নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আজ মঙ্গলবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের আন্দোলন চলমান। তবে আন্দোলনের অন্যতম কেন্দ্র রাজধানীর শাহবাগ মোড়ে বিকেল পাঁচটা পর্যন্ত আন্দোলনকারীদের দেখা যায়নি। দুই-একটা রিকশা চলাচল করলেও সড়ক অনেকটাই ফাঁকা। শাহবাগ থানার সামনে সতর্ক অবস্থানে রয়েছে শতাধিক পুলিশ সদস্য।
আন্দোলনকারীরা না থাকলেও শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করতে দেখা গেছে স্থানীয় (ডিএসসিসি-২১) কাউন্সিলর মোহাম্মদ আসাদুজ্জামানের নেতৃত্বে আওয়ামী লীগের ২০-২৫ জন নেতা-কর্মীকে। তাঁরা মাঝেমধ্যে স্লোগান দিচ্ছেন, ‘রাজাকারের চামড়া, তুলে নেব আমরা।’
কাউন্সিলর মোহাম্মদ আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এখানে অবস্থান নিয়েছি যাতে কেউ কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করতে না পারে। জনমানুষের চলাচলে ভোগান্তি হয় এমন কোনো কর্মকাণ্ড আন্দোলনকারীরা করলে আমরা কঠোর হস্তে দমন করব। তারা যদি শান্তিপূর্ণ আন্দোলন করে তাহলে ভালো, নয়তো আমরা বিষয়টি দেখব।’
শাহবাগে অবস্থান নেওয়া পুলিশের প্লাটুন ইনচার্জ শামসুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হতে পারে এমন আশঙ্কায় আমরা অবস্থান নিয়েছি। আমরা চাই না, আন্দোলনের কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটুক, মানুষের জানমালের ক্ষতি হোক।’
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আজ মঙ্গলবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের আন্দোলন চলমান। তবে আন্দোলনের অন্যতম কেন্দ্র রাজধানীর শাহবাগ মোড়ে বিকেল পাঁচটা পর্যন্ত আন্দোলনকারীদের দেখা যায়নি। দুই-একটা রিকশা চলাচল করলেও সড়ক অনেকটাই ফাঁকা। শাহবাগ থানার সামনে সতর্ক অবস্থানে রয়েছে শতাধিক পুলিশ সদস্য।
আন্দোলনকারীরা না থাকলেও শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করতে দেখা গেছে স্থানীয় (ডিএসসিসি-২১) কাউন্সিলর মোহাম্মদ আসাদুজ্জামানের নেতৃত্বে আওয়ামী লীগের ২০-২৫ জন নেতা-কর্মীকে। তাঁরা মাঝেমধ্যে স্লোগান দিচ্ছেন, ‘রাজাকারের চামড়া, তুলে নেব আমরা।’
কাউন্সিলর মোহাম্মদ আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এখানে অবস্থান নিয়েছি যাতে কেউ কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করতে না পারে। জনমানুষের চলাচলে ভোগান্তি হয় এমন কোনো কর্মকাণ্ড আন্দোলনকারীরা করলে আমরা কঠোর হস্তে দমন করব। তারা যদি শান্তিপূর্ণ আন্দোলন করে তাহলে ভালো, নয়তো আমরা বিষয়টি দেখব।’
শাহবাগে অবস্থান নেওয়া পুলিশের প্লাটুন ইনচার্জ শামসুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হতে পারে এমন আশঙ্কায় আমরা অবস্থান নিয়েছি। আমরা চাই না, আন্দোলনের কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটুক, মানুষের জানমালের ক্ষতি হোক।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
১৬ মিনিট আগেপাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
২০ মিনিট আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
২২ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কলেজছাত্র ইমন হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলের মির্জাপুর থানায় পাঁচ দিনের রিমান্ডে আনা হয়েছে। আজ শুক্রবার সকালে তাঁকে টাঙ্গাইল কারাগার থেকে থানায় নিয়ে আসে পুলিশ।
২৯ মিনিট আগে