নারায়ণগঞ্জ প্রতিনিধি
‘ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রেমিক হবে। ভালোবাসতে শিখবে। তারা মেয়েদের কাছে প্রেমের চিঠি লিখবে। মেয়েদের নিপীড়নকারী হবে না। যারা নিপীড়নের চেষ্টা করে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে ছাত্রলীগ। এখানে চাঁদাবাজ, নিপীড়নকারী, লাঞ্ছনাকারীর স্থান হবে না।’
আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জের ইসদাইরে অবস্থিত ওসমানী স্টেডিয়ামে বিশেষ কর্মিসভায় উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।
সম্প্রতি দীর্ঘদিনের প্রেমের পর বিয়ে করেন ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে চলছে আলোচনা। আর এই সময়ে এ কথা বললেন বর্তমান সভাপতি।
কর্মিসভায় কমিটি গঠন নিয়ে ছাত্রলীগের সভাপতি বলেন, ‘ছাত্রলীগের জেলা বা মহানগরের কমিটি হবে সম্মেলনের মাধ্যমে। ঢাকায় বসে কোনো প্রেস রিলিজের মাধ্যমে কমিটি গঠন হবে না। তৃণমূলের মতামত নিয়েই সম্মেলন করা হবে এবং সেখানেই নির্বাচিত হবে নেতা।’
তিনি আরও বলেন, ছাত্রলীগ কেবল রাজনৈতিক সংগঠন নয়, ‘এটি একটি আলোকিত ভবিষ্যৎ প্রজন্ম তৈরিকারী সংগঠন। ছাত্রলীগই আগামীতে উজ্জ্বল ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করবে। আমরা যেন দক্ষ মানবসম্পদে পরিণত হতে পারি, পলিটিক্যাল লিডারশিপের পাশাপাশি একাডেমিক, বিজনেস, কালচারাল লিডারশিপ তৈরি করতে পারি। তাহলে আগামী দিনে সার্ভিস সেক্টর বা প্রশাসনে ছাত্রলীগ হবে পরিপূর্ণ একটি প্ল্যাটফর্ম। ছাত্রলীগ হবে আলোকিত মানুষ তৈরির পাঠশালা।’
সাদ্দাম হোসেন বলেন, ‘ছাত্রলীগকে অর্থ বানানোর মেশিন হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। এটা কর্মীদের লক্ষ্য নয়। ব্যাংক ব্যালেন্স তৈরি করা আমাদের কর্মীদের লক্ষ্য নয়। আমাদের বঙ্গবন্ধুর আদর্শে বলীয়ান হতে হবে। নিজেদের দক্ষ হিসেবে তৈরির পাশাপাশি আরেকজনকেও দক্ষ করতে সহায়তা করতে হবে। ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রেমিক হবে। ভালোবাসতে শিখবে। তারা মেয়েদের কাছে প্রেমের চিঠি লিখবে। মেয়েদের নিপীড়নকারী হবে না। যারা নিপীড়নের চেষ্টা করে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে ছাত্রলীগ। এখানে চাঁদাবাজ, নিপীড়নকারী, লাঞ্ছনাকারীর স্থান হবে না।’
গণমাধ্যমের উদ্দেশে সাদ্দাম হোসেন বলেন, ‘রাজনৈতিক নৈরাজ্য করতে মিডিয়ায় অপপ্রচার করা সঠিক সাংবাদিকতা নয়। ছাত্রলীগ ১০০টি ভালো কাজ করলে নিউজ হয় না। একটি খারাপ কাজ করলে ১০০টি নিউজ হয়। সংবাদ উপস্থাপন করার পর পাঠক সিদ্ধান্ত নেবে, কিন্তু মিডিয়া ট্রায়াল আমাদের প্রত্যাশিত নয়। সংবাদ এমন হবে, যেখান থেকে আমরা সংশোধন করে নিতে পারব নিজেদের।’
এ সময় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসনাত বিন্দু, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুল ইসলাম আজিজ, সাধারণ সম্পাদক রাফেল আহমেদসহ অনেকে। এ ছাড়া সভায় দর্শকের আসনে উপস্থিত ছিলেন এমপি শামীম ওসমান, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ খোকন সাহা প্রমুখ।
‘ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রেমিক হবে। ভালোবাসতে শিখবে। তারা মেয়েদের কাছে প্রেমের চিঠি লিখবে। মেয়েদের নিপীড়নকারী হবে না। যারা নিপীড়নের চেষ্টা করে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে ছাত্রলীগ। এখানে চাঁদাবাজ, নিপীড়নকারী, লাঞ্ছনাকারীর স্থান হবে না।’
আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জের ইসদাইরে অবস্থিত ওসমানী স্টেডিয়ামে বিশেষ কর্মিসভায় উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।
