নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর গুলশানে একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে ঢাকার স্পেন দূতাবাসের এক কর্মকর্তা নিহত হয়েছেন। তাঁর নাম ইসমাইল সেরানো গিল (৫০)। তিনি দূতাবাসের অ্যাডমিন পদে কর্মরত ছিলেন। পুলিশের প্রাথমিক ধারণা, ওই কর্মকর্তা আত্মহত্যা করেছেন। আজ রোববার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
শেখ শাহিনুর রহমান বলেন, ‘বেলা আড়াইটার দিকে স্পেন দূতাবাসের ওই কর্মকর্তার মৃত্যু হয়। তিনি একটি ভবনের ছাদ থেকে পড়ে যান। আমাদের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যা হতে পারে।’
নিহত ব্যক্তি মানসিকভাবে অসুস্থ ছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘ইসমাইল সেরানো গিল স্পেন দূতাবাসের একজন কর্মকর্তা। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণে এর আগে তিনি ওই এলাকায় অনেকের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। এ নিয়ে ভুক্তভোগী একাধিক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর ফোন করে অভিযোগও জানিয়েছিলেন। তবে অসুস্থতার কারণে তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
পুলিশ জানায়, নিহত ইসমাইল সেরানো গিল গুলশান-২ নম্বরের ১০৩ নম্বর সড়কের দক্ষিণা নামের একটি ৬তলা ভবনের ছাদ থেকে তিনি লাফিয়ে পড়েন। এই ভবনের একটি ফ্ল্যাটে তিনি ভাড়া ছিলেন। তাঁকে উদ্ধার করে প্রথমে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রোটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. রবিউল ইসলাম বলেন, ‘দূতাবাসের ওই কর্মকর্তা আত্মহত্যা করেছেন বলে শুনতে পেরেছি। ঘটনাটি গুলশান থানা-পুলিশ তদন্ত করে দেখছে।’
এদিকে মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রাজধানীর গুলশানে একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে ঢাকার স্পেন দূতাবাসের এক কর্মকর্তা নিহত হয়েছেন। তাঁর নাম ইসমাইল সেরানো গিল (৫০)। তিনি দূতাবাসের অ্যাডমিন পদে কর্মরত ছিলেন। পুলিশের প্রাথমিক ধারণা, ওই কর্মকর্তা আত্মহত্যা করেছেন। আজ রোববার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
শেখ শাহিনুর রহমান বলেন, ‘বেলা আড়াইটার দিকে স্পেন দূতাবাসের ওই কর্মকর্তার মৃত্যু হয়। তিনি একটি ভবনের ছাদ থেকে পড়ে যান। আমাদের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যা হতে পারে।’
নিহত ব্যক্তি মানসিকভাবে অসুস্থ ছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘ইসমাইল সেরানো গিল স্পেন দূতাবাসের একজন কর্মকর্তা। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণে এর আগে তিনি ওই এলাকায় অনেকের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। এ নিয়ে ভুক্তভোগী একাধিক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর ফোন করে অভিযোগও জানিয়েছিলেন। তবে অসুস্থতার কারণে তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
পুলিশ জানায়, নিহত ইসমাইল সেরানো গিল গুলশান-২ নম্বরের ১০৩ নম্বর সড়কের দক্ষিণা নামের একটি ৬তলা ভবনের ছাদ থেকে তিনি লাফিয়ে পড়েন। এই ভবনের একটি ফ্ল্যাটে তিনি ভাড়া ছিলেন। তাঁকে উদ্ধার করে প্রথমে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রোটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. রবিউল ইসলাম বলেন, ‘দূতাবাসের ওই কর্মকর্তা আত্মহত্যা করেছেন বলে শুনতে পেরেছি। ঘটনাটি গুলশান থানা-পুলিশ তদন্ত করে দেখছে।’
এদিকে মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ফেনীর পরশুরামে কলেজছাত্র এমরান হোসেন রিফাত হত্যার ঘটনায় মামলা হয়েছে। এতে ছয়জনের নাম উল্লেখ করা হয়। তাঁদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
২ মিনিট আগেসিলেটে ২৮০ বস্তা ভারতীয় চিনিসহ আকবর মিয়া (৪২) নামের এক ট্রাকচালককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেটের সীমান্তবর্তী এলাকায় চেকপোস্ট বসিয়ে তাঁকে আটক করা হয়।
৫ মিনিট আগেরাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় দিনদুপুরে ডাকাতিসহ বাচ্চাকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে লালবাগ টাওয়ারের পাশে ফারজানা আক্তার নামের এক নারীর বাসায় এ ঘটনা ঘটে...
২০ মিনিট আগেবরগুনা সদরের ঘটবাড়িয়া গ্রামের আবদুল লতিফ ফরায়েজীর স্ত্রী জাহানারা বেগমকে (৬০) প্রায় ২৫ বছর পর খুঁজে পেয়েছে তাঁর স্বজনেরা। আজ শুক্রবার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া বাজার এলাকা থেকে তাঁকে নিয়ে যান স্বজনেরা। ১৯৯৯ সালে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি।
২৮ মিনিট আগে