ঢাকা মহানগরের আইনশৃঙ্খলার মডেল হবে মোহাম্মদপুর: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ১২: ২৩
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি: আজকের পত্রিকা

ঢাকার মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি সহনীয় পর্যায়ে চলে এসেছে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘অন্যান্য এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে মোহাম্মদপুরকে মডেল হিসেবে ব্যবহার করবে সরকার।’

ঢাকা মহানগর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ আইনশৃঙ্খলা সভা শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও কীভাবে উন্নতি করা যায়, সে বিষয়ে আলোচনা করেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে। কিন্তু আরও উন্নতি করার জায়গা রয়ে গেছে।’

তিনি বলেন, ‘মোহাম্মদপুর একসময় খুব ঝামেলাপূর্ণ এলাকা ছিল, মোটামুটি একটা সহনীয় পর্যায়ে চলে গেছে। অন্যান্য এলাকায়ও এই মডেলে কাজ করা হবে।’

সরকারের পতনের পর ঢাকার সব পুলিশ পরিবর্তন করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তাদের একটু সময় দিতে হবে। তাদের অলিগলি চিনতে হবে, তাদের যে নেটওয়ার্ক আছে, সেটা চিনতেও একটু সময় দিতে হবে।’

তিনি বলেন, ‘চাঁদাবাজি যেন কোনো অবস্থায় না হয়। ক্রিমিনাল যেই হোক, যত বড় প্রতাপশালীই হোক কেন, যে দলেরই হোক না কেন, তাকে কোনো ছাড় দেওয়া হবে না।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ট্রাফিকের একটি বড় সমস্যা রাস্তার ভেতরের দোকানপাট। আপাতত এগুলো যেন এখান থেকে সরিয়ে দেওয়া যায়। একটি দোকান উঠিয়ে দেওয়ার কিছুক্ষণ পরে আরেকটা দোকান চলে আসে।’

চার্জার রিকশাগুলো প্রধান সড়কে চলে আসে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা বিদ্যুৎ মন্ত্রণালয়কে বলব, এসব রিকশা চার্জ করার যে চার্জিং পয়েন্ট রয়েছে, সেখানে তাদের ব্যাটারিগুলো যেন চার্জ করা না হয়।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্যিক সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ-পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

বাংলাদেশের বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ, ‘ঐতিহাসিক’ বলা হচ্ছে যে কারণে

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত

নির্বাচন সংস্কার কমিশনের সংলাপ শুরু কাল, চলবে পুরো নভেম্বর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত