বিশেষ প্রতিনিধি, ঢাকা
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালান ও মুদ্রা পাচার প্রতিরোধে একটি বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠা করেছে ঢাকা কাস্টম হাউস। বোর্ডিং ব্রিজ এলাকায় নিয়মিত টহল ও তল্লাশি কার্যক্রম চালানোর পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুদ্রা পাচার ঠেকাতে কাজ করবে এ বিশেষ ইউনিট।
১৫ অক্টোবর কাস্টম হাউস ঢাকা থেকে এ-সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়। যা পরদিন ১৬ অক্টোবর থেকে কার্যকর হয়।
একজন যুগ্ম কমিশনারের নেতৃত্বে চার শিফটে মোট ১২ জন সহকারী রাজস্ব কর্মকর্তা নিয়ে ইউনিটটি কাজ করছে। তাঁরা হলেন মোহাম্মদ জাফর, মো. তৌহিদুজ্জামান, জান্নাতুল মাওয়া, মো. সোহেল, মো. সানোয়ার হোসেন, জুয়েল চক্রবর্তী, আল আমিন রিয়ন, নাজমুল বাসার, নাজমুল হোসেন, সারোয়ার কবির, এ কে এম আনিসুর রহমান ও খাদেমুল ইসলাম। এই ১২ জন কর্মকর্তা এ, বি, সি এবং ডি শিফটে দায়িত্ব পালন করছেন।
আদেশ অনুযায়ী, প্রতিটি শিফটের সদস্যদের ফ্লাইট রামেজিং, বোর্ডিং ব্রিজ এলাকায় টহল এবং নিরাপত্তা পরীক্ষা পরিচালনা, প্রস্থান স্ক্যানিং তত্ত্বাবধান এবং গোয়েন্দা কার্যক্রম বাড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে।
ইউনিটপ্রধান ও ঢাকা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার মিনহাজ উদ্দিন বলেন, ‘বিশেষায়িত ইউনিটটির প্রতিটি সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রাথমিক লক্ষ্য চোরাচালান ও অর্থ পাচার প্রতিরোধ করা। ইউনিটের সদস্যরা এরই মধ্যে এ লক্ষ্যে কাজ শুরু করেছেন।’
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালান ও মুদ্রা পাচার প্রতিরোধে একটি বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠা করেছে ঢাকা কাস্টম হাউস। বোর্ডিং ব্রিজ এলাকায় নিয়মিত টহল ও তল্লাশি কার্যক্রম চালানোর পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুদ্রা পাচার ঠেকাতে কাজ করবে এ বিশেষ ইউনিট।
১৫ অক্টোবর কাস্টম হাউস ঢাকা থেকে এ-সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়। যা পরদিন ১৬ অক্টোবর থেকে কার্যকর হয়।
একজন যুগ্ম কমিশনারের নেতৃত্বে চার শিফটে মোট ১২ জন সহকারী রাজস্ব কর্মকর্তা নিয়ে ইউনিটটি কাজ করছে। তাঁরা হলেন মোহাম্মদ জাফর, মো. তৌহিদুজ্জামান, জান্নাতুল মাওয়া, মো. সোহেল, মো. সানোয়ার হোসেন, জুয়েল চক্রবর্তী, আল আমিন রিয়ন, নাজমুল বাসার, নাজমুল হোসেন, সারোয়ার কবির, এ কে এম আনিসুর রহমান ও খাদেমুল ইসলাম। এই ১২ জন কর্মকর্তা এ, বি, সি এবং ডি শিফটে দায়িত্ব পালন করছেন।
আদেশ অনুযায়ী, প্রতিটি শিফটের সদস্যদের ফ্লাইট রামেজিং, বোর্ডিং ব্রিজ এলাকায় টহল এবং নিরাপত্তা পরীক্ষা পরিচালনা, প্রস্থান স্ক্যানিং তত্ত্বাবধান এবং গোয়েন্দা কার্যক্রম বাড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে।
ইউনিটপ্রধান ও ঢাকা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার মিনহাজ উদ্দিন বলেন, ‘বিশেষায়িত ইউনিটটির প্রতিটি সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রাথমিক লক্ষ্য চোরাচালান ও অর্থ পাচার প্রতিরোধ করা। ইউনিটের সদস্যরা এরই মধ্যে এ লক্ষ্যে কাজ শুরু করেছেন।’
খুলনায় অগ্নিকাণ্ডে একটি পাটের বস্তার গোডাউনসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর বড় বাজারের বার্মাশীল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
৮ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
২৬ মিনিট আগেপাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৩০ মিনিট আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
৩২ মিনিট আগে