নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, খালের পানি প্রবাহ আগের অবস্থায় নিয়ে এসে ঢাকা শহরের জলাবদ্ধতা দূর করতে চায় সরকার। ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থেই খালের জায়গা ফিরে পেতে সরকারকে কঠিন হতে হবে।
আজ বুধবার রাজধানীর কল্যাণপুর রিটেনশন পন্ড এলাকায় খালের সীমানা নির্ধারণ করে স্থায়ী পিলার বসানোর কাজ শুরুর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম এসব কথা বলেন।
বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ডিএনসিসি এলাকার খালের সীমানা চিহ্নিত করার কাজ শুরু করেছে। ড্রোনের সাহায্যে সিএস জরিপ ও আরএস জরিপ ধরে খালের সীমানায় স্থায়ী পিলার ওঠানোর কাজ উদ্বোধন করেছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম ও ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘২০২০ সালের ডিসেম্বর মাসে খালগুলো হস্তান্তর করা হয়েছে। খালের জায়গায় যখন যাচ্ছি, কেউ বলছে এটা তার জায়গা, তার বাড়ি বা উঠান। এর জন্য স্থায়ী সমাধান করতে আমরা খালের সীমানায় পিলার বসানোর প্রকল্প নিয়েছি। সীমানা নির্ধারণ ও খাল উদ্ধারে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। যাদের বাড়ির মধ্যে সীমানা পিলার পড়বে, সেই সব বাড়ি ভেঙে ফেলা হবে। খালের জায়গা খালে ফিরিয়ে দিতে হবে, এটা কারও বাপের জায়গা না। যারা দখল ছাড়বে না, তাদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিতে হবে ঢাকা শহর বাঁচানোর স্বার্থে। ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে। জলাবদ্ধতামুক্ত ঢাকা শহর গড়তে আমাদের কঠিন হতে হবে। খালের পানির প্রবাহ আগের অবস্থায় নিয়ে আসব। খালের পাশে ওয়াকওয়ে ও সাইকেল লেন তৈরি করা হবে।’
উদ্ধার করা খালে ইকো পার্ক করা হবে জানিয়ে ডিএনসিসির মেয়র আরও বলেন, ‘মোহাম্মদপুরের বসিলার খাল, যেটা ১৪ বছর ধরে দখলে ছিল, সেটা আমরা উদ্ধার করেছি। এখন রামচন্দ্রপুর খাল ও রামচন্দ্রপুর পার্ক মোহাম্মদপুরবাসীর স্বপ্ন নয়, এটা কিছুদিনের মধ্যেই বাস্তবায়িত হবে। কল্যাণপুরের খালে ইকো পার্ক করব।’
সীমানা নির্ধারণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, খালের পানি প্রবাহ আগের অবস্থায় নিয়ে এসে ঢাকা শহরের জলাবদ্ধতা দূর করতে চায় সরকার। ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থেই খালের জায়গা ফিরে পেতে সরকারকে কঠিন হতে হবে।
আজ বুধবার রাজধানীর কল্যাণপুর রিটেনশন পন্ড এলাকায় খালের সীমানা নির্ধারণ করে স্থায়ী পিলার বসানোর কাজ শুরুর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম এসব কথা বলেন।
বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ডিএনসিসি এলাকার খালের সীমানা চিহ্নিত করার কাজ শুরু করেছে। ড্রোনের সাহায্যে সিএস জরিপ ও আরএস জরিপ ধরে খালের সীমানায় স্থায়ী পিলার ওঠানোর কাজ উদ্বোধন করেছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম ও ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘২০২০ সালের ডিসেম্বর মাসে খালগুলো হস্তান্তর করা হয়েছে। খালের জায়গায় যখন যাচ্ছি, কেউ বলছে এটা তার জায়গা, তার বাড়ি বা উঠান। এর জন্য স্থায়ী সমাধান করতে আমরা খালের সীমানায় পিলার বসানোর প্রকল্প নিয়েছি। সীমানা নির্ধারণ ও খাল উদ্ধারে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। যাদের বাড়ির মধ্যে সীমানা পিলার পড়বে, সেই সব বাড়ি ভেঙে ফেলা হবে। খালের জায়গা খালে ফিরিয়ে দিতে হবে, এটা কারও বাপের জায়গা না। যারা দখল ছাড়বে না, তাদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিতে হবে ঢাকা শহর বাঁচানোর স্বার্থে। ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে। জলাবদ্ধতামুক্ত ঢাকা শহর গড়তে আমাদের কঠিন হতে হবে। খালের পানির প্রবাহ আগের অবস্থায় নিয়ে আসব। খালের পাশে ওয়াকওয়ে ও সাইকেল লেন তৈরি করা হবে।’
উদ্ধার করা খালে ইকো পার্ক করা হবে জানিয়ে ডিএনসিসির মেয়র আরও বলেন, ‘মোহাম্মদপুরের বসিলার খাল, যেটা ১৪ বছর ধরে দখলে ছিল, সেটা আমরা উদ্ধার করেছি। এখন রামচন্দ্রপুর খাল ও রামচন্দ্রপুর পার্ক মোহাম্মদপুরবাসীর স্বপ্ন নয়, এটা কিছুদিনের মধ্যেই বাস্তবায়িত হবে। কল্যাণপুরের খালে ইকো পার্ক করব।’
সীমানা নির্ধারণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।
রাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
২৫ মিনিট আগেকুষ্টিয়ার জগতি রেলস্টেশনে আন্তনগর ট্রেন থামানো, স্টেশন আধুনিকায়নসহ ছয় দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
২৭ মিনিট আগেরংপুরের মিঠাপুকুরে জামাই-শ্বশুরের বিবাদ থামাতে গিয়ে সোহান আহমেদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাইকান গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহান ওই গ্রামের মো. শাহজাহানের ছেলে।
২৭ মিনিট আগেশেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও ইমিগ্রেশন দিয়ে এরশাদুল হক নামে এক যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ। আজ শুক্রবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে ওই লাশ হস্তান্তর করা হয়।
২৯ মিনিট আগে