শ্যামপুর-কদমতলী (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সয়াবিন তেলের অবৈধ মজুত এবং অতিরিক্ত দামে তেল বিক্রির অপরাধে ৩ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। আজ সোমবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মণ্ডলের নেতৃত্বে ও র্যাব-৩ এর সদস্যদের সহযোগিতায় উত্তর যাত্রাবাড়ী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অদ্বিতি ট্রেডার্স, মেসার্স সিফাত ট্রেডিং ও মেসার্স মিন্টু স্টোর নামে তিন ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে নগদ ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় অদ্বিতি ট্রেডার্সের মালিক সজল আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সাধারণত তেল মজুত রাখি না, শুধু সয়াবিন তেল বিক্রি করি। ব্যবসা চলমান রাখার স্বার্থে আমরা মৌলভী বাজার থেকে অতিরিক্ত দামে তেল কিনলেও বর্তমানে ওই ব্যবসায়ীরা আমাদের কোনো চালান, মেমো বা কোনো প্রমাণপত্র দেয় না। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে আমরা কোনো প্রমাণপত্র দেখাতে পারিনি।’
তবে এ বিষয়টি অস্বীকার করে মৌলভি বাজারে অবস্থিত বাংলাদেশ পাইকারি ভোজ্য তেল ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলী ভুট্টু আজকের পত্রিকাকে বলেন, ‘ক্যাশ মেমো ব্যতীত কোনোভাবেই মৌলভি বাজার থেকে তেল বিক্রির নিয়ম নেই। তা ছাড়া ক্যাশ মেমো বাদে বাজার থেকে কোনো প্রকার মালামাল বের করারও সুযোগ নেই। কিছু অসাধুরা কৃত্রিম সংকট সৃষ্টি করে কম দামে কেনা তেল অতিরিক্ত দামে বিক্রি করে বলে, তারা ক্রয় রসিদ দেখাতে চায় না।’
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মণ্ডল বলেন, ‘কতিপয় অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করে অবৈধভাবে সয়াবিন তেল মজুত রেখে অতিরিক্ত দামে বিক্রি করে আসছিল বলে আমাদের কাছে অভিযোগ ছিল। ওই অভিযোগের ভিত্তিতেই আমরা অভিযান পরিচালনা করেছি। এটি অব্যাহত থাকবে।’
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সয়াবিন তেলের অবৈধ মজুত এবং অতিরিক্ত দামে তেল বিক্রির অপরাধে ৩ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। আজ সোমবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মণ্ডলের নেতৃত্বে ও র্যাব-৩ এর সদস্যদের সহযোগিতায় উত্তর যাত্রাবাড়ী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অদ্বিতি ট্রেডার্স, মেসার্স সিফাত ট্রেডিং ও মেসার্স মিন্টু স্টোর নামে তিন ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে নগদ ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় অদ্বিতি ট্রেডার্সের মালিক সজল আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সাধারণত তেল মজুত রাখি না, শুধু সয়াবিন তেল বিক্রি করি। ব্যবসা চলমান রাখার স্বার্থে আমরা মৌলভী বাজার থেকে অতিরিক্ত দামে তেল কিনলেও বর্তমানে ওই ব্যবসায়ীরা আমাদের কোনো চালান, মেমো বা কোনো প্রমাণপত্র দেয় না। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে আমরা কোনো প্রমাণপত্র দেখাতে পারিনি।’
তবে এ বিষয়টি অস্বীকার করে মৌলভি বাজারে অবস্থিত বাংলাদেশ পাইকারি ভোজ্য তেল ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলী ভুট্টু আজকের পত্রিকাকে বলেন, ‘ক্যাশ মেমো ব্যতীত কোনোভাবেই মৌলভি বাজার থেকে তেল বিক্রির নিয়ম নেই। তা ছাড়া ক্যাশ মেমো বাদে বাজার থেকে কোনো প্রকার মালামাল বের করারও সুযোগ নেই। কিছু অসাধুরা কৃত্রিম সংকট সৃষ্টি করে কম দামে কেনা তেল অতিরিক্ত দামে বিক্রি করে বলে, তারা ক্রয় রসিদ দেখাতে চায় না।’
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মণ্ডল বলেন, ‘কতিপয় অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করে অবৈধভাবে সয়াবিন তেল মজুত রেখে অতিরিক্ত দামে বিক্রি করে আসছিল বলে আমাদের কাছে অভিযোগ ছিল। ওই অভিযোগের ভিত্তিতেই আমরা অভিযান পরিচালনা করেছি। এটি অব্যাহত থাকবে।’
বিএনপিসমর্থিত কুড়িগ্রাম জেলা জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বজলুর রশিদকে জেলা দায়রা ও জজ আদালতের নতুন পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
৩ ঘণ্টা আগেবগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় মেসার্স মণ্ডল ট্রেডার্স নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকেলে এ অভিযান চালায় উপজেলা প্রশাসন।
৩ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয় করার দাবিতে দুই দিন ধরে চলা আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন রাজধানীর মহাখালীতে অবস্থিত সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের দাবির সম্ভাব্যতা যাচাইয়ে শিক্ষা মন্ত্রণালয় কমিটি গঠন করবে, এমন আশ্বাসে চলমান কর্মসূচি স্থগিত করেন তাঁরা।
৪ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল মঙ্গলবার হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এতে বাধা দিতে গেলে প্রধান নির্বাহী কর্মকর্তা, মহাব্যবস্থাপক (অপারেশনস), ছাত্রসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলায় এক ছাত্র আহতের ঘটনায় শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন
৪ ঘণ্টা আগে