সাভার (ঢাকা) প্রতিনিধি
বকেয়া বাড়ি ভাড়ার জন্য জাতীয় পর্যায়ের জুডো খেলোয়াড় সুমাইয়া আক্তারকে বেধড়ক মারধর করেছে তার বাড়িওয়ালা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার জামগড়া মোল্লা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আজ বুধবার আশুলিয়া থানায় অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। সে মামলায় বাড়ির মালিককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভুক্তভোগী সুমাইয়া আক্তার বাংলাদেশ জুডো ফেডারেশনের জাতীয় দলের খেলোয়াড়। ২০১৯ সালে সাউথ এশিয়ান গেমসে তিনি স্বর্ণপদক লাভ করেন। এসএসসি পরীক্ষার্থী সুমাইয়া ওই এলাকায় শফিকুল ইসলামের ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। তিনি শেরপুর জেলার নালিতাবাড়ী থানার সমুরচুরা গ্রামের মোন্তাজ আলীর মেয়ে।
সুমাইয়া আক্তার বলেন, ‘মঙ্গলবার রাতে আমি পড়ছিলাম। তখন বাড়িওয়ালার স্ত্রী এসে বকেয়া ভাড়ার জন্য উচ্চবাচ্য করেন। দুই-তিন মাসের বকেয়া বাড়ি ভাড়া পাওনা ছিল তাদের। আমি বলেছি, যত টাকা পান দিয়ে দেব। তখন কথা-কাটাকাটির একপর্যায়ে উনি (বাড়িওয়ালার স্ত্রী) আমাকে থাপ্পড় দেন। আমিও তখন তাকে থাপ্পড় দেই। উনি তখন ওনার স্বামী শফিকুল ও ছেলে হৃদয়কে ডেকে নিয়ে এসে আমাকে এলোপাতাড়ি মারধর করে। আমার মা বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়। এ সময় লোহার পাইপ জাতীয় কিছু একটা দিয়ে আমার মাথায় আঘাত করা হয়।’
সুমাইয়ার ভাই সোহাগ জানান, সুমাইয়া বাংলাদেশ জুডো ফেডারেশনের জাতীয় দলের খেলোয়াড়। সামনে তার এসএসসি পরীক্ষা। সুমাইয়া আশুলিয়ায় থাকে না। সে ন্যাশনাল ফেডারেশনেই থাকে। তিন দিন আগে মায়ের সঙ্গে থাকবে বলে আশুলিয়ায় আসে সুমাইয়া।
অভিযুক্ত বাড়ির মালিক শফিকুল ইসলাম বলেন, ‘দুই রুমের ফ্ল্যাট নিয়ে সুমাইয়ার পরিবার নিচতলায় থাকে। মাসিক ভাড়া ৬ হাজার টাকা। ৪০ হাজার টাকা বাসা ভাড়া পাওনা আছে। গত মাসে ৬ হাজার টাকা দিয়েছে। তিন মাস আগে বলেছিল বাসা ছেড়ে দেবে। কিন্তু এখনো বাসা ছাড়েনি। এখন আমরাতো আরেক ভাড়াটিয়াকে বাসা ভাড়া দিয়ে দিয়েছি। নতুন ভাড়াটিয়া এই বাসায় ওঠার অপেক্ষায় আছে। এই জন্য আমার স্ত্রী গিয়েছিল। কথা-কাটাকাটির একপর্যায়ে ওই মেয়ে আমার স্ত্রীকে মারধর করে। ওই মেয়ে ক্যারাতে জানে। আমার অসুস্থ স্ত্রীকে মেরে রাখেনি। আমার স্ত্রী আগে থাপ্পড় দেয়নি।’
সুমাইয়া কীভাবে রক্তাক্ত হলো এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ঘরে খাট আছে অন্য আসবাবপত্র আছে। কিসের সঙ্গে বারি লেগেছে কীভাবে বলব?’
