টঙ্গীবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ী উপজেলায় একই পরিবারের তিন সদস্য ছিনতাইকারীর কবলে পড়েন। এ ঘটনায় ছিনতাইকারীদের আঘাতে পিতার মৃত্যু হয় আর গুরুতর আহত হন দুই ছেলে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টায় বালিগাঁও-টঙ্গিবাড়ী সড়কের তোলকাই বড় কড়ইগাছের সামনে এ ঘটনা ঘটে।
ছিনতাইকারীদের আঘাতে তোলকাই গ্রামের ফার্নিচার ব্যবসায়ী আলীম হোসেন (৫৫) ও তাঁর দুই পুত্র শুভ (৩৫) ও শান্তকে (১৩) পথরোধ করে ছিনতাই করার সময় বাধা দিলে ছিনতাইকারীরা পিতা আলীমকে মেরে রাস্তার পাশের ডোবার পানিতে ফেলে দেয়। এবং সেখানেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয় লোকজন জানান, রাত ২টায় আলীম ও তাঁর দুই পুত্র উপজেলার বড়দিয়ায় আলীমের ফার্নিচারের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে একটি মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। এমন সময় পথে তোলকাই কড়ইগাছের সামনে সশস্ত্র ছিনতাইকারী দলের কবলে পড়েন তাঁরা। ছিনতাইকারীরা রাস্তার ওপর মোটা রশি বেঁধে তাঁদের পথরোধ করে থামিয়ে তিনজনকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় আলীমকে রাস্তার পাশে ডোবায় ফেলে দেয় আর সেখানেই তাঁর মৃত্যু হয়। আহত পুত্রদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আলীম হোসেনের শ্যালক এস এম মানিক বলেন, ‘মঙ্গলবার দিবাগত রাতে আমার ভগ্নিপতি ও দুই ভাগনে দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে ছিনতাইকারীরা রাস্তায় মোটা রশি বেঁধে পথরোধ করে মোটরসাইকেল থামিয়ে মারধর করে সঙ্গে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং আমার ভগ্নিপতিকে রাস্তার পাশের ডোবার পানিতে ফেলে দেয়। আমার ভগ্নিপতি আলীম হোসেন সেখানেই মৃত্যুবরণ করেন।’
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা সোয়েব জানান, স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় সোর্স নিয়োগসহ তদন্ত চলছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ী উপজেলায় একই পরিবারের তিন সদস্য ছিনতাইকারীর কবলে পড়েন। এ ঘটনায় ছিনতাইকারীদের আঘাতে পিতার মৃত্যু হয় আর গুরুতর আহত হন দুই ছেলে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টায় বালিগাঁও-টঙ্গিবাড়ী সড়কের তোলকাই বড় কড়ইগাছের সামনে এ ঘটনা ঘটে।
ছিনতাইকারীদের আঘাতে তোলকাই গ্রামের ফার্নিচার ব্যবসায়ী আলীম হোসেন (৫৫) ও তাঁর দুই পুত্র শুভ (৩৫) ও শান্তকে (১৩) পথরোধ করে ছিনতাই করার সময় বাধা দিলে ছিনতাইকারীরা পিতা আলীমকে মেরে রাস্তার পাশের ডোবার পানিতে ফেলে দেয়। এবং সেখানেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয় লোকজন জানান, রাত ২টায় আলীম ও তাঁর দুই পুত্র উপজেলার বড়দিয়ায় আলীমের ফার্নিচারের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে একটি মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। এমন সময় পথে তোলকাই কড়ইগাছের সামনে সশস্ত্র ছিনতাইকারী দলের কবলে পড়েন তাঁরা। ছিনতাইকারীরা রাস্তার ওপর মোটা রশি বেঁধে তাঁদের পথরোধ করে থামিয়ে তিনজনকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় আলীমকে রাস্তার পাশে ডোবায় ফেলে দেয় আর সেখানেই তাঁর মৃত্যু হয়। আহত পুত্রদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আলীম হোসেনের শ্যালক এস এম মানিক বলেন, ‘মঙ্গলবার দিবাগত রাতে আমার ভগ্নিপতি ও দুই ভাগনে দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে ছিনতাইকারীরা রাস্তায় মোটা রশি বেঁধে পথরোধ করে মোটরসাইকেল থামিয়ে মারধর করে সঙ্গে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং আমার ভগ্নিপতিকে রাস্তার পাশের ডোবার পানিতে ফেলে দেয়। আমার ভগ্নিপতি আলীম হোসেন সেখানেই মৃত্যুবরণ করেন।’
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা সোয়েব জানান, স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় সোর্স নিয়োগসহ তদন্ত চলছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খুলনায় অগ্নিকাণ্ডে একটি পাটের বস্তার গোডাউনসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর বড় বাজারের বার্মাশীল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১৮ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
৩৫ মিনিট আগেপাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৪০ মিনিট আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
৪২ মিনিট আগে