নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি–জুন) মেট্রোরেলে (এমআরটি–৬) ১৯৫ কোটি ১ লাখ ৪৩ হাজার ৩৩৮ টাকা আয় হয়েছে। এই সময়ের মধ্যে মেট্রোরেলে গড়ে দৈনিক ৩ লাখ যাত্রী ভ্রমণ করেছেন এবং দৈনিক আয় হয়েছে গড়ে ১ কোটি ১০ লাখ টাকা।
আজ সোমবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমআরটি–৬–এর অতিরিক্ত পরিচালক মো. জাকারিয়া আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গতকাল রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে মেট্রোরেলের আয় নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে মেট্রোরেল কোম্পানি প্রথম ছয় মাসের আয়ের তথ্য গণমাধ্যমকে জানিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয়, মেট্রোরেল সেপ্টেম্বরের প্রথম ১৮ দিনে ২০ কোটি আয় করেছে। যেখানে আগের ছয় মাসের আয় ১৮ কোটি টাকা।
প্রকৃতপক্ষে ১৮ কোটি টাকা আয় ছিল মেট্রোরেল চালুর প্রথম ছয় মাসে।
জাকারিয়া বলেন, মেট্রোরেল মতিঝিল পর্যন্ত চালু হওয়ার পর থেকেই প্রতিদিন গড় আয় ১ কোটি টাকা ও গড় যাত্রী ৩ লাখ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ৬ মাসের আয় নিয়ে যা ছড়িয়েছে সেটি সঠিক নয়।
ডিএমটিসিএল সূত্র বলছে, গতকাল আয় নিয়ে এমন তথ্য ছড়িয়ে পড়লে ডিএমটিসিএল চলতি বছরের প্রথম ছয় মাস (জানুয়ারি–জুন) পর্যন্ত আয়ের তথ্য হিসাব করেছে। ২০২৩ সালের দ্বিতীয়ার্ধের (জুলাই–ডিসেম্বর) তথ্যও প্রকাশ করা হবে।
২০২২ সালের ২৯ ডিসেম্বর মেট্রোরেল চালু হওয়ার পর সীমিত স্টেশন ও দিনে ৪ ঘণ্টা উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করত। এরপর গত বছরের ৪ নভেম্বর থেকে মেট্রোরেল পুরোদমে উত্তরা থেকে মতিঝিল যাতায়াত শুরু করে। সুতরাং শুরুর দিকের আয়ের সঙ্গে ৪ নভেম্বর পরবর্তী আয়ে বড় পার্থক্য রয়েছে।
এমআরটি–৬–এর উপ প্রকল্প পরিচালক (অর্থ ও হিসাব) মো. আব্দুল বাতেন ফকির আজকের পত্রিকা’কে বলেন, চলতি বছরের প্রথম ছয় মাসের যে হিসাব দেওয়া হয়েছে তা মূলত ২০২৩–২৪ অর্থ বছরের।
এর আগে গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ডিএমটিসিএল এক সংবাদ সম্মেলনে জানায়, ১ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৪৯ লাখ ৯ হাজার ৪৯ জন যাত্রী মেট্রোরেলে ভ্রমণ করেছেন। এতে আয় হয়েছে ২০ কোটি ৬৭ লাখ ৩ হাজার ৫৯১ টাকা। এর মধ্যে দুটি শুক্রবার বন্ধ ছিল। গত বুধবার (১৮ সেপ্টেম্বর) আয় হয়েছিল ৫৪ লাখ ৯১ হাজার ১৪০ টাকা। গত ১২ সেপ্টেম্বর সর্বোচ্চ যাত্রী ভ্রমণ করেছে মেট্রোরেলে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১২ সেপ্টেম্বর ৩ লাখ ৪৩ হাজার ৮৯২ জন যাত্রী মেট্রোরেলে ভ্রমণ করেছেন। এতে সেদিন আয় হয়েছে ১ কোটি ৪৬ লাখ ৫৭ হাজার ৫৬৬ টাকা। এটিই মেট্রোরেলে একদিনে সর্বোচ্চ আয়।
গত ৪ মার্চ তৎকালীন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের জানিয়েছিলেন, মেট্রোরেল চালু হওয়ার প্রথম ছয় মাস যখন উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করেছে, তখন মোট আয় হয়েছে ১৮ কোটি টাকা।
আরও খবর পড়ুন:
চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি–জুন) মেট্রোরেলে (এমআরটি–৬) ১৯৫ কোটি ১ লাখ ৪৩ হাজার ৩৩৮ টাকা আয় হয়েছে। এই সময়ের মধ্যে মেট্রোরেলে গড়ে দৈনিক ৩ লাখ যাত্রী ভ্রমণ করেছেন এবং দৈনিক আয় হয়েছে গড়ে ১ কোটি ১০ লাখ টাকা।