আশুলিয়া থানার ওসি (তদন্ত) পরিদর্শক জিয়াউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত বাড়ির মালিককে গ্রেপ্তার করা হয়েছে।’
বকেয়া বাড়ি ভাড়ার জন্য জাতীয় পর্যায়ের জুডো খেলোয়াড় সুমাইয়া আক্তারকে বেধড়ক মারধর করেছে তার বাড়িওয়ালা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার জামগড়া মোল্লা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আজ বুধবার আশুলিয়া থানায় অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। সে মামলায় বাড়ির মালিককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভুক্তভোগী সুমাইয়া আক্তার বাংলাদেশ জুডো ফেডারেশনের জাতীয় দলের খেলোয়াড়। ২০১৯ সালে সাউথ এশিয়ান গেমসে তিনি স্বর্ণপদক লাভ করেন। এসএসসি পরীক্ষার্থী সুমাইয়া ওই এলাকায় শফিকুল ইসলামের ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। তিনি শেরপুর জেলার নালিতাবাড়ী থানার সমুরচুরা গ্রামের মোন্তাজ আলীর মেয়ে।
সুমাইয়া আক্তার বলেন, ‘মঙ্গলবার রাতে আমি পড়ছিলাম। তখন বাড়িওয়ালার স্ত্রী এসে বকেয়া ভাড়ার জন্য উচ্চবাচ্য করেন। দুই-তিন মাসের বকেয়া বাড়ি ভাড়া পাওনা ছিল তাদের। আমি বলেছি, যত টাকা পান দিয়ে দেব। তখন কথা-কাটাকাটির একপর্যায়ে উনি (বাড়িওয়ালার স্ত্রী) আমাকে থাপ্পড় দেন। আমিও তখন তাকে থাপ্পড় দেই। উনি তখন ওনার স্বামী শফিকুল ও ছেলে হৃদয়কে ডেকে নিয়ে এসে আমাকে এলোপাতাড়ি মারধর করে। আমার মা বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়। এ সময় লোহার পাইপ জাতীয় কিছু একটা দিয়ে আমার মাথায় আঘাত করা হয়।’
সুমাইয়ার ভাই সোহাগ জানান, সুমাইয়া বাংলাদেশ জুডো ফেডারেশনের জাতীয় দলের খেলোয়াড়। সামনে তার এসএসসি পরীক্ষা। সুমাইয়া আশুলিয়ায় থাকে না। সে ন্যাশনাল ফেডারেশনেই থাকে। তিন দিন আগে মায়ের সঙ্গে থাকবে বলে আশুলিয়ায় আসে সুমাইয়া।
অভিযুক্ত বাড়ির মালিক শফিকুল ইসলাম বলেন, ‘দুই রুমের ফ্ল্যাট নিয়ে সুমাইয়ার পরিবার নিচতলায় থাকে। মাসিক ভাড়া ৬ হাজার টাকা। ৪০ হাজার টাকা বাসা ভাড়া পাওনা আছে। গত মাসে ৬ হাজার টাকা দিয়েছে। তিন মাস আগে বলেছিল বাসা ছেড়ে দেবে। কিন্তু এখনো বাসা ছাড়েনি। এখন আমরাতো আরেক ভাড়াটিয়াকে বাসা ভাড়া দিয়ে দিয়েছি। নতুন ভাড়াটিয়া এই বাসায় ওঠার অপেক্ষায় আছে। এই জন্য আমার স্ত্রী গিয়েছিল। কথা-কাটাকাটির একপর্যায়ে ওই মেয়ে আমার স্ত্রীকে মারধর করে। ওই মেয়ে ক্যারাতে জানে। আমার অসুস্থ স্ত্রীকে মেরে রাখেনি। আমার স্ত্রী আগে থাপ্পড় দেয়নি।’
সুমাইয়া কীভাবে রক্তাক্ত হলো এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ঘরে খাট আছে অন্য আসবাবপত্র আছে। কিসের সঙ্গে বারি লেগেছে কীভাবে বলব?’
আশুলিয়া থানার ওসি (তদন্ত) পরিদর্শক জিয়াউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত বাড়ির মালিককে গ্রেপ্তার করা হয়েছে।’
বিএনপিসমর্থিত কুড়িগ্রাম জেলা জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বজলুর রশিদকে জেলা দায়রা ও জজ আদালতের নতুন পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
৬ ঘণ্টা আগেবগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় মেসার্স মণ্ডল ট্রেডার্স নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকেলে এ অভিযান চালায় উপজেলা প্রশাসন।
৬ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয় করার দাবিতে দুই দিন ধরে চলা আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন রাজধানীর মহাখালীতে অবস্থিত সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের দাবির সম্ভাব্যতা যাচাইয়ে শিক্ষা মন্ত্রণালয় কমিটি গঠন করবে, এমন আশ্বাসে চলমান কর্মসূচি স্থগিত করেন তাঁরা।
৭ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল মঙ্গলবার হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এতে বাধা দিতে গেলে প্রধান নির্বাহী কর্মকর্তা, মহাব্যবস্থাপক (অপারেশনস), ছাত্রসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলায় এক ছাত্র আহতের ঘটনায় শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন
৭ ঘণ্টা আগে