নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতিসংঘ সড়ক নিরাপত্তা ২০২৩ উপলক্ষে ব্র্যাকের উদ্যোগে হাতিরঝিলে আয়োজিত হলো পরিবেশবান্ধব সাইকেল শোভাযাত্রা। আজ শুক্রবার সকালে হাতিরঝিলের অ্যাম্পি থিয়েটারের পাশে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুখ বলেন, পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় সাইকেলবান্ধব ও হাঁটার উপযোগী নগরী গড়তে হবে।
ডিএমপি কমিশনার বলেন, ‘সাইকেল হলো একটি উত্তম বাহন। কিন্তু রাস্তায় চলার জন্য উত্তম ব্যবস্থা নেই। যাঁরা এখন টাউনশিপের ডিজাইন করছেন, তাঁদের সাইকেলের উপযোগী করে নগরী গড়ে তুলতে হবে। সাইকেলের জন্য রাস্তায় আলাদা লেনের ব্যবস্থা থাকতে হবে। সাইকেল কোনো পরিবেশ দূষিত করে না। একই সঙ্গে এটি চালানোর মাধ্যমে ব্যায়ামও হয়। তাই আমাদের নগর পরিকল্পনায় বিষয়টি অন্তর্ভুক্ত রাখতে হবে।’
গোলাম ফারুখ আরও বলেন, ‘ঢাকা শহরের রাস্তায় দৈনিক ২ লাখ গাড়ি চলাচলের সক্ষমতা আছে, কিন্তু গাড়ি চলাচল করছে ১২ লাখ। ফলে যানজট লেগেই থাকছে। এ জন্য আমাদের হাঁটা, সাইকেলের জন্য আলাদা লেন ও গণপরিবহনের ব্যবহার বাড়াতে হবে।’
শোভাযাত্রায় অংশ নিয়ে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, ‘আমাদের নগর পরিকল্পনায় সাইকেলকে বিবেচনায় রেখে সাজাতে হবে। সাইকেলের নিরাপদ চলাচলের জন্য আলাদা লেনের ব্যবস্থা করতে হবে। বর্তমানে নগরের যে বিস্তার ঘটছে ও রাস্তা নির্মাণ হচ্ছে, সেখানে অবশ্যই সাইকেলের জন্য আলাদা লেনের ব্যবস্থা করতে হবে। এটা নীতিনির্ধারণী পর্যায় থেকেও বাস্তবায়নের নির্দেশনা থাকাটা জরুরি।’
পরে সাইকেলিস্টদের একটি শোভাযাত্রা হাতিরঝিলের পুলিশ প্লাজা, মধুবাগ ব্রিজ হয়ে অ্যাম্পি থিয়েটারের পাশে এসে শেষ হয়। সাইকেল শোভাযাত্রায় অনেক নারীও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
জাতিসংঘ সড়ক নিরাপত্তা ২০২৩ উপলক্ষে ব্র্যাকের উদ্যোগে হাতিরঝিলে আয়োজিত হলো পরিবেশবান্ধব সাইকেল শোভাযাত্রা। আজ শুক্রবার সকালে হাতিরঝিলের অ্যাম্পি থিয়েটারের পাশে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুখ বলেন, পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় সাইকেলবান্ধব ও হাঁটার উপযোগী নগরী গড়তে হবে।
ডিএমপি কমিশনার বলেন, ‘সাইকেল হলো একটি উত্তম বাহন। কিন্তু রাস্তায় চলার জন্য উত্তম ব্যবস্থা নেই। যাঁরা এখন টাউনশিপের ডিজাইন করছেন, তাঁদের সাইকেলের উপযোগী করে নগরী গড়ে তুলতে হবে। সাইকেলের জন্য রাস্তায় আলাদা লেনের ব্যবস্থা থাকতে হবে। সাইকেল কোনো পরিবেশ দূষিত করে না। একই সঙ্গে এটি চালানোর মাধ্যমে ব্যায়ামও হয়। তাই আমাদের নগর পরিকল্পনায় বিষয়টি অন্তর্ভুক্ত রাখতে হবে।’
গোলাম ফারুখ আরও বলেন, ‘ঢাকা শহরের রাস্তায় দৈনিক ২ লাখ গাড়ি চলাচলের সক্ষমতা আছে, কিন্তু গাড়ি চলাচল করছে ১২ লাখ। ফলে যানজট লেগেই থাকছে। এ জন্য আমাদের হাঁটা, সাইকেলের জন্য আলাদা লেন ও গণপরিবহনের ব্যবহার বাড়াতে হবে।’
শোভাযাত্রায় অংশ নিয়ে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, ‘আমাদের নগর পরিকল্পনায় সাইকেলকে বিবেচনায় রেখে সাজাতে হবে। সাইকেলের নিরাপদ চলাচলের জন্য আলাদা লেনের ব্যবস্থা করতে হবে। বর্তমানে নগরের যে বিস্তার ঘটছে ও রাস্তা নির্মাণ হচ্ছে, সেখানে অবশ্যই সাইকেলের জন্য আলাদা লেনের ব্যবস্থা করতে হবে। এটা নীতিনির্ধারণী পর্যায় থেকেও বাস্তবায়নের নির্দেশনা থাকাটা জরুরি।’
পরে সাইকেলিস্টদের একটি শোভাযাত্রা হাতিরঝিলের পুলিশ প্লাজা, মধুবাগ ব্রিজ হয়ে অ্যাম্পি থিয়েটারের পাশে এসে শেষ হয়। সাইকেল শোভাযাত্রায় অনেক নারীও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছ
৬ মিনিট আগেরাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরে স্থানান্তর করা হয়েছে প্রায় সাত বছর আগে। কিন্তু ট্যানারির দূষণ এখনো রয়ে গেছে হাজারীবাগে। ওই এলাকায় চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত রাসায়নিকের উৎকট গন্ধ আর খালে প্রবাহিত ট্যানারি বর্জ্য জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।
৬ মিনিট আগেপিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে লোকালয়ে গড়ে ওঠা একটি খামারের কারণে হুমকিতে পড়েছে জনস্বাস্থ্য। গরু, ছাগল ও মুরগির সমন্বয়ে খামারটি করেছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট শহীদুল হক খান পান্না।
৭ মিনিট আগেবাংলাদেশ থেকে বিভিন্ন দেশে অভিবাসন, শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে যাত্রা করা নাগরিকদের সংখ্যা ক্রমেই বাড়ছে। ইউরোপীয় বিভিন্ন দেশের কনস্যুলেট এবং দূতাবাস কার্যক্রম না থাকায় নাগরিকদের অন্য দেশ অভিমুখী হতে হচ্ছে।
১ ঘণ্টা আগে