নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পটুয়াখালী-৩ আসন তথা গলাচিপা ও দশমিনার সরকারদলীয় সংসদ সদস্য এসএম শাহাজাদা স্বাস্থ্যসেবা নিয়ে চিপার মধ্যে রয়েছেন বলে জাতীয় সংসদকে জানান। তিনি বলেন, ‘আমি আড়াই বছর আগে মন্ত্রী মহোদয়কে পত্র দিয়েছিলাম স্বাস্থ্যকেন্দ্রের জন্য। আমি এখন পর্যন্ত স্বাস্থ্যকেন্দ্রটি পাইনি। এখানে ৭ লাখ লোক স্বাস্থ্যসেবার চিপার ভেতরে আছে। জানতে চাই এখানে নতুন স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ হবে কি না? হলে সেটা কবে?’
আজ রোববার একাদশ সংসদের অষ্টাদশ অধিবেশনের প্রশ্নোত্তরে সরকারি দলের এই সংসদ সদস্য স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে সম্পূরক প্রশ্নে এসব কথা বলেন।
প্রশ্ন করার সময় তিনি বলেন, ‘আমার নির্বাচনী এলাকায় দুটি উপজেলা। তার একটির নাম গলাচিপা। এই উপজেলার স্বাস্থ্যসেবা নিয়ে নামের সাথে সাথে কিছুটা চিপার মধ্যেই পড়ে গেছি। এই উপজেলার একটি অংশ ছিল, এখন সেটি রাঙাবালি নামের উপজেলা। সেটা এখন পটুয়াখালী-৪ আসনের ভেতরে। ওখানে স্বাস্থ্য কমপ্লেক্স নেই। আবার আমার গলাচিপাতে যে স্বাস্থ্য কমপ্লেক্সটি আছে। সেটা বেশ আগের। এটা জীর্ণশীর্ণ অবস্থায় আছে।’
সংসদ সদস্য আরও বলেন, ‘এই স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে একাধিক ভবন রয়েছে, সেগুলো জীর্ণশীর্ণ হওয়ায় পরিত্যক্ত ঘোষণা হয়েছে। এই উপজেলায় ৫ লাখ জনসংখ্যা। পার্শ্ববর্তী উপজেলায় (রাঙাবালি) আরও প্রায় আড়াই লাখ লোক রয়েছে। দুই উপজেলার স্বাস্থ্যসেবা পরিচালিত হয় এই স্বাস্থ্যকেন্দ্র থেকে।’
পরে এসএম শাহাজাদার জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার জীর্ণশীর্ণ সব স্বাস্থ্যকেন্দ্র নতুন করে নির্মাণ করে দিচ্ছে। এই উপজেলার স্বাস্থ্যকেন্দ্র সে ধরনের হলে সরকার তা পুনর্নির্মাণের উদ্যোগ নেবে।
উল্লেখ্য, স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়। করোনাকালের পুরো সময়টি মন্ত্রীদের প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হতো। দীর্ঘদিন পর রোববার সরাসরি প্রশ্নোত্তরপর্ব হয়। যদিও গত অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি প্রশ্নের উত্তর দেন।
পটুয়াখালী-৩ আসন তথা গলাচিপা ও দশমিনার সরকারদলীয় সংসদ সদস্য এসএম শাহাজাদা স্বাস্থ্যসেবা নিয়ে চিপার মধ্যে রয়েছেন বলে জাতীয় সংসদকে জানান। তিনি বলেন, ‘আমি আড়াই বছর আগে মন্ত্রী মহোদয়কে পত্র দিয়েছিলাম স্বাস্থ্যকেন্দ্রের জন্য। আমি এখন পর্যন্ত স্বাস্থ্যকেন্দ্রটি পাইনি। এখানে ৭ লাখ লোক স্বাস্থ্যসেবার চিপার ভেতরে আছে। জানতে চাই এখানে নতুন স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ হবে কি না? হলে সেটা কবে?’
আজ রোববার একাদশ সংসদের অষ্টাদশ অধিবেশনের প্রশ্নোত্তরে সরকারি দলের এই সংসদ সদস্য স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে সম্পূরক প্রশ্নে এসব কথা বলেন।
প্রশ্ন করার সময় তিনি বলেন, ‘আমার নির্বাচনী এলাকায় দুটি উপজেলা। তার একটির নাম গলাচিপা। এই উপজেলার স্বাস্থ্যসেবা নিয়ে নামের সাথে সাথে কিছুটা চিপার মধ্যেই পড়ে গেছি। এই উপজেলার একটি অংশ ছিল, এখন সেটি রাঙাবালি নামের উপজেলা। সেটা এখন পটুয়াখালী-৪ আসনের ভেতরে। ওখানে স্বাস্থ্য কমপ্লেক্স নেই। আবার আমার গলাচিপাতে যে স্বাস্থ্য কমপ্লেক্সটি আছে। সেটা বেশ আগের। এটা জীর্ণশীর্ণ অবস্থায় আছে।’
সংসদ সদস্য আরও বলেন, ‘এই স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে একাধিক ভবন রয়েছে, সেগুলো জীর্ণশীর্ণ হওয়ায় পরিত্যক্ত ঘোষণা হয়েছে। এই উপজেলায় ৫ লাখ জনসংখ্যা। পার্শ্ববর্তী উপজেলায় (রাঙাবালি) আরও প্রায় আড়াই লাখ লোক রয়েছে। দুই উপজেলার স্বাস্থ্যসেবা পরিচালিত হয় এই স্বাস্থ্যকেন্দ্র থেকে।’
পরে এসএম শাহাজাদার জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার জীর্ণশীর্ণ সব স্বাস্থ্যকেন্দ্র নতুন করে নির্মাণ করে দিচ্ছে। এই উপজেলার স্বাস্থ্যকেন্দ্র সে ধরনের হলে সরকার তা পুনর্নির্মাণের উদ্যোগ নেবে।
উল্লেখ্য, স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়। করোনাকালের পুরো সময়টি মন্ত্রীদের প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হতো। দীর্ঘদিন পর রোববার সরাসরি প্রশ্নোত্তরপর্ব হয়। যদিও গত অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি প্রশ্নের উত্তর দেন।
বিএনপিসমর্থিত কুড়িগ্রাম জেলা জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বজলুর রশিদকে জেলা দায়রা ও জজ আদালতের নতুন পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
১ ঘণ্টা আগেবগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় মেসার্স মণ্ডল ট্রেডার্স নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকেলে এ অভিযান চালায় উপজেলা প্রশাসন।
১ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয় করার দাবিতে দুই দিন ধরে চলা আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন রাজধানীর মহাখালীতে অবস্থিত সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের দাবির সম্ভাব্যতা যাচাইয়ে শিক্ষা মন্ত্রণালয় কমিটি গঠন করবে, এমন আশ্বাসে চলমান কর্মসূচি স্থগিত করেন তাঁরা।
২ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল মঙ্গলবার হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এতে বাধা দিতে গেলে প্রধান নির্বাহী কর্মকর্তা, মহাব্যবস্থাপক (অপারেশনস), ছাত্রসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলায় এক ছাত্র আহতের ঘটনায় শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন
২ ঘণ্টা আগে