নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ এ আরাফাত ভোট দেবেন গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজের ৬৩ নম্বর কেন্দ্রে। তবে কেন্দ্রটি ঘুরে দেখা গেছে, কেন্দ্রে ভোটার উপস্থিতি নেই। সকাল ১০ পর্যন্ত দুই ঘণ্টায় ৬৩ নম্বর কেন্দ্রে মোট ভোট পড়েছে মাত্র ২৪টি অন্যদিকে ৬৫ নম্বর কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ১০টি। কেন্দ্রের কোনো কক্ষেই ভোটারদের লাইন দেখা যায়নি।
আজ সোমবার সকাল ১০টায় ৬৩ ও ৬৫ নম্বর কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রের বাইরে লোকজনের সমাগম থাকলেও কেন্দ্রের ভেতরে নেই ভোটার উপস্থিতি। কেন্দ্রের একটি কক্ষের সামনে এক পুলিশ সদস্য তাঁর ঊর্ধ্বতনকে বলতে শোনা যায়, ‘ভোটারের চেয়ে গণমাধ্যমকর্মীদের চাপ বেশি স্যার।’
৬৩ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা বাবুল চন্দ্র সাহা জানান, সকাল ১০টা পর্যন্ত ২৪টি ভোট পড়েছে। এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৫৮৮ জন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল থেকে ভোটার উপস্থিতি কম ছিল। তবে ১০ পর থেকে কিছুটা বাড়ছে।’
৬৫ নম্বর কেন্দ্রের ১ ও ৩ নম্বর কক্ষের সহকারী প্রিসাইডিং কর্মকর্তারা জানিয়েছেন, সকাল থেকে ভোটারদের অপেক্ষায় রয়েছেন তাঁরা। তাদের আশা, দুপুরের পর ভোটার উপস্থিতি বাড়বে।
সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মো. মনোয়ার হোসেন জানান, ৩ নম্বর কক্ষে সকাল থেকে ভোট পড়েছে ৬টি। সকাল ৮টায় ভোট দিতে এসেছেন ২ জন।
অন্যদিকে ১ নম্বর কক্ষের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা সেলিম মোল্লা তাঁর কক্ষের পরিস্থিতি জানিয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘এখন পর্যন্ত কেউ ভোট দিতে আসে নাই।’
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সৈয়দ আবদুল্লাহ ওমর নাসিফ আজকের পত্রিকাকে জানান, কেন্দ্রটিতে মোট ভোটার ২ হাজার ৫৩৯ জন। তবে সকাল ১০টা পর্যন্ত ভোট দিয়েছেন মাত্র ১০ জন ভোটার। তিনি বলেন, ‘সকালে বৃষ্টির কারণে ভোটার কম এসেছে। এ ছাড়াও ছুটির কারণে হয়তো দুপুরের দিকে ভোটার আসবে। গ্রাম এলাকার দিকে সকালে ভোট দিতে আসে। তবে এখানে হয়তো দুপুরের পর ভোটাররা আসবেন।’
গুলশানের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আশিকুল ইসলাম নির্ঝর আজকের পত্রিকাকে বলেন, ‘এদিকে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে জানতাম না। এখন গুলশান ২ পর্যন্ত হেঁটে যেতে হচ্ছে।’
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ এ আরাফাত ভোট দেবেন গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজের ৬৩ নম্বর কেন্দ্রে। তবে কেন্দ্রটি ঘুরে দেখা গেছে, কেন্দ্রে ভোটার উপস্থিতি নেই। সকাল ১০ পর্যন্ত দুই ঘণ্টায় ৬৩ নম্বর কেন্দ্রে মোট ভোট পড়েছে মাত্র ২৪টি অন্যদিকে ৬৫ নম্বর কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ১০টি। কেন্দ্রের কোনো কক্ষেই ভোটারদের লাইন দেখা যায়নি।
আজ সোমবার সকাল ১০টায় ৬৩ ও ৬৫ নম্বর কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রের বাইরে লোকজনের সমাগম থাকলেও কেন্দ্রের ভেতরে নেই ভোটার উপস্থিতি। কেন্দ্রের একটি কক্ষের সামনে এক পুলিশ সদস্য তাঁর ঊর্ধ্বতনকে বলতে শোনা যায়, ‘ভোটারের চেয়ে গণমাধ্যমকর্মীদের চাপ বেশি স্যার।’
৬৩ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা বাবুল চন্দ্র সাহা জানান, সকাল ১০টা পর্যন্ত ২৪টি ভোট পড়েছে। এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৫৮৮ জন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল থেকে ভোটার উপস্থিতি কম ছিল। তবে ১০ পর থেকে কিছুটা বাড়ছে।’
৬৫ নম্বর কেন্দ্রের ১ ও ৩ নম্বর কক্ষের সহকারী প্রিসাইডিং কর্মকর্তারা জানিয়েছেন, সকাল থেকে ভোটারদের অপেক্ষায় রয়েছেন তাঁরা। তাদের আশা, দুপুরের পর ভোটার উপস্থিতি বাড়বে।
সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মো. মনোয়ার হোসেন জানান, ৩ নম্বর কক্ষে সকাল থেকে ভোট পড়েছে ৬টি। সকাল ৮টায় ভোট দিতে এসেছেন ২ জন।
অন্যদিকে ১ নম্বর কক্ষের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা সেলিম মোল্লা তাঁর কক্ষের পরিস্থিতি জানিয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘এখন পর্যন্ত কেউ ভোট দিতে আসে নাই।’
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সৈয়দ আবদুল্লাহ ওমর নাসিফ আজকের পত্রিকাকে জানান, কেন্দ্রটিতে মোট ভোটার ২ হাজার ৫৩৯ জন। তবে সকাল ১০টা পর্যন্ত ভোট দিয়েছেন মাত্র ১০ জন ভোটার। তিনি বলেন, ‘সকালে বৃষ্টির কারণে ভোটার কম এসেছে। এ ছাড়াও ছুটির কারণে হয়তো দুপুরের দিকে ভোটার আসবে। গ্রাম এলাকার দিকে সকালে ভোট দিতে আসে। তবে এখানে হয়তো দুপুরের পর ভোটাররা আসবেন।’
গুলশানের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আশিকুল ইসলাম নির্ঝর আজকের পত্রিকাকে বলেন, ‘এদিকে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে জানতাম না। এখন গুলশান ২ পর্যন্ত হেঁটে যেতে হচ্ছে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
১১ মিনিট আগেপাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
১৫ মিনিট আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
১৭ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কলেজছাত্র ইমন হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলের মির্জাপুর থানায় পাঁচ দিনের রিমান্ডে আনা হয়েছে। আজ শুক্রবার সকালে তাঁকে টাঙ্গাইল কারাগার থেকে থানায় নিয়ে আসে পুলিশ।
২৪ মিনিট আগে