নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহত নারী সাংবাদিক ‘অভিশ্রুতি শাস্ত্রীর’ পরিচয় জটিলতায় তাঁর মরদেহ ৯ দিন ধরে মর্গে পড়ে আছে। ঠিক কত দিন পর তাঁর লাশ হস্তান্তর করা যাবে, এর সঠিক জবাব দিতে পারছে না সংশ্লিষ্ট কেউ। তবে পুলিশের ধারণা মাসখানেক না গেলে এর সুরাহা হওয়ার সম্ভাবনা নেই।
গত ২৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাতে রাজধানীর বেইলি রোডের অগ্নিকাণ্ডে মারা যান ওই নারী সাংবাদিক। অভিশ্রুতি শাস্ত্রী নামে পরিচিত সাংবাদিক কাজ করতেন ‘দ্যা রিপোর্ট ডট লাইভ’ নামের একটি নিউজ পোর্টালে। সেই সূত্রে ধরে, রমনা কালীমন্দিরের কর্তৃপক্ষের আপত্তির কারণে তাঁর মরদেহ আর হস্তান্তর করা হয়নি। তবে তাঁর পরিবারের দাবি—তাঁর নাম বৃষ্টি খাতুন। শিক্ষা সনদপত্রেও একই নাম রয়েছে।
জানতে চাইলে রমনা থানার ওসি উৎপল দাস বলেন, ওই নারী সাংবাদিকদের পরিচয় নিয়ে নানামুখী বক্তব্য ও কারও কারও আপত্তির কারণেই লাশ হস্তান্তর করা হয়নি। ডিএনএ টেস্টের রিপোর্ট পাওয়ার পরই হস্তান্তর করা হবে মরদেহ। তিনি বলেন, ডিএনএ টেস্টের ফলাফল তৈরি হতে অনেকটা সময় লাগে। এ ক্ষেত্রে কমপক্ষে মাসখানেক সময় লাগতে পারে।
ওই নারী সাংবাদিকের বাবা শাবরুল আলম সবুজ বলেন, ‘আমি ডিএনএ দিয়েছি, সব তথ্য দিয়েছি। এখন অপেক্ষা করছি লাশটার জন্য। তবে কবে দেবে সঠিকভাবে কেউই কিছু জানায়নি।’
গত ২৯ ফেব্রুয়ারি রাত ৯টা ৫০ মিনিটে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামে সাততলা ভবনের নিচতলার চুমুক কফি হাউস থেকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে—২০ জন পুরুষ, ১৮ জন নারী এবং আট শিশু।
এদিকে আহতদের মধ্যে তিনজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন। এঁদের মধ্যে একজন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. তানভীর আহমেদ বলেন, আবরার ফারদিন নামের একজন এখনো চিকিৎসাধীন। শ্বাসকষ্টের সমস্যা দূর না হওয়ায় তাঁকে আরও কয়েক দিন পর্যবেক্ষণে রাখা হবে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন আলাউদ্দিন আলী বলেন, দুজনেরই মেরুদণ্ডে আঘাত রয়েছে। দুজনই ওপর থেকে পড়ে আহত হয়েছেন। এখন যে অবস্থা তাতে তাঁদের অস্ত্রোপচার লাগতে পারে।
আরও পড়ুন—
রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহত নারী সাংবাদিক ‘অভিশ্রুতি শাস্ত্রীর’ পরিচয় জটিলতায় তাঁর মরদেহ ৯ দিন ধরে মর্গে পড়ে আছে। ঠিক কত দিন পর তাঁর লাশ হস্তান্তর করা যাবে, এর সঠিক জবাব দিতে পারছে না সংশ্লিষ্ট কেউ। তবে পুলিশের ধারণা মাসখানেক না গেলে এর সুরাহা হওয়ার সম্ভাবনা নেই।
গত ২৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাতে রাজধানীর বেইলি রোডের অগ্নিকাণ্ডে মারা যান ওই নারী সাংবাদিক। অভিশ্রুতি শাস্ত্রী নামে পরিচিত সাংবাদিক কাজ করতেন ‘দ্যা রিপোর্ট ডট লাইভ’ নামের একটি নিউজ পোর্টালে। সেই সূত্রে ধরে, রমনা কালীমন্দিরের কর্তৃপক্ষের আপত্তির কারণে তাঁর মরদেহ আর হস্তান্তর করা হয়নি। তবে তাঁর পরিবারের দাবি—তাঁর নাম বৃষ্টি খাতুন। শিক্ষা সনদপত্রেও একই নাম রয়েছে।
