নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ব্যাটারিচালিত রিকশা চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞার ওপর স্থিতাবস্থা দিয়েছেন চেম্বার আদালত। এই সিদ্ধান্তে ব্যাটারিচালিত রিকশা চলাচলে কোনো বাধা নেই বলে জানিয়েছেন উভয় পক্ষের আইনজীবীরা। আজ সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।
আইনজীবীরা জানান, ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের ওপর এক মাসের জন্য স্থিতাবস্থা দিয়েছেন চেম্বার আদালত।
এর আগে রোববার মূল সড়কে চলাচলের দাবিসহ সাত দফা দাবিতে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ব্যাটারিচালিত রিকশা চালকেরা। এ সময় পুলিশ ও স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।
এ দিন সড়ক স্বাভাবিক করতে আন্দোলনরত রিকশাচালকদের ধাওয়া করে স্থানীয় বিএনপি ও তাঁর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুর করে চালকেরা। ওই হামলায় বাসযাত্রীসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন। পরে কয়েকটি কলেজের শিক্ষার্থী খবর পেয়ে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে একত্রিত হয়ে আবার রিকশা চালকদের ধাওয়া দেয়। পরে রিকশাচালকেরা সড়ক ছেড়ে পালিয়ে যায়। এরও প্রায় ঘণ্টাখানেক পরে যান চলাচল স্বাভাবিক হয়।
রিকশাচালক জয়নাল আজকের পত্রিকা বলেন, ‘রিকশা চলতে না দিলে আমরা না খেয়ে মরে যাব। কি করে খাব?’ তিনি আরও বলেন, ‘আমরা দাবি নিয়ে আসছি, রাজনীতিবিদরা আমাদের পেটাইতে আসে। আমরা কই যাব।’
সোহেল নামে আরেক রিকশাচালক বলেন, ‘কয়েক মাস আগে সমিতি থেকে কিস্তি নিয়ে রিকশাটি কিনছি। এখন যদি চলতে না দেয়, তাহলে আমরা পরিবার নিয়া ক্যামনে চলব? কিস্তির টাকা দেওয়াও কষ্ট হয়ে যাবে।’
ব্যাটারিচালিত রিকশা চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞার ওপর স্থিতাবস্থা দিয়েছেন চেম্বার আদালত। এই সিদ্ধান্তে ব্যাটারিচালিত রিকশা চলাচলে কোনো বাধা নেই বলে জানিয়েছেন উভয় পক্ষের আইনজীবীরা। আজ সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।
আইনজীবীরা জানান, ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের ওপর এক মাসের জন্য স্থিতাবস্থা দিয়েছেন চেম্বার আদালত।
এর আগে রোববার মূল সড়কে চলাচলের দাবিসহ সাত দফা দাবিতে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ব্যাটারিচালিত রিকশা চালকেরা। এ সময় পুলিশ ও স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।
এ দিন সড়ক স্বাভাবিক করতে আন্দোলনরত রিকশাচালকদের ধাওয়া করে স্থানীয় বিএনপি ও তাঁর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুর করে চালকেরা। ওই হামলায় বাসযাত্রীসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন। পরে কয়েকটি কলেজের শিক্ষার্থী খবর পেয়ে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে একত্রিত হয়ে আবার রিকশা চালকদের ধাওয়া দেয়। পরে রিকশাচালকেরা সড়ক ছেড়ে পালিয়ে যায়। এরও প্রায় ঘণ্টাখানেক পরে যান চলাচল স্বাভাবিক হয়।
রিকশাচালক জয়নাল আজকের পত্রিকা বলেন, ‘রিকশা চলতে না দিলে আমরা না খেয়ে মরে যাব। কি করে খাব?’ তিনি আরও বলেন, ‘আমরা দাবি নিয়ে আসছি, রাজনীতিবিদরা আমাদের পেটাইতে আসে। আমরা কই যাব।’
সোহেল নামে আরেক রিকশাচালক বলেন, ‘কয়েক মাস আগে সমিতি থেকে কিস্তি নিয়ে রিকশাটি কিনছি। এখন যদি চলতে না দেয়, তাহলে আমরা পরিবার নিয়া ক্যামনে চলব? কিস্তির টাকা দেওয়াও কষ্ট হয়ে যাবে।’
সমাজে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, নেতিবাচক জেন্ডার ধারণার পরিবর্তন এবং যুব ও যুব-নেতৃত্বাধীন সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে জাতীয় পর্যায়ে শুরু হয়েছে সমতায় তারুণ্য প্রকল্প। আজ সোমবার (নভেম্বর ২৫) রাজধানীর গুলশানের
৪ মিনিট আগেস্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রংপুরের কাউনিয়ায় যাবেন। আগামীকাল মঙ্গলবার হেলিকপ্টারে তিনি কাউনিয়ায় আসবেন।
৯ মিনিট আগেসাতক্ষীরার তালায় রাইস কুকারে পানি গরম করার সময় মায়ের কোলে থাকা শিশু বিদ্যুতায়িত হয়ে মারা গিয়েছে। এ সময় আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে শিশুটির মা। আজ সোমবার দুপুরে উপজেলার বারুইহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগেবগুড়ায় পুলিশের কনস্টেবল পদে মৌখিক পরীক্ষা দিতে আসা চাকরি প্রার্থীসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১২ জন লিখিত পরীক্ষায় প্রক্সি দিয়ে পাস করেছেন।
২৩ মিনিট আগে