন্যতম মাধ্যম খেলাধুলা। খেলাধুলার বিষয়ে তারা আমাকে যখনই ডাকবে, আমি সার্বিক সহযোগিতা সাড়া দেব।’
খেলা আয়োজক কমিটির সদস্য মো. আবুল বাশার বলেন, ‘একসময় গ্রামের শিশুরা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন খেলাধুলার মাধ্যমে অবসর সময় কাটাত। বিকেল হলেই খেলার মাঠে দল বেঁধে খেলতে যেত। কিন্তু এখন আর সেই অবস্থা নেই। দিনে দিনে সেসব খেলাও হারিয়ে যেতে বসেছে। ঘরে বসে কম্পিউটার, মোবাইল ফোনে গেমস খেলতেই তারা বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এই গ্রামীণ খেলাগুলো ফিরিয়ে আনার। প্রতিবছরই এ খেলাধুলার আয়োজন করব ইনশা আল্লাহ। এ জন্য সবার সহযোগিতা কামনা করছি।’
মেহেরপুরের গাংনীতে হারিয়ে যেতে বসা গ্রামীণ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই খেলা। উপজেলার কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা গ্রামে স্থানীয় যুবসমাজকে নিয়ে এই আয়োজন করা হয়।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মো. সেলিম রেজা নবির বলেন, ‘একসময় গ্রামীণ খেলাধুলা আমাদের সংস্কৃতির ঐতিহ্য বহন করত। বর্তমানে গ্রামীণ খেলা বিলুপ্তি হতে হতে আজ অস্তিত্ব খুঁজে পাওয়াই কঠিন। দেশের বিভিন্ন এলাকার গ্রামাঞ্চলে একসময় গ্রামীণ খেলাধুলার প্রচলন ছিল। এর মধ্যে ছেলেরা খেলত হা-ডু-ডু, ডাংগুলি, কাবাডি, লাটিম ঘোরানো, ঘুড়ি উড়ানো, নৌকাবাইচ, লাঠিখেলা, ষাঁড়ের লড়াই, মোরগ লড়াই, হাঁড়িভাঙাসহ আরও অনেক খেলা।’
সেলিম রেজা নবির আরও বলেন, ‘গ্রামবাংলার প্রায় হারিয়ে যাওয়া খেলাগুলোর আয়োজন করতে দেখে খুবই ভালো লাগছে। হাঁড়িভাঙ্গা গ্রামের যুবসমাজকে অসংখ্য ধন্যবাদ এসব ঐতিহ্যবাহী খেলার আয়োজন করার জন্য।’
স্থানীয় বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ জৌলুশ হোসেন বলেন, ‘হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাধুলাগুলো আমাদের আবার ফিরিয়ে আনা উচিত। যুবসমাজকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য। আশা করি, যুবসমাজ প্রতিবছরই এ আয়োজন করবে। আমরা গ্রামবাসী তাদের সার্বিক সহযোগিতা করব।’
অবসরপ্রাপ্ত এই শিক্ষক আরও বলেন, ‘আজ সবচেয়ে বেশি আনন্দ লেগেছে চল্লিশোর্ধ্ব বয়সীদের খেলা দেখে। তারা অসাধারণ খেলা উপহার দিয়েছে দর্শকদের। এর সঙ্গে নবীনদের ছোঁয়ায় আরও দশকপ্রিয় হয়ে ওঠে খেলাটি।’
কাজীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. মহিবুল ইসলাম বলেন, যুবসমাজ গ্রামীণ প্রাচীন খেলাধুলার আয়োজন করায় তাদের ধন্যবাদ। আমি তাদের সঙ্গে আছি। মাদক থেকে যুবসমাজকে ফিরিয়ে রাখার অন্যতম মাধ্যম খেলাধুলা। খেলাধুলার বিষয়ে তারা আমাকে যখনই ডাকবে, আমি সার্বিক সহযোগিতা সাড়া দেব।’
খেলা আয়োজক কমিটির সদস্য মো. আবুল বাশার বলেন, ‘একসময় গ্রামের শিশুরা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন খেলাধুলার মাধ্যমে অবসর সময় কাটাত। বিকেল হলেই খেলার মাঠে দল বেঁধে খেলতে যেত। কিন্তু এখন আর সেই অবস্থা নেই। দিনে দিনে সেসব খেলাও হারিয়ে যেতে বসেছে। ঘরে বসে কম্পিউটার, মোবাইল ফোনে গেমস খেলতেই তারা বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এই গ্রামীণ খেলাগুলো ফিরিয়ে আনার। প্রতিবছরই এ খেলাধুলার আয়োজন করব ইনশা আল্লাহ। এ জন্য সবার সহযোগিতা কামনা করছি।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
৪ মিনিট আগেপাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৮ মিনিট আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
১০ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কলেজছাত্র ইমন হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলের মির্জাপুর থানায় পাঁচ দিনের রিমান্ডে আনা হয়েছে। আজ শুক্রবার সকালে তাঁকে টাঙ্গাইল কারাগার থেকে থানায় নিয়ে আসে পুলিশ।
১৭ মিনিট আগে