নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৈদ্যুতিক ত্রুটির কারণে প্রায় দেড় ঘণ্টা বন্ধ রয়েছে মেট্রোরেল। তবে কিছুক্ষণের মধ্যে চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ বিষয়ে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১) উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) নাজমুল ইসলাম ভূইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘বৈদ্যুতিক লাইনে ত্রুটির কারণে ট্রেন চলাচল বন্ধ ছিল। আশা করি কয়েক মিনিটের মধ্যেই চালু হবে। যে ট্রেনগুলো বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে ছিল, সেগুলো এখন ক্লিয়ার করা হচ্ছে।’
আজ রোববার বেলা ২টা ৪৫ মিনিটের পর উত্তরা থেকে মতিঝিল ও মতিঝিল থেকে উত্তরা স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে। বিকেল ৪টা ১০ মিনিট পর্যন্ত ট্রেনগুলো বন্ধ রয়েছে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ট্রেন ১৫ মিনিটের বেশি স্টেশনে দাঁড়িয়ে আছে এমন পোস্ট করেছেন।
এর আগে এ বিষয়ে এমআরটি পুলিশের উপমহাপরিদর্শক জিহাদুল কবির আজকের পত্রিকাকে জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটির কারণে হয়তো বন্ধ আছে। তিনি এ বিষয়ে খোঁজ নিচ্ছেন।
ফেসবুকে আহসান হাবিব নোবেল নামের একজন ট্রাফিক অ্যালার্ট গ্রুপে ২টা ৩৭ মিনিটে লিখেছেন, ‘পল্লবী স্টেশনে আসার আগে হুট করে কিছু লাইট ও এসি বন্ধ হয়ে গেল। এখন ট্রেন দাঁড়িয়ে আছে।’
আকাশ খান নামের একজন লিখেছেন, ‘আজ আমি দেখলাম, মেট্রোরেলও ট্রাফিক সিগন্যালে আটকায়। ২০ মিনিট ধরে কাজীপাড়ায় দাঁড়িয়ে আছে।’
উত্তরা স্টেশনে বোর্ডে লেখা উঠেছে, এই যাত্রা সংক্ষিপ্ত বিলম্ব হবে।
অন্যদিকে সকালে উত্তরা স্টেশনে যাত্রীর চাপে গেট বন্ধ করে দিয়েছিল স্টেশন কর্তৃপক্ষ। গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে তিন দিনব্যাপী প্রথম পর্বের বিশ্ব ইজতেমা আজ শেষ হয়েছে। মোনাজাত শেষে যাত্রীরা সবাই একসঙ্গে ফিরতে গিয়েই বাধে বিপত্তি। এ সময় যাত্রীর চাপে মেট্রোরেলের উত্তরা-উত্তর (দিয়াবাড়ি) স্টেশনের টিকিট শেষ হয়ে গেছে।
স্টেশনের সামনে শত শত মানুষের ভিড়ে ওই স্টেশনের গেট বন্ধ করে দেওয়া হয়।
ঘটনাস্থলে থাকা এক গণমাধ্যমকর্মী জানান, বেলা ১১টার পরে স্টেশনে প্রবেশের গেট বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী সময়ে মাইকে ঘোষণা দেওয়া হয়, এ স্টেশনের টিকিট শেষ, যাত্রীরা যেন সামনের স্টেশনের দিকে যান।
মোনাজাতে অংশ নিতে আসা মানুষের ঢল নেমেছিল তুরাগতীরে। মানুষের এই ঢল কয়েক কিলোমিটার ছাড়িয়েছে। গতকাল শনিবার রাত ১০টা থেকে গাজীপুরের তিন সড়কে যান চলাচল বন্ধ রেখেছে গাজীপুর মহানগর ট্রাফিক পুলিশ।
মোনাজাতে অংশ নিতে আসা মুসল্লিদের চলাচলের সুবিধার্থে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আবদুল্লাহপুর থেকে ভোগড়া বাইপাস, টঙ্গী–ঘোড়াশাল আঞ্চলিক সড়কের মিরের বাজার থেকে স্টেশন রোড, কামারপাড়া-মুন্নু গেট সড়ক ও আবদুল্লাহপুর থেকে কামারপাড়া সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়।
বৈদ্যুতিক ত্রুটির কারণে প্রায় দেড় ঘণ্টা বন্ধ রয়েছে মেট্রোরেল। তবে কিছুক্ষণের মধ্যে চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ বিষয়ে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১) উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) নাজমুল ইসলাম ভূইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘বৈদ্যুতিক লাইনে ত্রুটির কারণে ট্রেন চলাচল বন্ধ ছিল। আশা করি কয়েক মিনিটের মধ্যেই চালু হবে। যে ট্রেনগুলো বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে ছিল, সেগুলো এখন ক্লিয়ার করা হচ্ছে।’
আজ রোববার বেলা ২টা ৪৫ মিনিটের পর উত্তরা থেকে মতিঝিল ও মতিঝিল থেকে উত্তরা স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে। বিকেল ৪টা ১০ মিনিট পর্যন্ত ট্রেনগুলো বন্ধ রয়েছে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ট্রেন ১৫ মিনিটের বেশি স্টেশনে দাঁড়িয়ে আছে এমন পোস্ট করেছেন।
এর আগে এ বিষয়ে এমআরটি পুলিশের উপমহাপরিদর্শক জিহাদুল কবির আজকের পত্রিকাকে জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটির কারণে হয়তো বন্ধ আছে। তিনি এ বিষয়ে খোঁজ নিচ্ছেন।
ফেসবুকে আহসান হাবিব নোবেল নামের একজন ট্রাফিক অ্যালার্ট গ্রুপে ২টা ৩৭ মিনিটে লিখেছেন, ‘পল্লবী স্টেশনে আসার আগে হুট করে কিছু লাইট ও এসি বন্ধ হয়ে গেল। এখন ট্রেন দাঁড়িয়ে আছে।’
আকাশ খান নামের একজন লিখেছেন, ‘আজ আমি দেখলাম, মেট্রোরেলও ট্রাফিক সিগন্যালে আটকায়। ২০ মিনিট ধরে কাজীপাড়ায় দাঁড়িয়ে আছে।’
উত্তরা স্টেশনে বোর্ডে লেখা উঠেছে, এই যাত্রা সংক্ষিপ্ত বিলম্ব হবে।
অন্যদিকে সকালে উত্তরা স্টেশনে যাত্রীর চাপে গেট বন্ধ করে দিয়েছিল স্টেশন কর্তৃপক্ষ। গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে তিন দিনব্যাপী প্রথম পর্বের বিশ্ব ইজতেমা আজ শেষ হয়েছে। মোনাজাত শেষে যাত্রীরা সবাই একসঙ্গে ফিরতে গিয়েই বাধে বিপত্তি। এ সময় যাত্রীর চাপে মেট্রোরেলের উত্তরা-উত্তর (দিয়াবাড়ি) স্টেশনের টিকিট শেষ হয়ে গেছে।
স্টেশনের সামনে শত শত মানুষের ভিড়ে ওই স্টেশনের গেট বন্ধ করে দেওয়া হয়।
ঘটনাস্থলে থাকা এক গণমাধ্যমকর্মী জানান, বেলা ১১টার পরে স্টেশনে প্রবেশের গেট বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী সময়ে মাইকে ঘোষণা দেওয়া হয়, এ স্টেশনের টিকিট শেষ, যাত্রীরা যেন সামনের স্টেশনের দিকে যান।
মোনাজাতে অংশ নিতে আসা মানুষের ঢল নেমেছিল তুরাগতীরে। মানুষের এই ঢল কয়েক কিলোমিটার ছাড়িয়েছে। গতকাল শনিবার রাত ১০টা থেকে গাজীপুরের তিন সড়কে যান চলাচল বন্ধ রেখেছে গাজীপুর মহানগর ট্রাফিক পুলিশ।
মোনাজাতে অংশ নিতে আসা মুসল্লিদের চলাচলের সুবিধার্থে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আবদুল্লাহপুর থেকে ভোগড়া বাইপাস, টঙ্গী–ঘোড়াশাল আঞ্চলিক সড়কের মিরের বাজার থেকে স্টেশন রোড, কামারপাড়া-মুন্নু গেট সড়ক ও আবদুল্লাহপুর থেকে কামারপাড়া সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়।
গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছ
২ মিনিট আগেরাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরে স্থানান্তর করা হয়েছে প্রায় সাত বছর আগে। কিন্তু ট্যানারির দূষণ এখনো রয়ে গেছে হাজারীবাগে। ওই এলাকায় চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত রাসায়নিকের উৎকট গন্ধ আর খালে প্রবাহিত ট্যানারি বর্জ্য জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।
২ মিনিট আগেপিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে লোকালয়ে গড়ে ওঠা একটি খামারের কারণে হুমকিতে পড়েছে জনস্বাস্থ্য। গরু, ছাগল ও মুরগির সমন্বয়ে খামারটি করেছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট শহীদুল হক খান পান্না।
৩ মিনিট আগেবাংলাদেশ থেকে বিভিন্ন দেশে অভিবাসন, শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে যাত্রা করা নাগরিকদের সংখ্যা ক্রমেই বাড়ছে। ইউরোপীয় বিভিন্ন দেশের কনস্যুলেট এবং দূতাবাস কার্যক্রম না থাকায় নাগরিকদের অন্য দেশ অভিমুখী হতে হচ্ছে।
১ ঘণ্টা আগে