সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে বহেড়াতৈল গণ উচ্চবিদ্যালয়ের সামনের খেলার মাঠটি পুনরায় দখলে নিয়েছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠের চারদিকে কাঁটাতারের বেড়া, স্থাপনা ও গাছের চারা উচ্ছেদ করে মাঠটি দখলে নেয়। এ সময় উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছে বলে থানায় পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে।
সোমবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, মাঠে শতাধিক ছাত্র-ছাত্রী ফুটবল নিয়ে খেলা করছে। কেউ কেউ মাঠ থেকে উচ্ছেদ করা ঘরের মাটি পরিষ্কার করছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৮৫ সাল থেকে উপজেলার বহেড়াতৈল গণ উচ্চবিদ্যালয় সংলগ্ন খেলার মাঠ ও বন বিভাগের বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের ৩৬৮ শতাংশ জমি নিয়ে আদালতে মামলা চলছিল। স্থানীয় নূরুল ইসলাম ওই জমি নিজের দাবি করে আদালতে মামলা করেন। সম্প্রতি ওই মামলায় হাইকোর্ট নূরুল ইসলামের পক্ষে রায় দেন। গত ২৪ জুলাই আদালত বিদ্যালয়ের মাঠ ও বন বিভাগের বহেড়াতৈল বিট কার্যালয় উচ্ছেদ করে নূরুল ইসলামকে জমি বুঝিয়ে দেন। কিন্তু খেলার মাঠ হাতছাড়া হওয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিপাকে পড়ে। তারা মাঠ ফিরে পেতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচিও পালন করে।
স্থানীয় আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম নবু বলেন, সোমবার সকালে শিক্ষার্থীরা মাঠ উদ্ধারের দাবিতে মানববন্ধন করতে চাইলে নুরুল ইসলামের লোকজন হামলা চালায়। এতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও শিক্ষার্থীসহ চারজন আহত হয়েছেন।
জমির মালিক নুরুল ইসলাম বলেন, ‘মাঠের জমি নিয়ে বেশ কয়েকবার বৈঠক হয়েছে। তাঁরা ৮৭ শতাংশ চায়; আমি ৬০ শতাংশ দিতে চেয়েছি। কিন্তু সোমবার স্থানীয় কয়েকজন লোক শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে মাঠে নির্মাণ করা আমার দুটি বাড়ি ভেঙে সব মালামাল ট্রাক দিয়ে লুট করে নিয়ে গেছে। এ সময় ওই বাড়িতে বসবাস করা ১২ জন লোক আহত হয়েছেন।’
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, ‘দুপক্ষই থানায় অভিযোগ দিয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
টাঙ্গাইলের সখীপুরে বহেড়াতৈল গণ উচ্চবিদ্যালয়ের সামনের খেলার মাঠটি পুনরায় দখলে নিয়েছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠের চারদিকে কাঁটাতারের বেড়া, স্থাপনা ও গাছের চারা উচ্ছেদ করে মাঠটি দখলে নেয়। এ সময় উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছে বলে থানায় পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে।
সোমবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, মাঠে শতাধিক ছাত্র-ছাত্রী ফুটবল নিয়ে খেলা করছে। কেউ কেউ মাঠ থেকে উচ্ছেদ করা ঘরের মাটি পরিষ্কার করছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৮৫ সাল থেকে উপজেলার বহেড়াতৈল গণ উচ্চবিদ্যালয় সংলগ্ন খেলার মাঠ ও বন বিভাগের বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের ৩৬৮ শতাংশ জমি নিয়ে আদালতে মামলা চলছিল। স্থানীয় নূরুল ইসলাম ওই জমি নিজের দাবি করে আদালতে মামলা করেন। সম্প্রতি ওই মামলায় হাইকোর্ট নূরুল ইসলামের পক্ষে রায় দেন। গত ২৪ জুলাই আদালত বিদ্যালয়ের মাঠ ও বন বিভাগের বহেড়াতৈল বিট কার্যালয় উচ্ছেদ করে নূরুল ইসলামকে জমি বুঝিয়ে দেন। কিন্তু খেলার মাঠ হাতছাড়া হওয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিপাকে পড়ে। তারা মাঠ ফিরে পেতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচিও পালন করে।
স্থানীয় আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম নবু বলেন, সোমবার সকালে শিক্ষার্থীরা মাঠ উদ্ধারের দাবিতে মানববন্ধন করতে চাইলে নুরুল ইসলামের লোকজন হামলা চালায়। এতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও শিক্ষার্থীসহ চারজন আহত হয়েছেন।
জমির মালিক নুরুল ইসলাম বলেন, ‘মাঠের জমি নিয়ে বেশ কয়েকবার বৈঠক হয়েছে। তাঁরা ৮৭ শতাংশ চায়; আমি ৬০ শতাংশ দিতে চেয়েছি। কিন্তু সোমবার স্থানীয় কয়েকজন লোক শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে মাঠে নির্মাণ করা আমার দুটি বাড়ি ভেঙে সব মালামাল ট্রাক দিয়ে লুট করে নিয়ে গেছে। এ সময় ওই বাড়িতে বসবাস করা ১২ জন লোক আহত হয়েছেন।’
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, ‘দুপক্ষই থানায় অভিযোগ দিয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
বগুড়ার দুপচাঁচিয়ায় গৃহবধূ উম্মে সালমাকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনাটি নতুন মোড় নিয়েছে। উম্মে সালমার ছেলে সাদ বিন আজিজুর রহমানকে গ্রেপ্তারের পর এই হত্যাকাণ্ডে জড়িত বলে দাবি করেছিল র্যাব। তবে পুলিশ বলছে, ওই বাড়ির ভাড়াটিয়ারা এ হত্যা ঘটিয়েছেন।
১৪ মিনিট আগেনিহত ফয়সাল খান শুভ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার কাশিপুর এলাকার মো. সেলিম খানের ছেলে। তিনি কবি নজরুল বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করে নগরীর কেওয়াটখালী পাওয়ার হাউজ রোডে বোন জামাইয়ের বাসায় থেকে চাকরির জন্য চেষ্টা করছিলেন।
২৪ মিনিট আগেরাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় তাহাজ্জুদ নামাজ পড়ার সময় ছুরিকাঘাতে যুক্তরাজ্যপ্রবাসী এ কে এম আব্দুর রশিদকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় হাজারীবাগ মডেল থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে এ মামলা করেছেন।
২ ঘণ্টা আগেসিরাজগঞ্জে বঙ্গবন্ধু ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিপন মিয়াকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জে ছয়টি পিকআপ ভ্যানে চাঁদা চাইলে তাঁকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
৩ ঘণ্টা আগে