আজ সোমবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমআরটি–৬–এর অতিরিক্ত পরিচালক মো. জাকারিয়া আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গতকাল রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে মেট্রোরেলের আয় নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে মেট্রোরেল কোম্পানি প্রথম ছয় মাসের আয়ের তথ্য গণমাধ্যমকে জানিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয়, মেট্রোরেল সেপ্টেম্বরের প্রথম ১৮ দিনে ২০ কোটি আয় করেছে। যেখানে আগের ছয় মাসের আয় ১৮ কোটি টাকা।
প্রকৃতপক্ষে ১৮ কোটি টাকা আয় ছিল মেট্রোরেল চালুর প্রথম ছয় মাসে।
জাকারিয়া বলেন, মেট্রোরেল মতিঝিল পর্যন্ত চালু হওয়ার পর থেকেই প্রতিদিন গড় আয় ১ কোটি টাকা ও গড় যাত্রী ৩ লাখ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ৬ মাসের আয় নিয়ে যা ছড়িয়েছে সেটি সঠিক নয়।
ডিএমটিসিএল সূত্র বলছে, গতকাল আয় নিয়ে এমন তথ্য ছড়িয়ে পড়লে ডিএমটিসিএল চলতি বছরের প্রথম ছয় মাস (জানুয়ারি–জুন) পর্যন্ত আয়ের তথ্য হিসাব করেছে। ২০২৩ সালের দ্বিতীয়ার্ধের (জুলাই–ডিসেম্বর) তথ্যও প্রকাশ করা হবে।
২০২২ সালের ২৯ ডিসেম্বর মেট্রোরেল চালু হওয়ার পর সীমিত স্টেশন ও দিনে ৪ ঘণ্টা উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করত। এরপর গত বছরের ৪ নভেম্বর থেকে মেট্রোরেল পুরোদমে উত্তরা থেকে মতিঝিল যাতায়াত শুরু করে। সুতরাং শুরুর দিকের আয়ের সঙ্গে ৪ নভেম্বর পরবর্তী আয়ে বড় পার্থক্য রয়েছে।
এমআরটি–৬–এর উপ প্রকল্প পরিচালক (অর্থ ও হিসাব) মো. আব্দুল বাতেন ফকির আজকের পত্রিকা’কে বলেন, চলতি বছরের প্রথম ছয় মাসের যে হিসাব দেওয়া হয়েছে তা মূলত ২০২৩–২৪ অর্থ বছরের।
এর আগে গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ডিএমটিসিএল এক সংবাদ সম্মেলনে জানায়, ১ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৪৯ লাখ ৯ হাজার ৪৯ জন যাত্রী মেট্রোরেলে ভ্রমণ করেছেন। এতে আয় হয়েছে ২০ কোটি ৬৭ লাখ ৩ হাজার ৫৯১ টাকা। এর মধ্যে দুটি শুক্রবার বন্ধ ছিল। গত বুধবার (১৮ সেপ্টেম্বর) আয় হয়েছিল ৫৪ লাখ ৯১ হাজার ১৪০ টাকা। গত ১২ সেপ্টেম্বর সর্বোচ্চ যাত্রী ভ্রমণ করেছে মেট্রোরেলে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১২ সেপ্টেম্বর ৩ লাখ ৪৩ হাজার ৮৯২ জন যাত্রী মেট্রোরেলে ভ্রমণ করেছেন। এতে সেদিন আয় হয়েছে ১ কোটি ৪৬ লাখ ৫৭ হাজার ৫৬৬ টাকা। এটিই মেট্রোরেলে একদিনে সর্বোচ্চ আয়।
গত ৪ মার্চ তৎকালীন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের জানিয়েছিলেন, মেট্রোরেল চালু হওয়ার প্রথম ছয় মাস যখন উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করেছে, তখন মোট আয় হয়েছে ১৮ কোটি টাকা।
আরও খবর পড়ুন:
যশোর হর্টিকালচার সেন্টারে বিক্রির তালিকায় থাকা সব গাছ সেন্টারে নেই। উদ্যানে নিজস্বভাবে চারা উৎপাদনের জন্য ‘রিভলভিং’ ফান্ডের মাধ্যমে অর্থ বরাদ্দ দেওয়া থাকলেও সেটি করা হচ্ছে না। চারা উৎপাদন না করে বাইরে থেকে কম দামে মানহীন চারা এনে উদ্যানে রেখে বিক্রি করা হচ্ছে। সেন্টারে একটি ভার্মি কম্পোস্ট প্ল্যান্ট
১২ মিনিট আগেচট্টগ্রামের রাউজানে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় মাসুদ নামের এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগেগতকাল বৃহস্পতিবার দিবাগত আড়াইটার দিকে ধানমন্ডি–১৫–এর একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় বাসার ভাড়াটিয়ারা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ভোর পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
২৮ মিনিট আগেকিশোরগঞ্জের কটিয়াদীতে প্রথম স্ত্রীর বাসায় যাওয়ায় স্বামীকে তাঁর দ্বিতীয় স্ত্রী হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গত বুধবার গভীর রাতে পৌর এলাকার পশ্চিমপাড়ার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
৪৪ মিনিট আগে