জানতে চাইলে রমনা থানার ওসি উৎপল দাস বলেন, ওই নারী সাংবাদিকদের পরিচয় নিয়ে নানামুখী বক্তব্য ও কারও কারও আপত্তির কারণেই লাশ হস্তান্তর করা হয়নি। ডিএনএ টেস্টের রিপোর্ট পাওয়ার পরই হস্তান্তর করা হবে মরদেহ। তিনি বলেন, ডিএনএ টেস্টের ফলাফল তৈরি হতে অনেকটা সময় লাগে। এ ক্ষেত্রে কমপক্ষে মাসখানেক সময় লাগতে পারে।
ওই নারী সাংবাদিকের বাবা শাবরুল আলম সবুজ বলেন, ‘আমি ডিএনএ দিয়েছি, সব তথ্য দিয়েছি। এখন অপেক্ষা করছি লাশটার জন্য। তবে কবে দেবে সঠিকভাবে কেউই কিছু জানায়নি।’
গত ২৯ ফেব্রুয়ারি রাত ৯টা ৫০ মিনিটে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামে সাততলা ভবনের নিচতলার চুমুক কফি হাউস থেকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে—২০ জন পুরুষ, ১৮ জন নারী এবং আট শিশু।
এদিকে আহতদের মধ্যে তিনজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন। এঁদের মধ্যে একজন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. তানভীর আহমেদ বলেন, আবরার ফারদিন নামের একজন এখনো চিকিৎসাধীন। শ্বাসকষ্টের সমস্যা দূর না হওয়ায় তাঁকে আরও কয়েক দিন পর্যবেক্ষণে রাখা হবে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন আলাউদ্দিন আলী বলেন, দুজনেরই মেরুদণ্ডে আঘাত রয়েছে। দুজনই ওপর থেকে পড়ে আহত হয়েছেন। এখন যে অবস্থা তাতে তাঁদের অস্ত্রোপচার লাগতে পারে।
আরও পড়ুন—
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কলেজছাত্র ইমন হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলের মির্জাপুর থানায় পাঁচ দিনের রিমান্ডে আনা হয়েছে। আজ শুক্রবার সকালে তাঁকে টাঙ্গাইল কারাগার থেকে থানায় নিয়ে আসে পুলিশ।
১ মিনিট আগেরাজধানীর উত্তরার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১১ হাজার ৬০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত তুরাগের বাউনিয়া, বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশনের স্টাফ কোয়ার্টার ও উত্তরা ৯ নম্বর সেক্টর এলাকায় এ অভিযান চালানো হয়।
১১ মিনিট আগেগোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১০ টাকার একটি চিতই পিঠার সঙ্গে বিনা মূল্যে মিলছে ৩০ রকমের ভর্তা। সুস্বাদু ভর্তার টানে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত পিঠার দোকানে ভিড় লেগে থাকে। আর ভোজনরসিকেরা পরম তৃপ্তির সঙ্গে পিঠার স্বাদ নেন।
১৪ মিনিট আগেলক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় আহনাফ হোসেন (৭) নামের এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে মহাসড়কে জকসিন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সদর উপজেলার যাদৈয়া এলাকার সফিকুল আলমের ছেলে।
১৫ মিনিট আগে