নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় জোবায়ের ওমর খানের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় রাঙামাটির বেদবুনিয়ায় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের সাবেক পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকীকে ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
বিকেলে মহিউদ্দিনকে আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানায় এসআই রাসেল সরদার তার ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল মঙ্গলবার মহিউদ্দিন ফারুকীকে আটক করে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ৫ আগস্ট সরকার পতনের খবর ছড়িয়ে পড়লে জোবায়ের ওমর খান বিজয় মিছিলে যোগ দিতে শাহবাগ যাওয়ার উদ্দেশে রওয়ানা করেন। যাত্রাবাড়ী থানাধীন শনিরআখড়া এলাকায় পৌঁছালে তিনি গুলিবিদ্ধ হন। পরে তাকে মিটফোর্ট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় জোবায়েরের ভাই জাবেদ ইমরান খান বাদী হয়ে ২২ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৭ জনকে আসামি করা হয়। ওই মামলায় মহিউদ্দিন ফারুকী এজাহারনামীয় ৫৯ নম্বর আসামি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় জোবায়ের ওমর খানের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় রাঙামাটির বেদবুনিয়ায় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের সাবেক পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকীকে ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
বিকেলে মহিউদ্দিনকে আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানায় এসআই রাসেল সরদার তার ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল মঙ্গলবার মহিউদ্দিন ফারুকীকে আটক করে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ৫ আগস্ট সরকার পতনের খবর ছড়িয়ে পড়লে জোবায়ের ওমর খান বিজয় মিছিলে যোগ দিতে শাহবাগ যাওয়ার উদ্দেশে রওয়ানা করেন। যাত্রাবাড়ী থানাধীন শনিরআখড়া এলাকায় পৌঁছালে তিনি গুলিবিদ্ধ হন। পরে তাকে মিটফোর্ট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় জোবায়েরের ভাই জাবেদ ইমরান খান বাদী হয়ে ২২ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৭ জনকে আসামি করা হয়। ওই মামলায় মহিউদ্দিন ফারুকী এজাহারনামীয় ৫৯ নম্বর আসামি।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগেনড়াইলের কালিয়া উপজেলার ধানখেত থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
৫ ঘণ্টা আগেঝিনাইদহ সদর উপজেলার শিকারপুর গ্রামের পুকুর থেকে এক মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় তার এক সহপাঠীকে আটক করেছে পুলিশ।
৫ ঘণ্টা আগেসুনামগঞ্জের জগন্নাথপুরে পৃথক দুটি হত্যা মামলায় দুই শিশুসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গতকাপল বুধবার রাতে তাঁদের পৃথক এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
৬ ঘণ্টা আগে