সম্প্রতি দীর্ঘদিনের প্রেমের পর বিয়ে করেন ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে চলছে আলোচনা। আর এই সময়ে এ কথা বললেন বর্তমান সভাপতি।
কর্মিসভায় কমিটি গঠন নিয়ে ছাত্রলীগের সভাপতি বলেন, ‘ছাত্রলীগের জেলা বা মহানগরের কমিটি হবে সম্মেলনের মাধ্যমে। ঢাকায় বসে কোনো প্রেস রিলিজের মাধ্যমে কমিটি গঠন হবে না। তৃণমূলের মতামত নিয়েই সম্মেলন করা হবে এবং সেখানেই নির্বাচিত হবে নেতা।’
তিনি আরও বলেন, ছাত্রলীগ কেবল রাজনৈতিক সংগঠন নয়, ‘এটি একটি আলোকিত ভবিষ্যৎ প্রজন্ম তৈরিকারী সংগঠন। ছাত্রলীগই আগামীতে উজ্জ্বল ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করবে। আমরা যেন দক্ষ মানবসম্পদে পরিণত হতে পারি, পলিটিক্যাল লিডারশিপের পাশাপাশি একাডেমিক, বিজনেস, কালচারাল লিডারশিপ তৈরি করতে পারি। তাহলে আগামী দিনে সার্ভিস সেক্টর বা প্রশাসনে ছাত্রলীগ হবে পরিপূর্ণ একটি প্ল্যাটফর্ম। ছাত্রলীগ হবে আলোকিত মানুষ তৈরির পাঠশালা।’
সাদ্দাম হোসেন বলেন, ‘ছাত্রলীগকে অর্থ বানানোর মেশিন হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। এটা কর্মীদের লক্ষ্য নয়। ব্যাংক ব্যালেন্স তৈরি করা আমাদের কর্মীদের লক্ষ্য নয়। আমাদের বঙ্গবন্ধুর আদর্শে বলীয়ান হতে হবে। নিজেদের দক্ষ হিসেবে তৈরির পাশাপাশি আরেকজনকেও দক্ষ করতে সহায়তা করতে হবে। ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রেমিক হবে। ভালোবাসতে শিখবে। তারা মেয়েদের কাছে প্রেমের চিঠি লিখবে। মেয়েদের নিপীড়নকারী হবে না। যারা নিপীড়নের চেষ্টা করে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে ছাত্রলীগ। এখানে চাঁদাবাজ, নিপীড়নকারী, লাঞ্ছনাকারীর স্থান হবে না।’
গণমাধ্যমের উদ্দেশে সাদ্দাম হোসেন বলেন, ‘রাজনৈতিক নৈরাজ্য করতে মিডিয়ায় অপপ্রচার করা সঠিক সাংবাদিকতা নয়। ছাত্রলীগ ১০০টি ভালো কাজ করলে নিউজ হয় না। একটি খারাপ কাজ করলে ১০০টি নিউজ হয়। সংবাদ উপস্থাপন করার পর পাঠক সিদ্ধান্ত নেবে, কিন্তু মিডিয়া ট্রায়াল আমাদের প্রত্যাশিত নয়। সংবাদ এমন হবে, যেখান থেকে আমরা সংশোধন করে নিতে পারব নিজেদের।’
এ সময় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসনাত বিন্দু, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুল ইসলাম আজিজ, সাধারণ সম্পাদক রাফেল আহমেদসহ অনেকে। এ ছাড়া সভায় দর্শকের আসনে উপস্থিত ছিলেন এমপি শামীম ওসমান, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ খোকন সাহা প্রমুখ।
রাজধানীর উত্তরার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১১ হাজার ৬০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত তুরাগের বাউনিয়া, বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশনের স্টাফ কোয়ার্টার ও উত্তরা ৯ নম্বর সেক্টর এলাকায় এ অভিযান চালানো হয়।
১ মিনিট আগেগোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১০ টাকার একটি চিতই পিঠার সঙ্গে বিনা মূল্যে মিলছে ৩০ রকমের ভর্তা। সুস্বাদু ভর্তার টানে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত পিঠার দোকানে ভিড় লেগে থাকে। আর ভোজন রসিকেরা পরম তৃপ্তির সঙ্গে পিঠার স্বাদ নেন।
৪ মিনিট আগেলক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় আহনাফ হোসেন (৭) নামের এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে মহাসড়কে জকসিন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সদর উপজেলার যাদৈয়া এলাকার সফিকুল আলমের ছেলে।
৫ মিনিট আগেরাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে