ঢাবি প্রতিনিধি
স্থগিত হওয়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) টার্ম ফাইনাল পরীক্ষা আগামী ১১ মে থেকে শুরু হবে। বিভিন্ন পক্ষের মধ্যে আলোচনার ভিত্তিতে পরীক্ষার এই শিডিউল নির্ধারণ করা হয়েছে। আলোচনায় উপস্থিত থাকা একাধিক শিক্ষক ও শিক্ষার্থী আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থগিত হওয়া পরীক্ষার রিশিডিউল বিষয়ে আলোচনায় অংশ নেন বিভাগীয় প্রধানেরা, শ্রেণি প্রতিনিধিরা (সিআর), বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার, উপ-উপাচার্য অধ্যাপক আবদুল জব্বার খান, ডিন, ছাত্রকল্যাণ পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রক এবং রেজিস্ট্রার।
নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক আজকের পত্রিকাকে বলেন, ‘পরীক্ষা আবার শুরু হওয়ার সিদ্ধান্ত হয়েছে। ১১ তারিখ থেকে শুরু হবে।’
নাম প্রকাশ না করার শর্তে এক শ্রেণি প্রতিনিধি আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের পরীক্ষার সময়ে ক্লাস থাকে না। টার্ম ফাইনাল পরীক্ষা সবার একসঙ্গে হয়। ঈদুল আজহার আগে আগে সব পরীক্ষা শেষ হবে। পরীক্ষা শেষে একটি টার্ম ফাইনাল ব্রেক থাকে, ব্রেক শেষে আবার ক্লাস শুরু হবে। ১১ মে থেকে পরীক্ষা শুরু হবে।’
আরেক শিক্ষার্থী বলেন, ‘ছাত্ররাজনীতি না থাকার বিষয়ে সব শিক্ষার্থী একমত, সেটি শিক্ষকদের আমরা বলেছি। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের বিষয়েও কথা বলেছি। আমরা সবকিছু ইতিবাচক হিসেবে দেখছি, শিক্ষকেরা আমাদের দাবির সঙ্গে রয়েছেন।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আলোচনা করেছি শ্রেণি প্রতিনিধিদের সঙ্গে। স্বাভাবিক একাডেমিক কার্যক্রমে আমরা ফিরে যাচ্ছি। রেজুলেশন আকারে প্রকাশ না হওয়া পর্যন্ত বিস্তারিত বলতে পারছি না।’
উল্লেখ্য, গত ২৭ মার্চ মধ্যরাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতির বুয়েট ক্যাম্পাসে প্রবেশকে কেন্দ্র করে আন্দোলনে নামেন বুয়েটের শিক্ষার্থীরা। পরে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধের সিদ্ধান্ত বহাল রাখাসহ ৬ দফা দাবি জানান তাঁরা। এই ঘটনায় গঠিত তদন্ত কমিটি এরই মধ্যে উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। এরপর বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক (ডিএসডব্লিউ) অধ্যাপক মো. মিজানুর রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে।
স্থগিত হওয়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) টার্ম ফাইনাল পরীক্ষা আগামী ১১ মে থেকে শুরু হবে। বিভিন্ন পক্ষের মধ্যে আলোচনার ভিত্তিতে পরীক্ষার এই শিডিউল নির্ধারণ করা হয়েছে। আলোচনায় উপস্থিত থাকা একাধিক শিক্ষক ও শিক্ষার্থী আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থগিত হওয়া পরীক্ষার রিশিডিউল বিষয়ে আলোচনায় অংশ নেন বিভাগীয় প্রধানেরা, শ্রেণি প্রতিনিধিরা (সিআর), বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার, উপ-উপাচার্য অধ্যাপক আবদুল জব্বার খান, ডিন, ছাত্রকল্যাণ পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রক এবং রেজিস্ট্রার।
নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক আজকের পত্রিকাকে বলেন, ‘পরীক্ষা আবার শুরু হওয়ার সিদ্ধান্ত হয়েছে। ১১ তারিখ থেকে শুরু হবে।’
নাম প্রকাশ না করার শর্তে এক শ্রেণি প্রতিনিধি আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের পরীক্ষার সময়ে ক্লাস থাকে না। টার্ম ফাইনাল পরীক্ষা সবার একসঙ্গে হয়। ঈদুল আজহার আগে আগে সব পরীক্ষা শেষ হবে। পরীক্ষা শেষে একটি টার্ম ফাইনাল ব্রেক থাকে, ব্রেক শেষে আবার ক্লাস শুরু হবে। ১১ মে থেকে পরীক্ষা শুরু হবে।’
আরেক শিক্ষার্থী বলেন, ‘ছাত্ররাজনীতি না থাকার বিষয়ে সব শিক্ষার্থী একমত, সেটি শিক্ষকদের আমরা বলেছি। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের বিষয়েও কথা বলেছি। আমরা সবকিছু ইতিবাচক হিসেবে দেখছি, শিক্ষকেরা আমাদের দাবির সঙ্গে রয়েছেন।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আলোচনা করেছি শ্রেণি প্রতিনিধিদের সঙ্গে। স্বাভাবিক একাডেমিক কার্যক্রমে আমরা ফিরে যাচ্ছি। রেজুলেশন আকারে প্রকাশ না হওয়া পর্যন্ত বিস্তারিত বলতে পারছি না।’
উল্লেখ্য, গত ২৭ মার্চ মধ্যরাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতির বুয়েট ক্যাম্পাসে প্রবেশকে কেন্দ্র করে আন্দোলনে নামেন বুয়েটের শিক্ষার্থীরা। পরে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধের সিদ্ধান্ত বহাল রাখাসহ ৬ দফা দাবি জানান তাঁরা। এই ঘটনায় গঠিত তদন্ত কমিটি এরই মধ্যে উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। এরপর বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক (ডিএসডব্লিউ) অধ্যাপক মো. মিজানুর রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রাজধানীর উত্তরার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১১ হাজার ৬০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত তুরাগের বাউনিয়া, বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশনের স্টাফ কোয়ার্টার ও উত্তরা ৯ নম্বর সেক্টর এলাকায় এ অভিযান চালানো হয়।
১ few সেকেন্ড আগেগোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১০ টাকার একটি চিতই পিঠার সঙ্গে বিনা মূল্যে মিলছে ৩০ রকমের ভর্তা। সুস্বাদু ভর্তার টানে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত পিঠার দোকানে ভিড় লেগে থাকে। আর ভোজন রসিকেরা পরম তৃপ্তির সঙ্গে পিঠার স্বাদ নেন।
৪ মিনিট আগেলক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় আহনাফ হোসেন (৭) নামের এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে মহাসড়কে জকসিন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সদর উপজেলার যাদৈয়া এলাকার সফিকুল আলমের ছেলে।
৫ মিনিট আগেরাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে