টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গাজীপুর মহানগর তাঁতী লীগের সভাপতি শাহ আলমকে (৪৯) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর তুরাগ থানার নয়ানগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এক বিজ্ঞপ্তিতে র্যাব-১-এর সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তার শাহ আলম টঙ্গীর মধুমতী এলাকার মৃত আমিনুল্লাহর ছেলে। তিনি গাজীপুর মহানগরীর বাসন থানায় করা একটি হত্যা মামলার আসামি। গতকাল সন্ধ্যায় গ্রেপ্তারের পর র্যাবের কার্যালয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, তথ্যপ্রযুক্তি ও র্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর তুরাগ থানার নয়ানগর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাঁর কাছ থেকে দুটি মোবাইল ফোন, দুটি সিম কার্ড, একটি এনআইডি কার্ড, দুটি এটিএম কার্ড, দুটি শপিং কার্ড ও নগদ ২ হাজার ৭৩০ টাকা জব্দ করা হয়। বেলা দেড়টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় তাঁকে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের থানায় একটি মামলায় গাজীপুর মহানগর তাঁতী লীগের সভাপতি শাহ আলমকে র্যাব হস্তান্তর করেছে। আজ তাঁকে আদালতে পাঠানো হচ্ছে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গাজীপুর মহানগর তাঁতী লীগের সভাপতি শাহ আলমকে (৪৯) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর তুরাগ থানার নয়ানগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এক বিজ্ঞপ্তিতে র্যাব-১-এর সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তার শাহ আলম টঙ্গীর মধুমতী এলাকার মৃত আমিনুল্লাহর ছেলে। তিনি গাজীপুর মহানগরীর বাসন থানায় করা একটি হত্যা মামলার আসামি। গতকাল সন্ধ্যায় গ্রেপ্তারের পর র্যাবের কার্যালয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, তথ্যপ্রযুক্তি ও র্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর তুরাগ থানার নয়ানগর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাঁর কাছ থেকে দুটি মোবাইল ফোন, দুটি সিম কার্ড, একটি এনআইডি কার্ড, দুটি এটিএম কার্ড, দুটি শপিং কার্ড ও নগদ ২ হাজার ৭৩০ টাকা জব্দ করা হয়। বেলা দেড়টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় তাঁকে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের থানায় একটি মামলায় গাজীপুর মহানগর তাঁতী লীগের সভাপতি শাহ আলমকে র্যাব হস্তান্তর করেছে। আজ তাঁকে আদালতে পাঠানো হচ্ছে।’
বাড়ির আঙিনায় বেড়া দেওয়া নিয়ে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শ্যালকের শাবলের আঘাতে দুলাভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার পৌরশহরের কালিনগর মহল্লায় এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
১০ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে দোকানে সিগারেট না পেয়ে ছুরিকাঘাতে বিএনপি-জামায়াতের ৬ নেতা-কর্মীকে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মারুফ হাসানের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার পৌর শহরের চৌমাথা মোড়ে এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগেযশোর হর্টিকালচার সেন্টারে বিক্রির তালিকায় থাকা সব গাছ সেন্টারে নেই। উদ্যানে নিজস্বভাবে চারা উৎপাদনের জন্য ‘রিভলভিং’ ফান্ডের মাধ্যমে অর্থ বরাদ্দ দেওয়া থাকলেও সেটি করা হচ্ছে না। চারা উৎপাদন না করে বাইরে থেকে কম দামে মানহীন চারা এনে উদ্যানে রেখে বিক্রি করা হচ্ছে। সেন্টারে একটি ভার্মি কম্পোস্ট প্ল্যান্ট
১ ঘণ্টা আগেচট্টগ্রামের রাউজানে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় মাসুদ নামের এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে