নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদের আগেই প্রাইভেট কার-মাইক্রোসহ সব হালকা যানচালকদের চলতি বেতন ও ঈদের বোনাস পরিশোধের দাবি জানিয়েছেন ব্যক্তিগত গাড়ির চালকেরা।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা জেলা ট্যাক্সি, ট্যাক্সি-কার, অটোটেম্পো, অটোরিকশাচালক-শ্রমিক ইউনিয়ন আয়োজিত এক মানববন্ধনে তাঁরা এই দাবি করেন।
মানববন্ধনে শ্রমিক নেতৃবৃন্দ বলেন, ‘দেশের মোট প্রায় ৭ কোটি শ্রমজীবী মানুষের মধ্যে মাত্র ৪০ লাখ শ্রমিক পোশাকশিল্পে কাজ করেন। কিন্তু পোশাকশিল্প মালিকদের প্রভাবে গৃহীত সরকারের বিভিন্ন নীতি ঘোষণা সব শ্রমজীবী মানুষের অধিকারকে সংকুচিত করছে।’
সংগঠনের সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল বলেন, ‘করোনাকালে পোশাকশিল্পে বেতন কর্তনের দৃষ্টান্ত অন্য মালিকদের মজুরি কেটে নিতে উৎসাহিত করেছে। এবারের ঈদের আগে ১৫ দিনের বেতন দেওয়ার ঘোষণা একইভাবে অন্য মালিকদেরও গার্মেন্টস মালিকদের অপকৌশল অনুসরণে উৎসাহিত করছে। শ্রম মন্ত্রণালয় শুধু পোশাকশিল্পের মন্ত্রণালয় নয়, তাকে দেশের সব শ্রমিকের স্বার্থ বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।’
সহসাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক বলেন, ‘সর্বোচ্চ ঝুঁকি আর অনিশ্চয়তাপূর্ণ পেশায় নিয়োজিত এই শ্রমিকদের মানসিক স্থিতিশিলতা নিরাপদ সড়ক যাত্রার প্রধান শর্ত। তাই পরিবহনশ্রমিকদের বর্তমান খাদ্য নিশ্চয়তার জন্য নিত্যপণ্যের রেশনের ব্যবস্থা, স্বাস্থ্য ও দুর্ঘটনা ঝুঁকি মোকাবিলায় জীবনবিমা এবং বার্ধক্যকালীন নিশ্চয়তার জন্য পেনশন স্কিম চালু করতে হবে। শ্রমিক কল্যাণ তহবিলের সক্রিয়তা বৃদ্ধি করতে হবে, শ্রমিক কল্যাণ তহবিল থেকে সহযোগিতায় গাড়িচালকদের লাইসেন্সকে পেশাগত প্রমাণ হিসেবে বিবেচনা করতে হবে।’
ইউনিয়নের সহসভাপতি বিরেশ চন্দ্র দাসের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক রুবেল মিয়া, অর্থ সম্পাদক নজরুল ইসলাম বাবলু, মোশাররফ হোসেন দুলাল হাওলাদার, জয়নাল ভূঁইয়া, আব্দুল করিম, গোলাম রহমান, আব্দুল আজিজ, জিলানী মোল্লা প্রমুখ।
মানববন্ধনে চালকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে—চালক-শ্রমিকদের সুরক্ষায় নিয়োগপত্র প্রদান করতে হবে; ক্ষতিপূরণসহ শ্রম আইনের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে; হালকা যানচালকদের জন্য রাষ্ট্রীয় খরচে জীবনবিমা, রেশনিং ও পেনশন স্কিম চালু করাসহ পেশাদার লাইসেন্সে ডোপ টেস্টের শর্ত বাতিল করে রাষ্ট্রীয় খরচে রেন্ডাম ভিত্তিতে ডোপ টেস্ট চালু করতে হবে।
ঈদের আগেই প্রাইভেট কার-মাইক্রোসহ সব হালকা যানচালকদের চলতি বেতন ও ঈদের বোনাস পরিশোধের দাবি জানিয়েছেন ব্যক্তিগত গাড়ির চালকেরা।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা জেলা ট্যাক্সি, ট্যাক্সি-কার, অটোটেম্পো, অটোরিকশাচালক-শ্রমিক ইউনিয়ন আয়োজিত এক মানববন্ধনে তাঁরা এই দাবি করেন।
মানববন্ধনে শ্রমিক নেতৃবৃন্দ বলেন, ‘দেশের মোট প্রায় ৭ কোটি শ্রমজীবী মানুষের মধ্যে মাত্র ৪০ লাখ শ্রমিক পোশাকশিল্পে কাজ করেন। কিন্তু পোশাকশিল্প মালিকদের প্রভাবে গৃহীত সরকারের বিভিন্ন নীতি ঘোষণা সব শ্রমজীবী মানুষের অধিকারকে সংকুচিত করছে।’
সংগঠনের সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল বলেন, ‘করোনাকালে পোশাকশিল্পে বেতন কর্তনের দৃষ্টান্ত অন্য মালিকদের মজুরি কেটে নিতে উৎসাহিত করেছে। এবারের ঈদের আগে ১৫ দিনের বেতন দেওয়ার ঘোষণা একইভাবে অন্য মালিকদেরও গার্মেন্টস মালিকদের অপকৌশল অনুসরণে উৎসাহিত করছে। শ্রম মন্ত্রণালয় শুধু পোশাকশিল্পের মন্ত্রণালয় নয়, তাকে দেশের সব শ্রমিকের স্বার্থ বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।’
সহসাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক বলেন, ‘সর্বোচ্চ ঝুঁকি আর অনিশ্চয়তাপূর্ণ পেশায় নিয়োজিত এই শ্রমিকদের মানসিক স্থিতিশিলতা নিরাপদ সড়ক যাত্রার প্রধান শর্ত। তাই পরিবহনশ্রমিকদের বর্তমান খাদ্য নিশ্চয়তার জন্য নিত্যপণ্যের রেশনের ব্যবস্থা, স্বাস্থ্য ও দুর্ঘটনা ঝুঁকি মোকাবিলায় জীবনবিমা এবং বার্ধক্যকালীন নিশ্চয়তার জন্য পেনশন স্কিম চালু করতে হবে। শ্রমিক কল্যাণ তহবিলের সক্রিয়তা বৃদ্ধি করতে হবে, শ্রমিক কল্যাণ তহবিল থেকে সহযোগিতায় গাড়িচালকদের লাইসেন্সকে পেশাগত প্রমাণ হিসেবে বিবেচনা করতে হবে।’
ইউনিয়নের সহসভাপতি বিরেশ চন্দ্র দাসের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক রুবেল মিয়া, অর্থ সম্পাদক নজরুল ইসলাম বাবলু, মোশাররফ হোসেন দুলাল হাওলাদার, জয়নাল ভূঁইয়া, আব্দুল করিম, গোলাম রহমান, আব্দুল আজিজ, জিলানী মোল্লা প্রমুখ।
মানববন্ধনে চালকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে—চালক-শ্রমিকদের সুরক্ষায় নিয়োগপত্র প্রদান করতে হবে; ক্ষতিপূরণসহ শ্রম আইনের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে; হালকা যানচালকদের জন্য রাষ্ট্রীয় খরচে জীবনবিমা, রেশনিং ও পেনশন স্কিম চালু করাসহ পেশাদার লাইসেন্সে ডোপ টেস্টের শর্ত বাতিল করে রাষ্ট্রীয় খরচে রেন্ডাম ভিত্তিতে ডোপ টেস্ট চালু করতে হবে।
গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছ
১৯ মিনিট আগেরাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরে স্থানান্তর করা হয়েছে প্রায় সাত বছর আগে। কিন্তু ট্যানারির দূষণ এখনো রয়ে গেছে হাজারীবাগে। ওই এলাকায় চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত রাসায়নিকের উৎকট গন্ধ আর খালে প্রবাহিত ট্যানারি বর্জ্য জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।
১৯ মিনিট আগেপিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে লোকালয়ে গড়ে ওঠা একটি খামারের কারণে হুমকিতে পড়েছে জনস্বাস্থ্য। গরু, ছাগল ও মুরগির সমন্বয়ে খামারটি করেছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট শহীদুল হক খান পান্না।
১৯ মিনিট আগেবাংলাদেশ থেকে বিভিন্ন দেশে অভিবাসন, শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে যাত্রা করা নাগরিকদের সংখ্যা ক্রমেই বাড়ছে। ইউরোপীয় বিভিন্ন দেশের কনস্যুলেট এবং দূতাবাস কার্যক্রম না থাকায় নাগরিকদের অন্য দেশ অভিমুখী হতে হচ্ছে।
১ ঘণ্টা আগে